মনোমুগ্ধকর রাত

in আমার বাংলা ব্লগ11 months ago (edited)

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • মনোমুগ্ধকর রাত
  • ০২,অক্টোবর ,২০২৩
  • সোমবার

IMG_20231002_173631.jpg


হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের সামনে হাজির হলাম মনোমুগ্ধকর একটি রাতের গল্প নিয়ে। আমরা যারা একসাথে থাকি সবাই মিলে গল্প করতে করতে রাতে ঘুমাইতে অনেক দেরি হয়ে যায়। আমরা বেশি সময় আমার রুমের বেলকনিতে অথবা আমার রুমের মধ্যে গল্প করি। আজকে রাত সাড়ে ১১ টা থেকে ৩-৪ জন রুমের বেলকনিতে বসে গল্প করছিলাম রাতে ভালো বাতাস ছিল শীতল বাতাস এসে গায়ে লাগছিল ওই মুহূর্তে গল্প করতে অনেক বেশি ভালো লাগছিল। আর ছিল আকাশে অনেক বড় একটি চাঁদ। চাঁদের আলোয় আলোকিত হয়ে আছে পুরা শহরটা।


IMG20231001224023.jpg

IMG20231001013214.jpg


Device : Realme 7
What's 3 Word Location :

আমরা গল্প করছি আর শীতল হাওয়া গায়ে লাগছে আর বেলকনির গ্রিলের মাঝ দিয়ে দেখা যাচ্ছে চাঁদ চাঁদের আলো এসে গায়ের উপরও পরছে। বেলকনিতে বসে গল্প করতে আর ভালো লাগছিল না হঠাৎই মাথায় চিন্তা উঠলো এই সুন্দর মনোরম জোসনা রাত ছাদে গিয়ে উপভোগ করতে হবে। আমরা থাকি চারতলা আমাদের এই বিল্ডিংটা মোট নয় তালা। বিল্ডিং এর লিফট আছে কিন্তু রাত সাড়ে ১১ টার পরে লিফট বন্ধ হয়ে যায়। আমরা যখন সিদ্ধান্ত গ্রহণ করি ছাদে গিয়ে জোসনা রাত উপভোগ করব তখন অলরেডি রাত একটা বেজে গেছে। হয়ে যাক রাত গভীর কিন্তু এমন প্রকৃতি সবসময় তো আর পাবো না তাই আমরা চারতলা থেকে সিঁড়ি বেয়ে হাঁটতে হাঁটতে ছাদে চলে যায়।


IMG20231001033115.jpg

IMG20231001015625.jpg

IMG20231001020554.jpg

IMG20231001015542.jpg

IMG20231001015437.jpg


Device : Realme 7
What's 3 Word Location :

ছাদে গিয়ে মনটা অনেক ফুরফুরা হয়ে গেল অনেক বেশি বাতাস ছিল আর সাথে চাঁদের অপরূপ সৌন্দর্য। আমরা গিয়ে ছাদের একটি কোনায় বসলাম ওইখান থেকে পুরা শহরটাকে আলোয় আলোকিত দেখা যাচ্ছে। আমরা ছিলাম আশেপাশের সকল বিল্ডিং থেকে অনেক উপরে জোসনায় আলোয় ঘুমন্ত শহরটাকে আলো করে রেখে দিয়েছে আর আমরা হলাম সেই শহরের পাহারাদার। রাতে ছাদে বসে তিনজন আড্ডা দেওয়ার সময় গান হল কবিতা আবৃত্তি হল আর সাথে চাঁদের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে থাকলাম।
চাঁদের আলো অনেক উজ্জ্বল
তাই তো মন হয়ে গেল চঞ্চল।
শীতল হাওয়া লাগছে গায়ে
ছাদে হাঁটাহাঁটি করছি আমরা পায়ে পায়ে।
ঘুমন্ত শহরে দিচ্ছি আমরা পাহারা
কেউ যেন না হয়ে যায় দিশেহারা।
করেছি আমরা ফটোগ্রাফি চাঁদের
নিজের ফটোগ্রাফি করেছি দাঁড়িয়ে এক কোনায় ছাদের।
চাঁদের আলোতে মনটা হয়ে গেল ভালো
মন খুলে আড্ডা দিতে চেয়েছিলাম আরো।
যেহেতু শেষ হয়ে যাচ্ছে রাত।
ঘুমে চোখ হয়ে যাচ্ছে কাত।

আমরা অনেকটা সময় ধরে চাঁদের আলোকে উপভোগ করতে থাকি সবথেকে মজার বিষয় ছিল অনেক বেশি বাতাস। একটা সময় পরে যখন রাত সাড়ে তিনটা তখন আমাদের শীত লাগা শুরু করে দিল আমরা রাতের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতেই রাতটা পার করে দিচ্ছিলাম। কখন যে ঘন্টার পর ঘন্টা পার করে দিয়েছি বুঝতেও পারেনি। যেহেতু রাত শেষ হয়ে যাচ্ছে আর আমাদের শীত শীত লাগছিল তাই আমরা আর বেশি সময় ছাদের বসে না থেকে রুমের দিকে চলে আসি।

standard_Discord_Zip.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

চাঁদনী রাত আমার অতি প্রিয় তাই এ রাতে ছাদে বসে হোক ফাঁকা মাঠে বসে আকাশের দৃশ্য এবং চাঁদ ও তারা দেখতে বেশ ভালো লাগে। পাশাপাশি যদি কোন বন্ধু থাকে তাকে নিয়ে গল্প করতেও অনেক ভালো লাগে। অবশ্য এমন রাত উপভোগ আমার জীবনে অনেক রয়েছে তাই সে সমস্ত স্মৃতিগুলো আজ মনে পড়ে গেল আপনার পোষ্টের মধ্যে দিয়ে।

 11 months ago 

আমারও আপনার মত চাঁদনী রাত অনেক বেশি প্রিয় তাই তো উপভোগ করতে মন চায় সব সময়। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 11 months ago 

নিশি রাতের পূর্ণিমার আলোতে বেশ চমৎকার মুহূর্ত উপভোগ করেছেন। ছাদে বসে রাতের সৌন্দর্য চমৎকার ভাবে উপভোগ করেছেন । আসলে এমন রাতে না ঘুমিয়ে সারা রাত গল্প করার মাঝে রাত কাটিয়ে দেওয়া যায়। এত চমৎকার মুহূর্তের অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 11 months ago 

আসলে ভাইয়া এমন পরিবেশ পাইলে ঘুম এক নিমিষে হারিয়ে যায়। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

 11 months ago 

রাত একটার সময় ছাদে। আর এইরকম চাঁদনি রাত মনোরম পরিবেশ সঙ্গে বন্ধুবান্ধব হলে আর কী লাগে ভাই। এইরকম পরিবেশ ছাদে গিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার মতোই হা হা। আপনার লেখা ছোট কবিতা টাও চমৎকার ছিল ভাই। সবমিলিয়ে দারুণ লাগল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সঙ্গে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আসলে ই এমন পরিবেশে আড্ডা দেওয়ার মজাই আলাদা অনেক ধরনের গল্প রিফ্রেশমেন্ট পাওয়া যায়। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 11 months ago 

মেঘমুক্ত আকাশ জোসনার আলোয় আলোকিত এমন স্নিগ্ধ রাত এর সৌন্দর্য উপভোগ করেছি অনেকবার।
আপনি অনেক সুন্দর ভাবে গুছিয়ে আপনার অনুভূতি প্রকাশ করেছেন চাঁদনী রাতের জানতে পেরে খুবই ভালো লাগলো।

 11 months ago 

আপনি আমার পোস্টে মতামত করেছেন আমার খুব ভালো লাগে। ধন্যবাদ গঠনমূলক মতামত প্রকাশের জন্য

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 60607.86
ETH 2620.83
USDT 1.00
SBD 2.52