DIY (এসো নিজে করি).||কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি।||১০% লাজুক খ্যাকের জন্য।
আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ আমি আপনাদের মাঝে কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করতে হয় কিভাবে তা দেখাবো।নিজে কিছু করার মজাই অন্যরকম।খুব খুশি লাগে যদি কিছু তৈরি করতে সফল হই।আশাকরি আমার পোস্টটি আপনাদের ভালো লাগবে।
ওয়ালমেট
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/putty.heavier.bathhouses
তৈরি পদ্ধতি
- এ৪ সাইজের রঙিন পেপার।
- কাচি।
- আঠা।
- সুতা।
ধাপ:-১ঃপ্রথমে এ৪ সাইজের রঙিন পেপারকে সমান করে ছোট ছোট করে কেটে নিতে হবে।এমন ভাবে কাটতে হবে যেনো সবগুলো কাগজ সমান হয়।
ধাপ:-২ঃএরপর কাটা কাগজগুলোকে সমান করে গোল করতে হবে।গোল করার পর তা আাঠা দিয়ে আটকিয়ে নিতে হবে।যাতে খুলে না যায়।
ধাপ:-৩ঃএরপর গোল করা কাগজকে আঠা দিয়ে একসাথে করতে হবে।খেয়াল রাখতে হবে যেনো খুলে না যায়।
ধাপ:-৪ঃসাদা কাগজ দিয়ে ছোট একটা ফুল বানাতে হবে।
ধাপ:-৫ঃছোট সাদা ফুলটাকে মূল ফুলের সাথে আঠা দিয়ে আটকাতে হবে।একদম মাঝ বরাবর লাগাতে হবে।
ধাপ:-৬ঃগোল করা কাগজগুলোর সাথে সুতা লাগাতে হবে।ছোট বড় করে সূতা বেদে নিতে হবে।তারপর মূল ওয়ালমেটের সাথে পর্যায়ক্রমে আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে।
ধাপ:-৭ঃতৈরি হয়ে গেলো কাগজ দিয়ে ওয়ালমেট।এখন আমার রুমের দেয়ালে এটা ঝুলিয়ে রেখে দিলাম।
সৃজনশীলতাই পৃথিবীতে নতুন রুপের আর্বিভাব ঘটায়। আপনার পোস্ট দেখাই তা সুস্পষ্ট। আপনার ওয়ালমেট তৈরি অসাধারণ হয়েছে এবং সুন্দর করে বর্ণনা দিয়েছেন। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ।
আপনি খুব সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন সেই সাথে সুন্দর করে ফটো তুলে আরো সুন্দর করে বর্ণনা করেছেন বিশেষ করে লাল কালারের মাথায় সাদা কালার টা তে আরো বেশি সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে.সৃজনশীলতাই পৃথিবীতে নতুন রুপের আর্বিভাব ঘটায়। আপনার পোস্ট দেখাই তা সুস্পষ্ট।
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ
আপনার ওয়ালমেট অনেক সুন্দর হয়েছে ভাইয়া। যদিও দেখলে এইগুলো অনেক সহজ মনে হচ্ছে কিন্তু আমি জানি কিন্তু বানাইতে অনেক কষ্টে কোন সময় লাগে।
ধন্যবাদ আপু।
অনেক সুন্দর একটি জিনিস বানিয়েছেন আপনি। খুব সুন্দর ভাবে প্রত্যেকটি ধাপ উপস্থাপন করেছেন। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি জিনিস শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ
কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে পরিবেশন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইল অনেক ভালো লাগলো ভাইয়া
ধন্যবাদ
বাহ অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন রঙিন কাগজ দিয়ে। সত্যি অনেক ভালো লেগেছে আমার। শুভেচ্ছা ও অভিনন্দন রইল অবিরাম।
ধন্যবাদ