🌷🌼শখের ফটোগ্রাফি পর্ব-৩। 🌷🌼নানা রকম আলোকচিত্র ( beneficiary 10% @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আজকে আমি কোনো নিদিষ্ট বিষয়ের উপর ফটোগ্রাফি করিনি।বিভিন্ন ধরনের ফটোগ্রাফি নিয়ে আলোচনা করবো।


ফটোগ্রাফি


PXL_20210828_144417644-01-01.jpeg


শহীদ মিনার
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/calculate.bulk.leaned


  • শহীদ মিনার বাংলাদেশর ভাষা শহীদের উপর শ্রদ্ধা রেখে তৈরি করা হয়েছে।শহীদ মিনার বাঙ্গালি জাতির একটি ইমোশন। যা দেখলে বাঙালি জাতির পূর্বের স্মৃতির কথা মনে পড়ে পূর্বে বাংলা ভাষার জন্য যুদ্ধ করেছিল সেই স্মৃতি ভেসে ওঠে। ছবিটি রাতে তোলা আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ শহীদ মিনারের লাইটিং দেখে ছবি না ওঠায় থাকতে পারলাম না।

ফটোগ্রাফি


PXL_20210829_044054574-01.jpeg


বাংলার রূপ
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/calculate.bulk.leaned

  • বাংলার রূপ যত দেখি ততই মুগ্ধ হয়। যেন চারিদিকে সবুজ শ্যামল ঘেরা আমাদের এই ছোট বাংলা।পাহাড়ের উপর থেকে ছবিটা তোলা হয়েছিল পাহাড়ের উচ্চতা অনেক বড় ছিল। চারিদিকে সব পাহাড় গুলো অনেক ছোট ছোট মনে হচ্ছিল আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ।

ফটোগ্রাফি


received_354150179585667-01.jpeg


মাছ ধরছে
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/trolled.unproven.unsettle

  • একজন লোক জাল দিয়ে মাছ ধরছেন। সাধারণত গ্রামে বর্ষার সময় ছোট ছোট খালে বিলে বিভিন্ন জায়গা দিয়ে যখন পানি গরে ওই পানির সাথে সাথে অনেক মাছ চলে আসে। বিভিন্ন কায়দায় মাছগুলো ধরেন মানুষেরা।

ফটোগ্রাফি


IMG-20210903-WA0112-01.jpeg


নদী পারাপার
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/shells.quips.deviates

  • একটি নৌকায় অনেকগুলো লোক নদীতে ঘুরতে বের হয়েছে। বাড়ির পাশে যেহেতু পদ্মা নদী তাই নদীকে উপভোগ করার জন্য অনেক লোকই নদীতে ঘুরতে আসে। তারা এই নদীতে ঘুরতে এসেছে বিশেষ করে নদীতে বিকেল টাইম তো অনেক সুন্দর কাটে। সূর্যাস্তের সময় মনোরম দৃশ্য দেখা যায়।

ফটোগ্রাফি


IMG-20210903-WA0113-01.jpeg


নদীর তীরে সময় কাটানো
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/shells.quips.deviates

  • আমরা মাঝে মাঝেই নদীর তীরে গিয়ে বসে বসে সময় কাটায়। বিশেষ করে যখন মন ভালো থাকেনা নদীর তীরে গিয়ে বসলে নদীর ঠান্ডা আবহাওয়া মনটাকে ভালো করে দেয়। আর এমনিতেই প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মনের বিশালতা ওভারে মন সুন্দর হয়ে যায়।

ফটোগ্রাফি


IMG-20210903-WA0103-01.jpeg


গাছ
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/contesting.potent.gerbils

  • গাছের যখন নতুন পাতা বের হয় যেন গাছ নতুন রূপ ধারণ করে আর কাছ থেকে দেখতে অনেক সুন্দর লাগে। আবার এক সময় গাছের পাতাগুলো ঝরে পড়বে। আমাদের জীবনের মতই। আমরাও এক সময় ছোট ছিলাম তারপর যৌবনে এসেছি গাছের পাতা গজানোর মতো আবার বৃদ্ধ হয়ে চলে যেতে হবে ঠিক গাছের পাতা যেভাবে এবং ঝরে পড়ে।

ফটোগ্রাফি


PXL_20210827_132413519-01.jpeg


সামুদ্রিক শামুক
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/sage.oversights.hoisted

  • সামগ্রিক শামুক দেখতে অনেক সুন্দর হয়।সমুদ্রের তীরের লোক অনেক কষ্ট করে শামুক জোগাড় করে সেইগুলো সুন্দর করে পরিস্কার করে বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 3 years ago 

দুর্দান্ত বলার কোন ভাষা খুঁজে পাচ্ছিনা সব কয়টি চিত্র বিশ্বমানের যার আমি প্রেমে পড়ে গেলাম ।ধন্যবাদ এরকম ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইজান ❤️❤️

 3 years ago 

শহীদ মিনার, জেলের মাছ ধরার দৃশ্য, এবং নদী পারাপার, ফটোগ্রাফি তিনটি জন্য আপনাকে আমি ১০০/১০০ দিলাম।

সত্যি অতি চমৎকার চমৎকার অতি চমৎকার ফটোগ্রাফি করেছে আপনি

 3 years ago 

ধন্যবাদ। এভাবে উৎসাহ দিলে পরবর্তীতে আরো ফটোগ্রাফি পোষ্ট করবো।❤️❤️

 3 years ago 

চালিয়ে যাও তোমার ফটোগ্রাফি, ইনশাল্লাহ অবশ্যই উন্নত চরম শিখরে আহরণ করতে পারবে তুমি।

দোয়া এবং শুভকামনা অবিরাম

 3 years ago 

ফটোগ্রাফি প্লাস লেখনি সত্যিই অসাধারণ মনোমুগ্ধকর। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন প্রতিটা ফটোর ডেসক্রিপশন। আপনার জন্যে শুভ কামনা রইল

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

আপনার ফটোগ্রাফির হাতটা তো খুব ভালো।মনে হচ্ছে একদম বাস্তব চিত্র।ফটোগ্রাফি যেমন সুন্দর হয়েছে বর্ননাটাও ভালো ছিলো।আপনার পোস্টের তিন নাম্বার ছনিটা আমার কাছে বেশ ভালো লেগেছে।সে ভিন্ন কায়দায় মাছ ধরছেন।সচরাচর এমন মাছ ধরা দেখা যায় না।আমরা ছোট সময়ে দেখেছি যখন বৃষ্টির পানি যখন বিলের মধ্যে প্রবাহিত হতো তখন এইরকম জাল দিয়ে মাছ ধরতো।আপনার বর্ননাটা ভালো ছিলো।শুভকামনা রইলো।

 3 years ago 

ধন্যবাদ।

অত্যন্ত মানানসই ফটোগ্রাফি

 3 years ago 

ধন্যবাদ ❤️❤️

 3 years ago 

সবগুলো ফটোগ্রাফিই দুর্দান্ত হয়েছে। যদিও আপনার ফটোগ্রাফিগুলো ভালো হয়, তথাপিও আজকের দৃশ্যগুলো খুবই ভালো ছিলো। প্রথম দৃশ্যটির সাথে আমাদের আবেগ জড়িয়ে আছে দারুনভাবে। ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ ❤️❤️।

 3 years ago 

" চমৎকার "

ছবিগুলো খুব সুন্দর ছিল। বিশেষ করে প্রথম ছবিটা সবথেকে সুন্দর লাগলো। আসলে শহীদ মিনার দেখলে ভেতরটা কেমন যেন শ্রদ্ধায় ভরে ওঠে। যাক সব ছবিগুলো সুন্দর ছিল। শুনলাম ভালো ছবি তুলতে পারেন। দোয়া রইলো।

💚 শুভ কামনা অবিরাম 💚

 3 years ago 

ধন্যবাদ ❤️❤️

 3 years ago 

যেমন সুন্দর ফটোগ্রাফি ঠিক সেইরকম সুন্দর উপস্থাপনা। আপনার পোস্টের দ্বিতীয় ছবিটি আমার কাছে অসাধারণ লেগেছে। আপনার জন্য শুভকামনা।।

 3 years ago 

ধন্যবাদ ❤️❤️

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54451.29
ETH 2281.47
USDT 1.00
SBD 2.33