সকালের প্রকৃতি ও তার সৌন্দর্য ❤️

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


অনেকদিন হলো খুব ভোরের প্রকৃতিটা দেখা হয়না। তাই ভাবলাম সকালের প্রকৃতি টা উপভোগ করা যায় তাই সকালে ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করে মোটরসাইকেল নিয়ে বের হয়ে গেলাম সকালের আবহাওয়া উপভোগ করার জন্য।


IMG20210714050857_00-01.jpeg


আমি যখন বের হয় তখন চারিদিকে হালকা আলো ছিল এইমাত্র ভোর হবে সেই মুহূর্তে আমি বের হই।ভাবছিলাম কোথায় যাব হঠাৎ মনে পড়ল নদীতে যাওয়া যায় নদীর পরিবেশ-প্রকৃতি দিনের বেলায় অনেক দেখেছি তাই ভাবলাম ভোরে নদীর পরিবেশটা কেমন হয় তা দেখে আসা যায় যেতে যেতে নদীর পাড়ে এসে পৌছালাম তখন একটা ঠাণ্ডা আবহাওয়ায় এসে মনকে দোলা দিয়ে গেলো কারণ সাধারণত নদীর পাশের আবহাওয়া অথাৎ বাতাস অনেক ঠান্ডা হয়।


IMG20210714052048_00-01.jpeg


সকালের নদীর তীরে যাব আর ছবি তুলব না এটা কি করে হয় তাই কিছু ছবি উঠালাম।সকালে মেঘের সাথে সূর্যের লুকোচুরি অসাধারণ একটি মুহূর্ত ছিল মনে হচ্ছিল এই বুঝি সূর্য উঠবে।


IMG20210714052956_00-01.jpeg


আমি ওইখানে কিছু সময় দাঁড়িয়ে থাকলাম। এই সুন্দর পরিবেশ দেখে কেন যেন আসতে ইচ্ছা হচ্ছিল না। কি আর করার ওইটাতো আর থাকার জায়গা না।তারপরে আস্তে আস্তে বাড়ির দিকে এগোতে থাকি।


IMG20210714054357_00-01.jpeg


সকালে বের হওয়ার সময় আকাশটা ছিল মেঘলা কিন্তু যখন বাড়ি ফিরে আসি মেঘের সৌন্দর্য দেখে আমি মুগ্ধ।সত্যিই অনেকদিন পর সকালে এমন প্রকৃতি দেখে আমি মুগ্ধ আমাদের সবার সকালের প্রকৃতি দেখা প্রয়োজন কারণ সকালে প্রকৃতির অসাধারণ সৌন্দর্য আমরা সবসময় খুঁজে পাবো না।

ধন্যবাদ

Cc:
@rme
@rex-sumon
@blacks
@hafizulla
@curators



1611670148286_rahul.png

Connect Me On:
Facebook | Twitter

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.027
BTC 60063.85
ETH 2313.06
USDT 1.00
SBD 2.46