ভ্রমণ শুরু ||ঢাকা থেকে সুনামগঞ্জ পর্ব-১||১০% লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • ঢাকা থেকে সুনামগঞ্জ
  • ২৯, আগস্ট ,২০২৩
  • মঙ্গলবার

হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের সামনে আবারো হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। গতকালকের পোস্টে শেয়ার করেছিলাম আমার ভ্রমণের প্রস্তুতি নিয়ে। আজকে শেয়ার করতে চলছি ভ্রমণের যাত্রাপথ নিয়ে কিছু সুন্দর সুন্দর গল্প এবং ক্লান্তিময় মুহূর্ত ইনশাআল্লাহ। আমাদের যাত্রাপথ ঢাকা থেকে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলাতে। ঢাকা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরত্বে তাই আমাদের অনেক ভোরে বের হতে হবে। তা না হলে রোদের তাপে বাইক রাইড করতে অসহ্য খারাপ লাগবে। তাই আমরা সকাল সাড়ে চারটার দিকে ঘুম থেকে উঠে খুব দ্রুত প্রস্তুতি গ্রহণ করে ৫:১৫ দিকে বাসা থেকে বাইকের সাথে ব্যাগ গুলো বেঁধে নিয়ে আমি এবং আমার বন্ধু @aongkon বের হয়ে পড়ি সুনামগঞ্জের উদ্দেশ্যে। আমাদের যাত্রাপথের সময় লাগবে প্রায় ৮ থেকে ১০ ঘন্টা তাই অনেক ঠান্ডা মাথায় সকালের সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে আমরা দুজন ফাঁকা ঢাকা অতিক্রম করি।


IMG-20230829-WA0012.jpg


Device : Realme 7
What's 3 Word Location :

কারণ ভোরে যে ফাঁকা ঢাকা আমরা দেখি তা অন্য কোন সময় খুঁজে পাওয়া যায় না। আর সকাল-সকাল ঢাকা থেকে বের হতে পারলেই আমাদের সময় বেঁচে যাবে। আর যদি দেরি করে বের হয় তাহলে ঢাকার জ্যামে আটকা পড়লে আমাদের সময়টা অনেক নষ্ট হয়ে যাবে। তাই আমরা সকাল সকাল মোহাম্মদপুর থেকে মহাখালী হয়ে পূর্বাচল এক্সপ্রেসওয়ে দিয়ে সুনামগঞ্জের দিকে রওনা করি।


IMG-20230829-WA0011.jpg


Device : Realme 7
What's 3 Word Location :

পূর্বাচল এক্সপ্রেসওয়ে রাস্তাটা অসম্ভব সুন্দর সকালে শীতল হওয়ার মাঝে বাইক রাইড করতে বেশ মজা লাগছিল। হঠাৎ রোদের দেখা পাওয়ার কথা ছিল কিন্তু রোদের দেখা না পেয়ে দেখিয়া পুরা আকাশটা কালো মেঘে ছেয়ে গিয়েছে। যখন তখন বৃষ্টি নামতে পারে তারপরও আমরা সামনের দিকে এগোতে থাকি অনেকটা পথ পারি দেওয়ার পর দেখি ঝুম বৃষ্টি শুরু হল। আমরা একটি স্থানে বাইক থামিয়ে আমাদের রেইনকোট ব্যাগেছিল বের করে সেগুলো পরিধান করি এবং ব্যাগগুলো ওয়াটারপ্রুফ করে নেই। তারপর টিপ টিপ বৃষ্টির মাঝে আমরা সুনামগঞ্জের উদ্দেশ্যে এগোতে থাকি প্রায় দুই ঘণ্টা মতো বৃষ্টির মধ্যে বাইক রাইড করতে হয়েছে।


IMG20230828072750-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

আমরা যেহেতু অনেক সকালে বের হয়েছি তাই সকালের নাস্তাটা করা হয়নি আমরা ভৈরব এসে একটি রেস্টুরেন্টে সকালের নাস্তাটা সেরে নিই। ভৈরব থেকে বের হওয়ার পরও বৃষ্টি হচ্ছিল আমরা ওইভাবেই ধীরে ধীরে এগোতে থাকি ভৈরব নদীর উপর ব্রিজ আছে। ওই ব্রিজে কিছু সময় অতিবাহিত করি বৃষ্টির মধ্যে তারপর আবার যাত্রা শুরু করি। ব্রিজ পার হওয়ার পরে রাস্তাটা বেশ খারাপ ছিল অনেক সাবধানতার সাথে বাইক রাইড করতে করতে হবিগঞ্জে এসে ছোট একটি চায়ের বিরতি দেই।


IMG20230828084852-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

হবিগঞ্জ থেকে এখনো আমাদের গন্তব্য প্রায় দেড়শ কিলোমিটার। আমাদের সময় লাগবে তিন থেকে চার ঘন্টা কারণ এটা হাওর এলাকার মধ্য দিয়ে যেতে হবে। রাস্তা কেমন সেটাও জানিনা আমরা গুগল ম্যাপ অনুসরণ করতে করতে হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জ চলে আসি।আরো যাত্রাপথের মজাদার গল্প বাঁকি আছে শেয়ার করবো পরবর্তী পোস্টে ইনশাআল্লাহ।

standard_Discord_Zip.gif

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59378.58
ETH 2646.25
USDT 1.00
SBD 2.46