🌷🌼শখের ফটোগ্রাফি পর্ব-২। 🌷🌼সমুদ্রের তীরে সূর্যাস্ত। ( beneficiary 10% @shy-fox)
আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে আমি আপনাদের সামনে সমুদ্রের তীরে সূর্যাস্ত যাওয়ার কিছু ফটোগ্রাফি শেয়ার করব এবং সেসময়ের আমার অনুভূতি ও ভালো লাগা গুলো শেয়ার করার চেষ্টা করবো।
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। আমি কক্সবাজার ভ্রমণে এসেছিলাম।আমার এই দিনটা ছিল কক্সবাজারের শেষ দিন শেষ দিনে সূর্যাস্ত দেখবো না এটা কি করে হয় তাই সন্ধ্যা নামার আগেই সূর্যাস্ত দেখার জন্য সমুদ্র সৈকতে গিয়ে ভিড় জমায়।সমুদ্রের সূর্যাস্ত দেখা মানে এক অপরূপ দৃশ্য সম্মুখীন হওয়া। সেই দৃশ্য সবাই দেখতে পারে না। সূর্যাস্ত দেখলেই এমনিতেই মন ভালো হয়ে যায়। তাহলে চলুন শুরু করা যাক আমার সূর্যাস্তের কিছু ছবি এবং আমার ভালোলাগার অনুভূতি।
#ছবি
সূর্যাস্ত দেখার জন্য ভিড় জমিয়েছে।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/stun.downtown.bedbugs
- সন্ধ্যা হয়ে যাওয়ার আগেই কক্সবাজার সমুদ্র সৈকতে প্রচুর মানুষের ভিড় জমে। কারণ ওই সময়ে সূর্যাস্ত টা সবচেয়ে অপরূপ দৃশ্য। এই সময়ে যেহেতু সমুদ্রে ভাটা চলছিল তাই পানি অনেক দূরে ছিল ফলে দৃশ্যটা আরো বেশী ভাল লাগছিল আর চলাফেরা জায়গাটাও বেশি ছিল।
#ছবি
সূর্যাস্ত দেখা শেষ হলে রুমে ফেরা।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/stun.downtown.bedbugs
- সূর্যাস্ত উপভোগ করার পর কিছু মানুষ রুমে ফিরে যাচ্ছে। তাদের সূর্যাস্ত উপভোগ করার শেষ তারা রুমে গিয়ে কিছু নয় রেস্ট করে রাতের বেলায় আবার আসবে। কারণ রাতের বেলার সমুদ্রটা অসাধারণ লাগে ঢেউয়ের গর্জন টা বেশি হয় এবং সমুদ্রের পাড়ে খালিপায়ে হাঁটতে অনেক ভালো লাগে।এই মূহুর্তটা ছিলো আমারা জীবনের একটি সুন্দর মূহুর্ত।
#ছবি
দুই প্রজন্ম
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/stun.downtown.bedbugs
- তারা সম্পর্কে বাবা-ছেলে। এখানে দুটি প্রজম্ন দেখা যাচ্ছে। একটি মানুষ তার ছেলেকে নিয়ে সমুদ্রে ঘুরতে এসেছে হয়তো তার বাবাও একজন তাকে নিয়ে সমুদ্র দেখতে এসেছিল। তাই সে তার ছেলেকে সমুদ্র দেখাতে এসেছে। আবার এই ছেলে হয়তো তার ছেলেকে নিয়ে দেখতে আসতে পারে এভাবেই কেটে যাবে একটির পর একটি প্রজন্ম। আর এভাবেই রয়ে যাবে আমাদের জীবনের গল্প।
#ছবি
ফোনগ্রাফি
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/stun.downtown.bedbugs
- ফটোগ্রাফারের সূর্যাস্ত যাওয়ার ফটোগ্রাফি করার চেষ্টা করছেন। এই সুন্দর মুহূর্তটাকে তার ফোনের মধ্যে আবদ্ধ করে রেখে দিতে চেয়েছেন।এই মুহূর্তটা ছিল অসাধারণ তাই তিনি না করে থাকতে পারছেন না। তার এই সুন্দর মুহূর্তটাকে ফোনে বন্দি করে সে পরে উপভোগ করতে পারবেন আর এই স্মৃতিগুলো মনে রাখতে পারবেন।
#ছবি
সমুদ্রের তীরে দৌড়াদৌড়ি
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/stun.downtown.bedbugs
- একটি শিশু সূর্যাস্তের সময় সমুদ্রের তীরে দৌড়াদৌড়ি করছে। তার এই মূহূর্তটাকে আমি ক্যামেরাবন্দি করেছিলাম। কারণ মুহূর্তটা ছিল অসাধারণ শিশুটি সূর্যাস্ত টা সুন্দর ভাবে উপভোগ করছে এবং সমুদ্রের তীরে যখন দৌড়াচ্ছে তখন সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছে এ বিষয়ে মজা পাচ্ছে ও সুন্দর অনুভূতির সৃষ্টি হচ্ছে। আর সেই দৌড়াদৌড়ির মাধ্যমে সে আনান্দ খুঁজে পাচ্ছে।
#ছবি
মা ছেলের সমুদ্র বিলাস।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/stun.downtown.bedbugs
- মা ছেলে সূর্যাস্তের সময় সমুদ্রের তীরে সময়টা উপভোগ করছে। মা তার ছেলেকে সমুদ্রের বিশালতা সম্পর্কে জানিয়ে দিচ্ছে এবং তার সাথে ইনজয় করছে। তাকে নিয়ে সমুদ্রের তীর ধরে হেঁটে বেড়াচ্ছে সমুদ্রের ঢেউয়ের পানি এসে পায়ে লাগছে আর ছেলে দৌড়ে পালানোর চেষ্টা করছে।
#ছবি
সমুদ্রের পানিতে পা ভেজানো।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/stun.downtown.bedbugs
- ছবিটি আমার বন্ধুর। আমরা দুজন সূর্যাস্ত দেখতে গিয়েছিলাম সূর্যাস্তের সময় যখন কেউ আসছিল তখন ঢেউ গুলো অনেক সুন্দর লাগছিল। সে সূর্যাস্তের দৃশ্য টা উপভোগ করছিল হঠাৎ ঢেউ এসে তার পা দুটোকে ভিজিয়ে দিয়ে চলে যায়। আর এই অনুভূতিটা এক অন্যরকম অনুভূতি যা আগে কখনো পাওয়া হয়নি। তারপরে আমরা দুজনে সমুদ্রের তীরে ঢেউ এর সাথে আস্তে আস্তে হাঁটতে থাকি।
ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। এক কথায় অসাধারণ। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
ধন্যবাদ ❤️❤️
ছবিগুলো দেখেই বুঝা যাচ্ছে, আপনারা কক্স-বাজারে ভাল কিছু সময়ই কাটাচ্ছেন। প্রথম ফটোগ্রাফি টি একেবারে অসাধারণ লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে ভাল কিছু ফটোগ্রাফি উপহার দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ।
সবুজ প্রকৃতি ছাড়া, প্রকৃতির দুটি রূপ আমি সবচেয়ে বেশী উপভোগ করি, এক সুর্যাস্তের সময় এবং দুই সুর্য উদয়ের সময়। এই দুটি সময় প্রকৃতির ভিন্ন রূপে সাজে, যা খুবই উপভোগ্য হয়। আপনার ফটোগ্রাফিগুলো সত্যি অসাধারণ হয়েছে। ধন্যবাদ
ঠিক বলেছেন সূর্যাস্তটা অনেক বেশি ভালো লাগে।আপনাকেও ধন্যবাদ।
ছবিগুলো অসাধারণ হয়েছে ভাই। খুব সুন্দর ফটোগ্রাফি। সমুদ্র টা এতো সুন্দর আগে জানা ছিল না। আপনারা তো মনে হয় এখন বান্দরবন আছেন। ওখানকার ও কিছু চমৎকার ফটোগ্রাফি চাই।
ইনশাআল্লাহ। বান্দরবানের ফটোগ্রাফিও দিবো।
🙂🙂