ব্যস্ত নগরীতে পদার্পণ||১০% লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • ব্যস্ত নগরীতে পদার্পণ
  • ১২, আগস্ট ,২০২৩
  • শনিবার

হ্যালো আমার বাংলাব্লগবাসি কেমন আছেন আপনারা ?আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক দিন পর ব্যস্ত নগরীতে আসার কিছু গল্প তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। অনেকদিন ব্যস্ত নগরীতে থাকতে থাকতে যখন খুব বোরিং লাগে তখনই ছুটে চলে যায় আপন গৃহে জন্মস্থানে। একজন মানুষের যতই খারাপ লাগুক না কেনো যখন সে তার নিজের জন্মস্থান অথবা যেখানে ছোটবেলা থেকে বেরে উঠেছে সেখানে চলে যায় তার মন এক নিমিষেই ভালো হয়ে যায়। আমারও বেশ কিছুদিন ঢাকা থাকতে থাকতে কেমন যেন মন খারাপ হয়ে যাচ্ছিল তাই হঠাৎ করেই চলে গিয়েছিলাম আমার প্রিয় গ্রামে। আবার বেশিদিন গ্রামে থাকলেও তো জীবন চলবে না এদিকে লেখাপড়ার ঘাটতি হয়ে যাবে। তাই এই গ্রামে সিদ্ধ বাতাস পেয়ে আর বেশি দিন না কাটিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে ব্যস্ত নগরীতে চলে আসবো। কারণ সামনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা এবং ইউনিভার্সিটিতে বেশ লেখাপড়া চাপ তাই আর গ্রামে বসে থাকলে চলবে না। যেহেতু আমি বাইক নিয়ে যাতায়াত করি আর এখন গরম প্লাস বর্ষার সময় তাই সকাল সকাল বের হওয়াটাই বুদ্ধিমানের কাজ।


IMG20230807075822-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

তাই আমি এবং আমার বন্ধু সকাল আটটার দিকে বাড়ি থেকে বাইক নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করি। তখন থেকেই আকাশে বেশ মেঘ জমে আছে মনে হচ্ছিল এই বুঝি নামবে বৃষ্টি। মেঘলা আকাশ দেখতে দেখতে অনেকটা পথ পাড়ি দেই। প্রায় ৩০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর বেশ ভালোই বৃষ্টি শুরু হতে হয়।


IMG20230807084150-01.jpeg

IMG20230807084353-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

আমাদের যেহেতু অনেকটা পথ যেতে হবে তাই বৃষ্টিতে না ভিজে পাশেই একটি বাজারে আমরা আশ্রয় গ্রহণ করি এবং শীতল হাওয়ায় পাশেই চায়ের দোকান ছিল গরম চা পান করার জন্য চা অর্ডার করি। বৃষ্টির মধ্যে এমন পরিবেশে গরম এক কাপ চা যা মুহূর্ত টাকে একটু স্পেশাল করে দিয়েছিল। তারপর আমার ব্যাগের মধ্যে রেইনকোট ছিল সেগুলো পরিধান করে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করি। আমাদের এলাকা থেকে ঢাকায় আসতে দৌলতদিয়া থেকে পাটুরিয়া ফেরি পারাপার হতে হয়।


IMG20230807095504-01.jpeg

IMG20230807095711-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

মাঝখানের ফেরি পারাপার টা বেশ মজাদার একটি লং জার্নিতে বিশ্রামের ব্যবস্থা হয়ে যায়। ফেরির মধ্যে আর নদীর শীতল বাতাস সকল ক্লান্তিকে দূর করে দেয়। এখন নদীর এপার থেকে ওপারে যেতে 35 থেকে 40 মিনিট সময় লাগে এই সময়টা ফেরির মধ্যে হাটাহাটি করে অথবা দোতালায় গিয়ে বসে সুন্দরভাবে সময় পার করা যায়। আমরা ফেরি পার হয়ে কিছুদূর এগিয়ে অর্থাৎ মানিকগঞ্জে এসে সকালের নাস্তা করি এবং কিছু সময় বিশ্রাম গ্রহণ করার পর আবার যাত্রা শুরু করি। ঢাকা আসতে আমি মানিকগঞ্জের ভিতরের একটি রাস্তা ব্যবহার করি রাস্তাটা বেশ সুন্দর আঁকাবাঁকা মনোরম পরিবেশ এবং বেশ নিরিবিলি থাকে।


IMG20230807115015-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

আমরা অনেকটা পথ আগানোর পর যেহেতু রেইনকোট পড়া ছিল আর এই দিকে বৃষ্টি হচ্ছিল না প্রচুর গরম লাগছিল। তাই একটি স্থানে দাঁড়িয়ে রেইনকোট খুলে আবার ব্যাগের মধ্যে ঢুকিয়ে যাত্রা শুরু করি। ব্যস্ত নগরী ঢাকার উদ্দেশ্যে ওইখান থেকে ৩০ থেকে ৪০ কিলোমিটার গেলেই ব্যস্ত নগরীর মধ্যে চলে আসব। আমরা ব্যস্ত নগরীর বড় বড় যানবাহন এর সাথে যুদ্ধ করতে করতে আমাদের বাসায় চলে আসি এইবার কুষ্টিয়া থেকে ঢাকা আসতে প্রায় পাঁচ ঘন্টা সময় লেগে গিয়েছিল বৃষ্টির কারণে খুব সাবধানতার সাথে বাইক রাইড করতে হয়েছিল। আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পোস্টে অন্য কোন গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 

বন্ধু ব্যস্ত নগরীতে তোমাকে স্বাগতম। ভালোভাবে ঢাকায় আসতে পেরেছো এটাই অনেক। আসলে খুব সকালে ঘুম থেকে উঠে চলে এসে বেশ ভালো করেছো। ঘুম থেকে উঠেই তোমাকে দেখতে পেলাম আর মনটা ভালো হয়ে গেলো। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

হ্যাঁ বন্ধু ভালোভাবে ঢাকায় আসতে পেরেছি এবং তোমার সাথে দেখা হয়েছে মুহূর্তগুলো এখন আরামদায়ক কাটবে।

 last year 

ভাইয়া আপনি সুস্থতার শহীদ ঢাকায় পৌঁছেছেন কোন দুর্ঘটনা ছাড়াই শুনে বেশ ভালো লাগলো। কারণ যাত্রা অনেকের ভালো এবং অনেকের ভালো হয় না কারণ আপনার যাত্রা ভালো হয়েছে শুনে অনেক খুশি হলাম। খুব সকাল সকাল আপনারা ঢাকায় গিয়েছিলেন। খুব ভালো করেছেন ভাইয়া বৃষ্টিতে না ভিড়ে কারণ এখন আবহাওয়া চেঞ্জ হচ্ছে মানুষ অনেক অসুস্থ হচ্ছে। ঢাকায় গিয়েছেন একটু সুস্থতার শহীদ চলাফেরা করবেন ঢাকায় অনেক ডেঙ্গু রোগের আক্রআন্ত হচ্ছে।

 last year (edited)

জ্বী ভাইয়া ঢাকাতে অনেক ডেঙ্গু রোগের প্রভাব দেখা দিচ্ছে তাই আমাদেরকে অনেক সাবধানতার সাথে চলতে হবে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59378.58
ETH 2646.25
USDT 1.00
SBD 2.46