পেন্সিল ও কালার পেন দিয়ে জবা ফুল অংকন। ||১০% লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আজ -১১ বৈশাখ|১৪২৯ বঙ্গাব্দ| রবিবার| গ্রীষ্মকাল|


আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি পেন্সিলে আঁকা একটি জবা ফুলের চিত্র । আশা করি আপনাদের ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক।


20220424_155420_0000.png


ক্যানভা অ্যাপ দ্বারা তৈরি।



প্রয়জনীয় উপকরন


  • সাদা কাগজ।
  • একটি পেন্সিল ও রাবার।
  • কালার পেন।

কাজের ধারা


IMG20220424110624_00-01.jpeg

  • ধাপ-০১ঃ প্রথমে পেন্সিল দিয়ে জবা ফুলের পাপড়ি অংকন করবো।

IMG20220424110827_00-01.jpeg

  • ধাপ-০২ঃ তারপর পাপড়ির মাঝ দিয়ে শিস অংকন করবো।

IMG20220424111305_00-01.jpeg

  • ধাপ-০৩ঃ এখন ছোট একটি ডাল ও ছোট পাতা অংকন করবো।

IMG20220424111822_00-01.jpeg

  • ধাপ-০৪ঃ তারপর বড় তিনটা পাতা অংকন করবো।

IMG20220424112057_00-01.jpeg

  • ধাপ-০৫ঃ এখন পাপড়ির মাঝের শিসটা লাল রঙ করে দিবো।

IMG20220424114558_00-01.jpeg

  • ধাপ-০৬ঃ তারপর পাপড়ি লাল রং করে দিবো।

IMG20220424115942_00-01.jpeg

  • ধাপ-০৭ঃ তারপর নিচের ডাল এবং ছোট পাতা সবুজ রং করবো।

IMG20220424122437_00-01.jpeg

  • ধাপ-০৮ঃ এখন বড় তিনটা পাতা সবুজ রং করবো।

IMG20220424122511_00-01.jpeg

  • শেষ ধাপঃ এখন ছবির নিচে নিজের একটি সিগনেচার করবো।

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

ওয়াও পেন্সিল কালার পেন দিয়ে কি সুন্দর একটি জবা ফুল একে ফেললেন। টকটকে লাল হওয়াতে জবাফুল টি দেখতে বাস্তব ফুলের মতোই লাগছে। পাতাগুলো গাঢ় সবুজ হওয়াতে আরো বেশি সুন্দর লাগছে। দূর থেকে খুবই আকর্ষনীয় দেখাচ্ছে। আপনি ধাপে ধাপে ফুলটি অঙ্কন দেখিয়েছেন যে কেউ শিখে নিতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার একটি জবা ফুল একে আমাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে পেন্সিল ব্যবহার করে একটি জবা ফুল অংকন করেছেন। সুন্দরভাবে অংকন করার পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

চমৎকার হয়েছে ভাই। পেন্সিল দিয়ে খুবই সুন্দরভাবে একটি জবা ফুল তৈরি করে কালার পেন দিয়ে কালার করেছেন। যা দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে একটি জবা ফুলের চিত্র অঙ্কন করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য ভাই।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইজান মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

 2 years ago (edited)

জবা ফুলের চিত্রাংকনটি সত্যি খুব সুন্দর হয়েছে। মনে হচ্ছে সত্যি কারের একটি জবা ফুল ফুটে আছে। আপনি খুব নিখুঁতভাবে আর্টি সম্পন্ন করেছেন। আপনি খুব সুন্দর করে রং দিয়ে ফুটিয়ে তুলেছেন জবাফুলটিকে। এত সুন্দর দেখছি আজ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

জবা ফুলের চিত্রাংকনটি সত্যি খুব সুন্দর হয়েছে। মনে হচ্ছে সত্যি কারের একটি জবা ফুল ফুটে আছে। আপনি খুব নিখুঁতভাবে আর্টি সম্পন্ন করেছেন

মূল্যবান মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

বাহ!! বেশ সুন্দর হয়েছেতো আপনার জবা ফুলের অংকনটি। খুবই নিখুঁত করে যত্নের সাথে জবা ফুলের অংকনটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পন্ন করেছেন। দেখে খুবই ভালো লাগছে। শুধুমাত্র পেন্সিল ও কালার পেন দিয়ে এত সুন্দর একটি জবা ফুল তৈরি করা যায় তা আপনার পোষ্টের মাধ্যমে দেখে নিলাম। এত সুন্দর একটি লাল রঙের জবা ফুল এবং সবুজ রঙের পাতা অংকন করেছেন এবং তার প্রতিটি ধাপ আমাদের দেখিয়ে দিয়েছেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

গঠনমূলক মতামত প্রকাশের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

পেন্সিল ও কালার পেইন দিয়ে আপনি অনেক চমৎকার একটি জবা ফুল অংকন করেছেন ভাইয়া। আপনার জবা ফুল টি দেখে মনে হচ্ছে আপনি এখনই গাছ থেকে নিয়ে আসলেন। শুধুমাত্র পেন্সিল ও‌ কালার পেইন দিয়ে এত সুন্দর জবা ফুল অংকন করা যায় তা ভাবতে পারছিনা ভাইয়া। জবা ফুলের প্রতিটি ধাপ এত সুন্দর ভাবে আমাদেরকে দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অনুপ্রেরণামূলক মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

পেন্সিল ও কাদার পেন দিয়ে খুবই সুন্দর জবা ফুল অংকন করেছেন। আসলে জবা ফুল আমার খুবই ভালো লাগে। আপনি খুবই সুন্দরভাবে জবা ফুল অংকন করলেন এবং কালার করেছেন। সত্যি দেখে খুবই সুন্দর লাগছে।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

বরাবরই আপনার অংক গুলো নজরকাড়া নো আজকের চিত্রটির তার ব্যতিক্রম নয় খুবই সুন্দরভাবে জবা ফুলের কালারফুল দৃশ্য প্রস্তুত করেছেন সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

 2 years ago (edited)

পেন্সিল রং দিয়ে আপনি খুব সুন্দর করে একটি জবা ফুলের আর্ট করেছেন। টকটকে লাল হওয়ার কারণ এটি বেশ ভালো লাগছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর আর্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ।আশা করি সব সময় আমি সুন্দর সুন্দর আর্ট আমাদের মাঝে উপহার দিবেন।

 2 years ago 

খুব সুন্দর একটি জবা ফুল অংকন করেছেন ভাই। তবে চেষ্টা করবেন বর্ডার লাইন গুলো একটু গাঢ় করে দিতে তাহলে খুব চমৎকার ভাবে ফুটে উঠবে ড্রয়িং গুলো। আপনার উপস্থাপনা ভালো ছিল। কালার টাও খুব সুন্দর ভাবে করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68125.63
ETH 3308.80
USDT 1.00
SBD 2.74