আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লি পার্কে ঘোরাঘুরি|| ১০% লাজুক খ্যাকের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আজ -৫ বৈশাখ|১৪২৯ বঙ্গাব্দ| সোমবার| গ্রীষ্মকাল|


IMG_20220418_112522.jpg


আবারও আপনাদের সামনে হাজির হলাম ভ্রমণ কাহিনী। ভ্রমণ আত্মতৃপ্তি যোগায় মানুষের মন খারাপ থাকলে সে যদি কোন স্থানে ভ্রমণ করে অথবা প্রকৃতির সংস্পর্শে আসে তাহলে তার মন এমনিতেই ভালো হয়ে যায়। আমার ভ্রমণ করতে অনেক ভালো লাগে। ভালো লাগে নতুন নতুন জায়গায় ঘুরতে নতুন এলাকা সম্পর্কে জানতে ।তাই সময় পেলেই বন্ধুদের সাথে ঘুরতে বের হয়ে যায়। তবে আমার প্রাকৃতিক সৌন্দর্য টা বেশি ভালো লাগে কৃত্রিম সৌন্দর্য টা যত ভালোভাবে সাজাক না কেন আমাকে তেমন আকর্ষিত করে না। তারপরও কিছু সময়ের জন্য হলেও সকল স্থানেই ঘুরতে যাই। চলছে রমজান মাস তাই তেমন লং ট্যুর দেওয়া হয় না। তাই ভাবলাম ছোট করে কোথাও থেকে ঘুরে আসা যাক। যেমনি কথা শুনেই প্লান আর কাজ তো হয়ে যাবে। দুপুরে আমার বন্ধু ফোন দিয়ে বলল আজকে কোথাও ঘুরতে যাব কিন্তু নির্দিষ্ট কোন জায়গা সিলেক্ট করা ছিল না ।তাই বের হয়ে পড়লাম ঘোড়ার উদ্দেশ্যে হঠাৎ ঠিক করলাম পাশের উপজেলাতে একটি পার্ক হয়েছে অনেক আগে গিয়েছিলাম তাই আবারো যেতে ইচ্ছা করলো তার সৌন্দর্য দেখার জন্য। তাই আমরা বাইক নিয়ে ছুটে চললাম দুপুরের রোদের মাঝে পার্ক এর উদ্দেশ্য।


IMG20220413144610_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/stirring.panther.unforgettable


পার্কের সামনে যেতেই দেখা মেলে সুন্দর একটি নবাব সিরাজ উদ দৌলার ছবি দেওয়া ছবিটা বেশ বড় আকৃতির সবাই ওখানে দাঁড়িয়ে তার সাথে ছবি ওঠে। আমরা প্রথমে গাড়িটাকে নির্দিষ্ট স্থানে পার্কিং করে চলে আসলাম টিকিট কাউন্টারে।


IMG20220413144520_00-01.jpeg

IMG20220413144646_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/stirring.panther.unforgettable


আমরা চারজন মানুষ ছিলাম তাই চারটা টিকিট কাটলাম টিকিটের মূল্য ছিল মাত্র 30 টাকা। টিকিট কেটে যাওয়ার পরে আমরা গেট দিয়ে প্রবেশ করলাম।


IMG20220413144712_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/stirring.panther.unforgettable


প্রবেশ করতেই প্রথমে আমার চোখ পড়ে ডানে এক সিঁড়ির উপরে তার দুই সাইডে ফুলের গাছ লাগানো যা দেখতে অদ্ভুত রকমের সুন্দর লাগছিল। পার্কের কাজ এখনো নির্মাণাধীন এটা চারপাশে অনেক কাজ হচ্ছে।


IMG20220413144743_00-01.jpeg

IMG20220413144850_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/stirring.panther.unforgettable


পার্কটিতে অনেক ফুল গাছ রয়েছে কোন একদিন ফুলের ছবি গুলো আপনাদের সাথে শেয়ার করব। পার্কের মাঝে অনেক বড় একটি পুকুর রয়েছে পুকুরে অনেক ধরনের মাছ রয়েছে এবং বড় বড় অনেক কালারফুল মাছ দেখতে পাওয়া যায়।


IMG20220413145058_00-01.jpeg

IMG20220413145702_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/stirring.panther.unforgettable


তারপর আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকি এবং দেখা মেলে কিছু বাচ্চাদের বিনোদনের জন্য রাইট। যেহেতু রামাযান মাস চলছে তাই পার্কে তেমন লোকের ভিড় নাই নিরিবিলি পরিবেশে সময় কাটানোর জন্য এখন যাওয়া যায়।


IMG20220413145204_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/stirring.panther.unforgettable


পার্কের চার সাইডের এরিয়াতে সুন্দর হাঁটার জন্য জায়গা করে দেয়া আছে এবং বসে থাকার জন্য জায়গা করা রয়েছে। পার্কের মাঝে যে বড় পুকুর রয়েছে।


IMG20220413150018_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/stirring.panther.unforgettable


পুকুরে নৌকা রয়েছে নৌকা তে এখন মানুষ হচ্ছে না কারণ পার্কে তেমন লোকের ভিড় নেই। আমরা অইখানে কিছু সময় বসে বসে বিশ্রাম গ্রহণ করি এবং ওখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করে অন্য একটি জায়গা যাব তাই দ্রুত ওখান থেকে বেরিয়ে চলে আসি।

আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পোস্টে অন্য কোনো গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

আলাউদ্দিন নগর শিক্ষাপল্লি পার্কে আমি একবার গিয়েছি। মোটামুটি ভালো একটা পরিবেশ। এবং মাঝে পুকুরটা যেন পার্কের সৌন্দর্য টা ধরে রেখেছে। আপনার পোস্টের ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগল। দারুণ পোস্ট ছিল ভাই সুন্দর গুছিয়ে লিখেছেন।

 2 years ago 

মাঝে পুকুরটা যেন পার্কের সৌন্দর্য টা ধরে রেখেছে।

একদম ঠিক করেছেন পুকুরটা পার্কে সৌন্দর্যটাকে বৃদ্ধি করে দিয়েছে। ধন্যবাদ

 2 years ago 

বেশ সুন্দর ছিল পার্ক টি। সিরাজউদ্দৌলার ছবিটি বেশ সুন্দর লাগছিল পাথরের কাজ করা ছিল। মনে হচ্ছে আপনাদের উপজেলাতে যেতে হবে পার্কে ঘুরে দেখার জন্য☺️। যাই হোক ভাই আপনাকে ধন্যবাদ আপনার ঘুরাঘুরির সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল। আসলে আমাদের সবারই মন চায় মাঝে মাঝে মনে একটু ঘোরাঘুরি করার।

 2 years ago 

সিরাজউদ্দৌলার ছবিটি বেশ সুন্দর লাগছিল পাথরের কাজ করা ছিল। মনে হচ্ছে আপনাদের উপজেলাতে যেতে হবে পার্কে ঘুরে দেখার জন্য☺️

চলে আসেন আপু ঘুরে দেখে যান মজা পাবেন। ধন্যবাদ মতামত প্রকাশ করার জন্য

 2 years ago 

আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্কের ভিতরের পরিবেশ টা আমার কাছে খুব ভালো লেগেছে। মনোরম এই পরিবেশে কিছুটা সময় কাটিয়ে ঘুরে বেড়াতে ভালো লাগে। এর ভিতরের সৌন্দর্য গুলো আপনার ফটোগ্রাফির মাধ্যমে খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। এরকম পরিবেশে কিছুটা সময় কাটিয়ে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago (edited)

মনোরম এই পরিবেশে কিছুটা সময় কাটিয়ে ঘুরে বেড়াতে ভালো লাগে।

আমারও নিরিবিলি পরিবেশে ঘুরতে অনেক ভালো লাগে। ধন্যবাদ মতামত প্রকাশ করার জন্য

 2 years ago 

পার্কের পরিবেশটা অনেক সুন্দর ছিল। প্রত্যেকটা ফটোগ্রাফি বেশ ভাল লেগেছে আমার কাছে। আমার কাছে সবচেয়ে পুকুরের চারপাশের পরিবেশ টা খুব ভালো লেগেছে। সত্যি পার্কটি খুবই সুন্দর ভালো সময় কাটিয়েছেন । আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর সময় আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago (edited)

আমার কাছে সবচেয়ে পুকুরের চারপাশের পরিবেশ টা খুব ভালো লেগেছে। সত্যি পার্কটি খুবই সুন্দর ভালো সময় কাটিয়েছেন

জি আপু পুকুরটা অনেক সুন্দর। ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য

 2 years ago 

কুমারখালির সব থেকে সুন্দর এবং বড় পার্ক হলো আলাউদ্দিন আহমেদ পল্লি পার্ক আপনার ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার ছিল খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপনা করেছেন শুভ কামনা রইলো

 2 years ago 

কুমারখালির সব থেকে সুন্দর এবং বড় পার্ক হলো আলাউদ্দিন আহমেদ পল্লি পার্ক

একদম ঠিক বলেছেন এরিয়াটা অনেক বড়। ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য

 2 years ago 

খুবই সুন্দর জায়গায় ভ্রমণ করেছেন, এই ভ্রমাণ আমাদের প্রত্যেকের জন্য দরকার। কারণ ভ্রমণের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। আপনি খুবই সুন্দর ভাবে ভ্রমণ এবং ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে ভাল লাগল এবং বাচ্চাদের টিকিট তিন বছর পর্যন্ত ফি বিষয়টি ভালোই লাগলো, তবে পাঁচ বছর হলে ভালো হতো। যাইহোক আপনার ফটোগ্রাফি গুলো ভাল লেগেছে। শুভকামনা রইল।

 2 years ago 

কারণ ভ্রমণের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি

ঠিক বলেছেন ভাইয়া ভ্রমণের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য

আপনার পার্কের দৃশ্য গুলো অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর। এরকম পার্কে বিকেল বেলা বসে আড্ডা দেওয়ার মজাই আলাদা।আপনার ফটোগ্রাফি গুলোর মাধ্যমে আপনার পার্ককে আরো আকর্ষণীয় করে তুলে ধরেছেন।

 2 years ago 

এরকম পার্কে বিকেল বেলা বসে আড্ডা দেওয়ার মজাই আলাদা।আপনার ফটোগ্রাফি গুলোর মাধ্যমে আপনার পার্ককে আরো আকর্ষণীয় করে তুলে ধরেছেন।

ধন্যবাদ আপনার মতামত প্রকাশ করার জন্য

 2 years ago 

পার্কে ঘুরতে আসলে ভালই লাগে। আর এই জায়গাটা খুবই সুন্দর এর ফটোগ্রাফি দেখেই বোঝা যাচ্ছে। আপনি এই জায়গায় খুবই ভালো সময় কাটিয়েছেন সেটাও বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে এই মুহূর্তগুলো এবং ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য

 2 years ago 

আপনি এই জায়গায় খুবই ভালো সময় কাটিয়েছেন সেটাও বোঝা যাচ্ছে।

জি ভাইয়া অনেক ভালো সময় কাটিয়েছি। ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য

 2 years ago 

সত্যি মামা ঐদিন সময়টা খুবই সুন্দর ছিল ।
আবার কোথাও যাব অজানার উদ্দেশ্যে জানতে। রেডি থাইকো।

 2 years ago 

হ মামা সময়টা অনেক ভালো ছিল আবারো হঠাৎ কোন একদিন হারিয়ে যাবো অজানার উদ্দেশ্যে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74