একটি ব্যাস্ত দিনের গল্প ||১০% লাজুক খ্যাকের জন্য।
আজ -১৫ই, বৈশাখ||১৪২৯ বঙ্গাব্দ||বৃহস্পতিবার||গ্রীষ্মকাল||
অনেক ব্যস্ততম দিন পার করে আপনাদের মাঝে আবার হাজির হলাম আরেকটি ব্যস্ত দিনের গল্প নিয়ে। গত সপ্তাহে কিছু ব্যক্তিগত কারণে নিয়মিত পোস্ট করতে পারিনি তাই আজকে আপনাদের সামনে একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। কিছুদিন আগে এক বড় ভাই নতুন মোটরসাইকেল কিনেছে তাই আজকে প্রথম সার্ভিস দেওয়ার জন্য অফিশিয়াল সার্ভিস সেন্টারে যাওয়ার জন্য বের হয়েছিলাম সকালে।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/backhand.untalented.sourcing
সার্ভিস সেন্টার টি আমাদের এলাকা থেকে 30 কিলোমিটার দূরে আমরা সকাল দশটার সময় বাইক নিয়ে বের হয় সার্ভিস সেন্টারে যাওয়ার উদ্দেশ্যে। প্রচুর রোদ এবং গরম কে উপেক্ষা করে আমাদেরকে যেতে হবে। আমরা যাত্রা শুরু করি আমরা দুইটা বাইকে চারজন দিয়েছিলাম যাতে পুরো সময়টা অনেক আনন্দে কাটে।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/selectable.relived.realness
আর সেই ভাই নাকি আবার তার ড্রাইভিং লাইসেন্স করবে সেজন্য আমরা প্রথমেই যাই কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় ড্রাইভিং লাইসেন্স করার জন্য বিভিন্ন ধরনের প্রসেস কমপ্লিট করি।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/selectable.relived.realness
তারপর ওখান থেকে সরাসরি সার্ভিস সেন্টারের চলে যায়। সার্ভিস সেন্টারে অনেক সময় ধরে কাজ করতে হবে ছিল ইঞ্জিল অয়েল এবং খুটি-নাটি কিছু বিষয় ছিল সেগুলো মেরামত করা কাজ চলছিল।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/selectable.relived.realness
বাইকের কাজ শেষ করে আমরা আবার জেলা-প্রশাসকের-কার্যালয় চলে আসি ড্রাইভিং লাইসেন্স এর লার্নার কপি নিতে। জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আশেপাশে ঘুরে দেখতে থাকি এরিয়াটা বেশ দারুন।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/selectable.relived.realness
বিশেষ করে পুকুর পাড় টা আমার কাছে অনেক ভালো লেগেছে চারিদিকে গাছে ঘেরা এবং পুকুরের পানি ওইখানে বসে থাকার জায়গা রয়েছে। অনেক সময় বসে থাকি কারণ দুপুরবেলায় আমাদের সবার শরীর অনেক ক্লান্ত ছিল।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/selectable.relived.realness
ওইখান থেকে উঠে দাঁড়াতেই বঙ্গবন্ধুর মুক্তি এবং পাশে বাংলাদেশের মানচিত্র দেখা যাচ্ছে সেখানে দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লেগেছিলো তাই আমি ওই স্থান থেকে একটি ছবি উঠিয়ে রাখি। তারপর আমরা কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা করি বাসায় ফিরতে ফিরতে বিকেল সাড়ে তিনটা বেজে যায়।
আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন গল্প নেই ধন্যবাদ সবাইকে।
অনেকদিন ঘোরাঘুরি করা হয় না বিশেষ করে রমজান মাসের এই গরমে রোজা রেখে ঘোরাঘুরি করার অসম্ভব। বাইক সার্ভিসিং করার পাশাপাশি একটি ব্যস্ত দিন পার করেছেন আসলে ব্যস্ততার মাঝেও যতোটুকু ঘোরাঘুরি করে সময়টুকু উপভোগ করেছেন সেটা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
গরমের মধ্যে ঘোরাঘুরি মজার না হলে কাজের ক্ষেত্রে যেতে হবে। অনেক ব্যস্ত সময় পার করেছিল। অসংখ্য ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশের জন্য
ভাইয়া আপনি আজকে চমৎকার ভাবে আপনার পুরো দিনের গল্প শেয়ার করেছেন ভালো লাগলো। আর চমৎকার চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন। শেষের ছবিটা অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া
আমার পোস্টটি আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম। আপনার গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ
এত কিছু সমস্যা জেনে আমি মোটরসাইকেল কেনার পক্ষপাতি নই। খুব শীঘ্রই একটি স্কুটি কিনতে যাচ্ছি, জাতের লাইসেন্স করে বেড়াতে না হয়।
জ্বি ভাই ভালো বুদ্ধি। ধন্যবাদ
বর্তমানে বাংলাদেশৃর প্রেক্ষাপটে ড্রাইভিং লাইসেন্স করা বেশ ঝামেলার একটা কাজ। রোদ গরমের ভেতরে যে খুব একটা ভালো ছিলেন না তা বুঝতে পারছি। তবে জেলা প্রসাশকের কার্যালয়ের পুকুরটা বেশ দারুণ লাগছে বাহ কী সুন্দর গাছপালা ঘেরা।
অনেক মনোরম পরিবেশ। ধন্যবাদ আপনাকে মতামত প্রকাশের জন্য
আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দর ভাবে আজকের দিনে অনুভূতি প্রকাশ করেছেন। আসলে সত্যি ভাই ড্রাইভিং লাইসেন্স এর ভোগান্তি অনেক। আপনার ফটোকপি গুলো বেশ দুর্দান্ত ছিল আসলে আমার কাছে খুব ভালো লেগেছে। এত অসাধারণ পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
জী ভোগান্তি পোহাতে হয়। মতামত অসংখ্য ধন্যবাদ
আপনার এই ব্যস্ত দিনের গল্প পড়ে খুবই ভালো লাগলো দেখেই বোঝা যাচ্ছে অনেক ব্যস্ত একটি সময় কাটিয়েছেন। সত্যি বলতে এই গরমের সময় বাহিরে যেতে মন ইচ্ছে করে না। এই ব্যস্তময় সময় এর মাঝেও আপনি অনেক সুন্দর সুন্দর মনমুগ্ধকর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন খুবই ভালো লাগলো দেখে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমারও যেতে ইচ্ছা করে না তবে মাঝে মধ্যে যেতে হয়। অসংখ্য ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশের জন্য
আসলে ব্যক্তিগত জীবনে আমরা সবাই কোন না কোন কাজে ব্যস্ত থাকি। আপনি আজকে আপনার ব্যস্ত দিনের একটি হিস্টরি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনি কিন্তু খুব সুন্দর করে উপস্থাপন করেছেন এবং আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে।
অসংখ্য ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশের জন্য
আপনার ব্যস্ত দিনের গল্প পড়ে অনেকে দুঃখ লাগলো মামা।। কারণ রোজা থেকে রোদ্দুরের মধ্যে ট্রাভেলিং করা অনেক কষ্টকর। দেখেই বোঝা যাচ্ছে আপনি কতটা ট্রায়েড ছিলেন। বিশেষ করে ড্রাইভিং লাইসেন্স এর ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগলো। আপনার ব্যস্ত দিনের গল্প আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।।
জি মামা বেশ ক্লান্ত ছিলাম। মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।