DIY-"এসো নিজে করি" ||" রঙিন পেপারস্ দিয়ে ওয়ালমেট তৈরি "||১০% লাজুক খ‍্যাঁকের জন‍্য বরাদ্দ।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

অনেকদিন হলো কাগজ দিয়ে কোনো কিছু তৈরি করা হচ্ছে না। তাই ভাবলাম আজকে কিছু একটা তৈরি করা যাক ।কাগজ এবং প্রয়োজনীয় উপকরণ নিয়ে ওয়ালমেট বানানোর জন্য বসে পড়লাম।


IMG20211217114916_00-01.jpeg


ওয়ালমেট
Device : Realme 7

চলুন শুরু করা যাক

প্রয়োজনীয় উপকরন

  • রঙিন কাগজ
  • আঠা
  • কাঁচি

কাজের ধারা


IMG20211217101330_00-01.jpeg


  • ধাপ-০১ঃপ্রথমে চারটা লাল রংয়ের কাগজ নিবো এবং কাজগুলোকে ১৬×২১ সেমি করে কেটে নিবো।

IMG20211217103129_00-01.jpeg

IMG20211217104329_00-01.jpeg

  • ধাপ-০২ঃএখন কাগজগুলোকে চিত্র অনুযায়ী ভাজ করে নিবো।

IMG20211217110238_00-01.jpeg


  • ধাপ-০৩ঃএরপর কাগজগুলোকে চিত্র অনুযায়ী গোলাকার করে একটির সাথে অন্যটি আঠা দিয়ে লাগিয়ে দেবো।

IMG20211217110837_00-01.jpeg


  • ধাপ-০৪ঃআবার লাল রঙের তিনটা কাগজ নিয়ে চিত্র অনুযায়ী ভাজ করে নিবো।

IMG20211217110853_00-01.jpeg

IMG20211217111035_00-01.jpeg


  • ধাপ-০৫ঃ এখন সাদা কাগজ নিব তিনটা এবং কাগজগুলোকে লম্বা করে কেটে নিবো।তারপর ধাপ চার এ বানানো অংশকে সাদা কাগজের নিচে আঠা দিয়ে লাগিয়ে দিবো।

IMG20211217111618_00-01.jpeg

IMG20211217111635_00-01.jpeg

IMG20211217111645_00-01.jpeg


  • ধাপ-০৬ঃএখন একটি সাদা রংয়ের চতুর্ভুজ আকৃতির একটি কাগজ কেটে নিবো এবং কাগজকে চিত্র অনুযায়ী ভাজ করে নিবো।

IMG20211217111829_00-01.jpeg

IMG20211217113939_00-01.jpeg

  • ধাপ-০৭ঃএখন উক্ত কাগজকে কাচি দিয়ে চিত্র অনুযায়ী কেটে নিবো।

IMG20211217113846_00-01.jpeg

IMG_20211219_204046.jpg


  • ধাপ-০৮ঃএখন লাল পেপার নিবো এবং চিত্র অনুযায়ী কেটে নিবো তারপর উপরের ধাপে সাদা ফুলের মাঝে আঠা দিয়ে লাগিয়ে দিবো। তাহলে পূনাঙ্গ একটি ফুল গঠন হবে।

IMG20211217114916_00-01.jpeg

  • ধাপ-০৯ঃএখন ওয়ালমেট এর পূর্ণাঙ্গ রূপ আনতে ছোট ছোট ফুলগুলোকে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে।

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনার রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি খুবই সুন্দর হয়েছে । আপানি ওয়ালমেটটি তৈরি করতে লাল কাগজ ব্যবহার করেছেন যার ফলে এটি আরও বেশি আকর্ষণীয় লাগছে। তাছাড়া আপনি তৈরির পদ্ধতি গুলোও খুব সুন্দর করে উপস্থাপন করেছেন, যা দেখে যে কেউ এটি বানাতে পারবে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার ভাল লেগেছে শুনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপু

 2 years ago 

বাহ রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন, যা দেখে চোখ ধাঁধিয়ে গেল আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মতামত প্রকাশ করার জন্য

 2 years ago 

আপনার ওয়ালমেটটি জাস্ট অসাধারণ ও অনেক সুন্দর হয়েছে। দেখতে খুবই সুন্দর লাগছে। কাগজের ওয়ালমেট তৈরি করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়।

আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

আপনার গঠনমূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ

বাহ ভাইয়া রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন আপনি। এটা দেখতে অনেক সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটি ধাপ দক্ষতা ও নিখুঁত ভাবে তৈরি করে শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইজান

 2 years ago 

রঙিন কাগজের তৈরি ওয়ালমেট টি অনেক সুন্দর লাগছে। ওয়ালমেট তৈরি করতে লাল রঙের রঙিন কাগজ গুলো কীভাবে ভাজ করতে হয় সেটা আমাদের মধ্যে উপস্থাপন করেছেন। ফুলের কোথায় আটা ব্যবহার করতে হয় সেটা সুন্দর বর্ণনা দিয়েছেন। সুন্দর ওয়ালমেট তৈরির ধাপগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার মতামত প্রকাশ করার জন্য অসংখ্য

 2 years ago 

রঙ্গিন পেপার দিয়ে খুবই সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। আমার অনেক ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 

জাস্ট অসাধারণ রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দর ভাবে একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া ।আপনার তৈরি করা এই রঙিন কাগজের ওয়ালমেট দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে ।বিশেষ করে লাল রঙের কাগজ ব্যবহার করার কারণে এটি আরো বেশি সুন্দর লাগছে। সাদা কাগজের উপর লাল ফুল গুলো দেখতে সত্যিই অনেক ভালো লাগছে ।এত সুন্দর একটি সাদা এবং লাল কাগজের ওয়ালমেট আমাদের সকলের মাঝে ধাপে ধাপে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার গঠনমূলক মতামত দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

অনেক সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। ব্যক্তিগতভাবে আমার কাছে আপনার তৈরি ওয়ালমেট টা খুবই ভালো লেগেছে তার সাথে আপনি যে পদ্ধতি কোন অবলম্বন করে ওয়ালমেট তৈরি করেছেন তাও আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। সব মিলিয়ে এমন সুন্দর একটি কারুকার্যের জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি ভাইয়া।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

বাহ ,অসাধারণ অলমেট তৈরি করেছেন আপনি ।বিশেষ করে ওয়ালমেট টিতে লাল রঙের কাগজ ব্যবহার করায় দেখতে অনেক সুন্দর লাগছে। এমন ওয়ালমেট অনেকদিন আগে আমি একটি তৈরি করেছিলাম এটি অনেক খাটনির কাজ, ওয়ালমেট টি তৈরি করতে অনেক ধৈর্যের প্রয়োজন। আপনি ৯টি ধাপে অনেক গুছিয়ে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 
  • অনেক সুন্দর একটি ওয়ালমেট আপনি তৈরি করেছেন। দেওয়ালে এটি জানালে অনেক সুন্দর দেখা যাবে। আপনি খুব দক্ষতার সাথে এটি তৈরি করেছেন এবং আমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছেন।
 2 years ago 

অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 66278.74
ETH 3072.53
USDT 1.00
SBD 3.68