গোধূলি বিকেলে কাটানো কিছু সময় ও সতেজ নিঃশ্বাস||১০% লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আজ --১৪ই চৈত্র| ১৪২৮ বঙ্গাব্দ | সোমবার| বসন্তকাল|


GridArt_20220328_231151723.jpg


অনেকদিন হলো বিকেলে তেমন ঘোরাঘুরি হয়ে ওঠেনা বিকেলের পরিবেশটা আমার কাছে সবসময় অনেক ভালো লাগে ।বিশেষ করে যখন সূর্য অস্ত যাবে তখনকার পশ্চিমা আকাশ আমার অনেক প্রিয়। অনেকদিন তেমন বিকেলে এই সময়টাকে উপভোগ করা হচ্ছে না তাই আজকে ভাবলাম একটু ঘুরে আসা যাক কোন এক প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হারিয়ে যাওয়ার জন্য নিরিবিলি এক জায়গাতে। ঘোরাঘুরি তেমন প্লান ছিলনা আমি এক ভাইকে ফোন করলাম তাকে তার বাসা থেকে নিয়ে আসার জন্য ।তারপর সে বললো চলো যাই একটু নিরিবিলি পরিবেশ থেকে ঘুরে আসি এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আসি। তাই ছুটে চললাম সুন্দর পরিবেশ খোঁজার জন্য ।আমরা আশেপাশের প্রায় সব এলাকায় ঘুরে শেষ করে ফেলেছি তারপরেও পুরাতন জায়গাতে আবার যাওয়ার চেষ্টা ।এটা আমাদের এলাকা থেকে কিছু দূরে রাস্তার ধারে চলছে ছোট শাখা নদী সেই নদীতে বিভিন্ন ধরনের নৌকা এবং নদীর পাড়ে ধানক্ষেত আর ধানের সজীবতা দেখলে মন ভালো হয়ে যায়।


IMG20220328173411_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/workroom.able.sensibilities


তাই আমরা রাস্তার পাড়ে দাড়িয়ে সৌন্দর্যকে উপভোগ করতে থাকি। তারপর ভাবলাম একটু নিচে গিয়ে খুব কাছ থেকে ধানের গাছ গুলো দেখে আসা যাক এবং তার সজীবতা ছোঁয়া নিয়ে আসি।


IMG20220328173735_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/workroom.able.sensibilities

তারপর আমরা রাস্তা থেকে নদীর তীরে আস্তে আস্তে এগোতে থাকি এগোতেই ধানের ক্ষেতে কিছু কিছু ধান বের হয়েছে এখনও ধানের গাছ গুলো বড় হয়নি তাই এখনো সেভাবে ধানের দেখা মেলে না। তারপর আস্তে আস্তে নদীর ধারে এগোতে থাকি।


IMG20220328173823_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/workroom.able.sensibilities

নদীর ভিতর অনেক বাঁশ পুঁতে রেখেছে মাছ সংরক্ষণ করে রাখার জন্য আর বাশের উপর অনেক পাখি বসে আছে ক্যামেরা তে আমি পাখিগুলোকে ক্যাপচার করতে পারিনি। তারপর আবার ধান ক্ষেতের দিকে তাকাই হঠাৎ মনে হল ধান ক্ষেতের ভেতর দিয়ে সূর্য দেখা যাক।


IMG20220328173859_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/workroom.able.sensibilities

তখন ফোনের ক্যামেরা টা ওপেন করে সূর্য দেখার চেষ্টা করতে মনে হল অনেক ভাল লাগছিল তাই সেই মুহূর্তের একটি ছবি উঠিয়ে রাখি। তারপর আমরা অনেক সময় সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকি এবং সূর্য ডুবে যাওয়ার আগেই ওখান থেকে চলে আসি রাস্তাতে।


IMG20220328174310_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/workroom.able.sensibilities

রাস্তায় এসে হঠাৎ দেখা মেলে সামনে যেহেতু ঈদ আসছে তাই রাস্তার পাশে দোকান করে রেখেছে তাদের ব্যবসা করার জন্য অবশ্য প্রতিদিন বিকেলে এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। আমরা ওখানে কিছু সময় কাটিয়ে বাসার উদ্দেশ্যে রওনা করি।


IMG20220328174504_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/workroom.able.sensibilities

বাসার উদ্দেশ্যে যখন যাত্রা শুরু করি তখন রাস্তা থেকে দেখা মেলে নদীর ধারে একটি জমিতে একজন কৃষক পানি দিচ্ছে সে জমিতে পানি দিয়ে সেখানে কোন ফসলের চাষ করবে। তারপর আমরা ওখান থেকে চলে আসি।


আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে ।

standard_Discord_Zip.gif

Sort:  
 3 years ago 

আমার মনে হয় হাজারো মন খারাপ থাকলে বিকেল একটু ঘোরাঘুরি করলে তার মন ১০০% ভালো হয়ে যাবে। দেখে বোঝা যাচ্ছে আপনি খুবই সুন্দর একটি সময় পার করেছেন। ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আমার মনে হয় হাজারো মন খারাপ থাকলে বিকেল একটু ঘোরাঘুরি করলে তার মন ১০০% ভালো হয়ে যাবে

একদম ঠিক বলছেন। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

গোধূলি বিকেলে সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সূর্য যখন পশ্চিম আকাশে হেলে যায় সেই সময়টাতে নদীর পাড়ে বসে একাকী একদৃষ্টিতে তাকিয়ে থাকতে অনেক বেশি ভালো লাগে। আপনি অনেক সুন্দর একটি ফটোগ্রাফি ও আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

বিশেষ করে সূর্য যখন পশ্চিম আকাশে হেলে যায় সেই সময়টাতে নদীর পাড়ে বসে একাকী একদৃষ্টিতে তাকিয়ে থাকতে অনেক বেশি ভালো লাগে।

আমার কাছে ওই সময় তো অনেক বেশি ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য

 3 years ago 

বেশ সুন্দর ফটোগ্রাফি গুলো।সবুজে সবুজে ঘেরা আমাদের মাতৃভূমি।অসাধারণ ফটোগ্রাফি গুলো।আমার খুব ভালো লেগেছে। কোনটা রেখে কোনটা বেশি ভালো বলবো, বুঝতে পারছি না।সব গুলোই সুন্দর। ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর ছবি শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন সবুজে ঘেরা আমাদের এই মাতৃভূমি। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য

 3 years ago 

ফটোগ্রাফি পোস্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর ছবিগুলো যদি হয় কোন ভালো ফটোগ্রাফার এর তোলা তাহলে তো কথাই নেই। ধানক্ষেতের ফাঁক দিয়ে সূর্যের দৃশ্যটি আমার কাছে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ছবিগুলো শেয়ার করার জন্য

 3 years ago 

আমার কাছেও ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। ভালো মানের ফটোগ্রাফি করতে পারিনা তারপরও চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

গোধূলি বিকেলের ফটোগ্রাফি গুলো দেখে মন জুড়িয়ে গেলো আমার। আসলে গ্রামে বিকেল বেলা অনেক ভালো সময় কাটিয়েছি। আপনার ফটোগ্রাফি দেখে সেই স্মৃতি মনে পড়ে গেলো। অনেক ধন্যবাদ ভাই আপনার ফটোগ্রাফির জন্য।

 3 years ago 

বিকেলবেলা গ্রামের পরিবেশটা সত্যিই অনেক সুন্দর হয় আর সেটা যদি নদীর ধারে হয় তাহলে তো বেশ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে মূল্যবান মতামত প্রকাশ করার জন্য

 3 years ago 

গোধূলিবেলায় কাটানো সময়কার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। আপনার ফটোগ্রাফিতে প্রকৃতির দৃশ্য অসাধারণ ভাবে ফুটে উঠেছে। আমরা সবাই ফটোগ্রাফি করতে পারিনা ফটোগ্রাফি করার জন্য দক্ষতা প্রয়োজন মনে সৃজনশীলতা প্রয়োজন। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মত উপস্থাপন করার জন্য আপনার কাছে।

 3 years ago 

আমিও ভালো ফটোগ্রাফি করতে পারি না তবে চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য

 3 years ago 

সৃষ্টিকর্তার সৃষ্টির জগৎ অনেক সুন্দর, আর এই সৃষ্টি জগতের মধ্যে নিজেকে কিছুটা সময় ব্যয় করতে আমাদের অনেক সময় ছুটে যেতে হয় প্রকৃতির মাঝে। আর এই প্রকৃতির মাঝে কিছুটা সময় অতিবাহিত করতে পারলে আমাদের মন মস্তিষ্ক পরিষ্কার হয়ে যায়। মনের মধ্যে একটি উৎফুল্লতা আসে। বিভিন্ন কাজ কর্মের মধ্যে থাকা অবসাদের গ্লানির দূর হয়ে যায়।

 3 years ago 

সৃষ্টিকর্তার সৃষ্টির জগৎ অনেক সুন্দর, আর এই সৃষ্টি জগতের মধ্যে নিজেকে কিছুটা সময় ব্যয় করতে আমাদের অনেক সময় ছুটে যেতে হয় প্রকৃতির মাঝে।

ঠিক বলেছেন অসংখ্য ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করেছেন

 3 years ago 

গোধূলি বিকেলে নদীর পাড়ে খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন এতে কোন সন্দেহ নেই ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে আপনার ফটোগ্রাফি বরাবরই খুব ভালো হয় আজও তার ব্যতিক্রম নয় ধন্যবাদ

 3 years ago 

জি ঠিক বলেছেন গোধূলি বিকেলের সুন্দর সময় পার করেছি। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করেছেন

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62802.36
ETH 2462.43
USDT 1.00
SBD 2.62