রেস্টুরেন্টে একদিন||হালকা খানাপিনা||
আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ --২৩ই, আশ্বিন ,|১৪২৯ বঙ্গাব্দ||শনিবার||শরৎকাল||
আজকে আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি ছোট ভাইদের সাথে কাটানো সুন্দর একটি মুহূর্ত সেটা ছিল একটি রেস্টুরেন্টে। আজকের খাওয়া-দাওয়ার প্রধান কারণ হলো এক ছোট ভাই মোবাইল ফোন কিনেছে তাই সেই উপলক্ষে সে আমাদেরকে খুশি মনে কিছু খাওয়াবে। আর কেউ যদি কোন নতুন জিনিস ক্রয় করে থাকে তাহলে সে উপলক্ষে তো খাওয়া দিতেই হবে এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লাগে। হঠাৎ করেই দুপুরে প্লান করে ফেলি আমাদের উপজেলা শহরে একটি রেস্টুরেন্ট হয়েছে ওখানে যাবো। এখানকার খাবার আমার বেশ ভালো লাগে এর আগে অনেকবার যাওয়া হয়েছে। ছোট ভাইদের সাথে যাওয়া এই প্রথম এবং তাদের সাথে একটু সুন্দর মুহূর্ত কাটাবো এজন্যই যাওয়া। প্রথমেই বলি রেস্টুরেন্টের ডেকোরেশন নিয়ে।
Device : Realme 7
What's 3 Word Location :
ডেকোরেশনটা অনেক চমৎকারভাবে সাজিয়েছে এটি যেহেতু নতুন সেজন্য দেখতে আরো বেশি চমৎকার লাগছে। বিভিন্ন ধরনের লাইটিং এর মাধ্যমে ডেকোরেশন এর সৌন্দর্য বৃদ্ধি করেছে যা যারা রেস্টুরেন্টে যাবে তাদের মনকে আকর্ষিত করবে। আমরা চারজন একটি টেবিলে বসে এবং কি অর্ডার করবো সেটা খুঁজে পাচ্ছিলাম না। অনেক ভাবার পর চিকেন বারবিকিউ অর্ডার করি চারটা।
Device : Realme 7
What's 3 Word Location :
এর আগেই বলেছে এখানে আমি এর আগেও বেশ কয়েকবার এসেছি এখানকার খাবারের টেস্ট আমার বেশ ভালই লাগে। তবে এই আইটেমটি এর আগে আমি কখনো টেস্ট করিনি এই বার প্রথম তাই প্রথমেই খুব লোভনীয়তার সাথে খাবারটি খেতে থাকি। খাবারটি খেতে বেশ ভালোই লাগছিল। চিকেনটা খুব সুন্দর ভাবে বারবিকিউ করা হয়েছিল যা কোনরকম ত্রুটি ছিল না। এইখানকার খাবারের প্রাইস টাও তুলনামূলক কম এবং স্বাদেও অতুলনীয়। এর উপর বিভিন্ন ধরনের মসলা দিয়েছিল যা খাবারের টেস্টকে দ্বিগুণ করে দিয়েছিল। এবং চিকেন বারবিকিউটা পুরাপুরি সিদ্ধ হয়েছিল। কিছু কিছু জায়গায় খেতে গেলে দেখা যায় ভিতরে কাঁচা রয়েছে কিন্তু এটাতে এ ধরনের কোন সমস্যা ছিল না। আমরা খুব তৃপ্তি সহকারে খাওয়া-দাওয়া শেষ করি এবং কিছু সময় বিশ্রাম গ্রহণ করি তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসি।
ছোট ভাই বেচারা মোবাইল কিনে টাকা খরচ করেছে আবার মোবাইল কেনার কারণে আপনাদের খাওয়ানোর পিছনে টাকা খরচ করেছে। যাইহোক মাঝেমাঝে এই ধরনের খাওয়া-দাওয়া সম্পর্ককে আরও মজবুত করে। চিকেন বারবিকিউ মজা করে খেয়েছেন এবং ভালো সময় কাটিয়েছেন সেটা আপনার পোস্ট দেখেই বুঝতে পারলাম, ধন্যবাদ আপনাকে এবং শুভকামনা রইলো আপনার প্রতি।
ভাইয়া যেই নতুন কিছু কিনুক না কেন তাকে তো ট্রিট দিতেই হবে এটা একটি নিয়ম হয়ে দাঁড়িয়েছে পাশে তার মন থেকে দিয়েছে। এটা বেশ মজা করি আমরা
রেস্টুরেন্টে মাঝেমধ্যে এভাবে খেতে বেশ ভালোই লাগে । আসলে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় সুন্দর একটি মুহূর্ত উপভোগ করার মজাই আলাদা। তার সাথে যদি খাবার উপভোগ করা হয়ে থাকে তাহলে তো বেস্ট সময় অনেক ভালো লাগলো।
ঠিক বলেছেন বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ধরনের মুহূর্ত উপভোগ করা আসলেই অসাধারণ ।আর খাবার হলে তো মুহূর্তটা আরো বেশি জমে যায়।
জায়গা খানা চেনা চেনা লাগছে।বাসার পাশে থেকেও দাওয়াত পেলাম না আফসোস বড়ই আফসোস। দারুন সময় + ফটোগ্রাফি ছিল ধন্যবাদ শেয়ার করার জন্য ভাই
এইটা তোমাদের বাড়ির পাশের ওইটা না । একটি শাখা খোকসা তে হয়েছে এটা ওইখানে।
বাহ আপনার বন্ধু নতুন ফোন কিনেছে এই উপলক্ষে খাওয়াবে বেশ ভালই লাগলো। আসলে আমাদের মধ্যেও এটা রয়েছে নতুন কিছু কিনলে কিংবা নতুন কোন দিনের জন্য এরকম খাওয়া-দাওয়া প্ল্যান করা। আর রেস্টুরেন্টটা দেখছি ভীষণ সাজানো গোছানো। ফুলের ডেকোরেশন গুলো তো অসাধারণ হয়েছে। এখানে সময় কাটাতে ও ভীষণ ভালো লাগবে। বেশ জমজমাট উপভোগ করেছেন।
আপু যিনি ফোন কিনেছেন তিনি আমার বন্ধু নয় ছোট ভাই। আর রেস্টুরেন্টটা সত্যিই বেশ দারুন ভাবে সাজিয়েছে ধন্যবাদ মতামতের জন্য।
রেস্টুরেন্টের খানাপিনা কখনো হালকা হয় না। তবে মজা করে পছন্দের খাবারগুলো খেয়েছেন সেটাই বা কম কিসে। আপনি এর আগে অনেকবার এই রেস্টুরেন্টে গিয়েছিলেন। কিন্তু বারবিকিউ খাওয়া হয়নি, সে কারণে বারবিকিউটায় অর্ডার করলেন। তবে রেস্টুরেন্টের ডেকোরেশন দেখার মত। শুভকামনা রইল আপনার জন্য।
ঠিকই বলেছে রেস্টুরেন্টে খাওয়া না পিনা হালকা হয় না গেলেই মনে হয় যে খেয়ে যায় খেয়ে যায়। ধন্যবাদ মতামতের জন্য
ছোট ভাইয়ের ফোন কিনে উপলক্ষে রেস্টুরেন্টে গিয়ে অনেক চমৎকার একটি মুহূর্ত অতিবাহিত করেছেন সেই সাথে খানাপিনা দেখেই তো বোঝা যাচ্ছে মুহূর্তটা অসাধারণ ছিল। আপনার এই সুন্দর মুহূর্তটা আপনি আমাদের মাঝে চমৎকারভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।
আমরা তো তোমার মতই খাওয়া পাগল খাওয়া পাইলে আর কোন কথা থাকে না। বেশ ভালো সময় কাটিয়েছিলাম