আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা - ৬৩ || শরৎকালের কিছু ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • শরৎতের ফটোগ্রাফি
  • ০৮,অক্টোবর ,২০২৪
  • মঙ্গলবার

Photo Collage Himachal Pradesh Travel Vlog YouTube Thumbnail_20241008_152544_0000.png


হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে অংশগ্রহণ করতে যাচ্ছি আমার বাংলা ব্লগের ৬৩তম প্রতিযোগিতায়। প্রতিযোগিতার বিষয় হল শরৎকালের ফটোগ্রাফি। যেহেতু এটি একটি ফটোগ্রাফির প্রতিযোগিতা তাই এখানে তো অংশগ্রহণ করতে হবে। ফটোগ্রাফি মানে কোন একটি বস্তুকে ক্যামেরায় বন্দি করা নয় শুধু, ফটোগ্রাফি হল এমন একটি বিষয় আমি যে চিত্রকে ধারণ করব সেটা স্মৃতি হিসেবে থেকে যাবে। সেজন্য ফটোগ্রাফি করতে আমার অনেক বেশি ভালো লাগে। সুন্দর সুন্দর দৃশ্যকে ক্যামেরা বন্দি করতে অসম্ভব ভালো লাগা কাজ করে। চলুন কথা না বাড়িয়ে ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা যাক।


ফটোগ্রাফি


IMG20241007054317-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

শরৎতের সকালটা অদ্ভুত সুন্দর হয়ে থাকে। সকালে বাইরে বের হলেই কিছুটা কুয়াশাছন্ন দেখা যায় এবং শীতল হাওয়া গায়ের ছোঁয়া দিয়ে চলে যায়। শরৎ আসলেই মনে হয় যে হাতছানি দিয়ে ডাকছে আমাকে আর বলছে

তুমি কি শরৎ? কি চঞ্চল গভীর
অথচ ছুঁতে গেলেই শেষ
তুমি কি আকাশ?
কি বিশালতা ,
সহজ অথচ প্রণয় কর বেশ


সকালের শীতলতা অনুভব করার পর যখন আপনি ফুল গাছের নিচে যাবেন তখন পড়ে থাকলে দেখবেন কিছু শিউলি ফুল শরতের ছোঁয়াতে যেন নিজেকে বিলিয়ে দিয়েছে এবং লুটিয়ে পড়েছে মাটিতে।


ফটোগ্রাফি


IMG_20241008_141926_919-01.jpeg

IMG_20241008_141927_401-01.jpeg

IMG_20241008_141926_786-01.jpeg

IMG_20241007_103854_029-01.jpeg

IMG_20241007_103853_319-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

শুভ্র সাদা মেঘে জরাজীর্ণ আকাশ ,‌
কত শত আয়োজন
প্রকৃতির বুকে মুগ্ধতা আনতে,
শরৎ তোমায় প্রয়োজন
শিউলি ফুলে‌ কুড়ি এসেছে ,
কাশফুলে ভেসেছে ভেলা
মাধবী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুবেলা।


সকাল গড়িয়ে যখন দুপুর হয়ে যায় রোদ তখন তীব্র হতে থাকে ,আর কাশফুলেরা হাতছানি দিয়ে ডাকছে আমায় এসো দেখে যাও আমার অপরূপ সৌন্দর্য নীল আকাশের নিচে। বাতাসে দোল খাওয়া কাশফুল দেখতে দেখতে আমি আমি যেন করে ফেলি ভুল। এই অপরূপ সৌন্দর্যে হারিয়ে যাই আমি ।প্রথম যেদিন শরৎ এলো এই পৃথিবীর বুকে
প্রকৃতির চোখে জল গড়িয়েছিল কাশফুল দেখার সুখে


ফটোগ্রাফি


IMG20240928110258-01.jpeg

IMG20240924170029-01.jpeg


চারিধারে সদ্য আগত প্রিয় মায়াময়ী কাশফুলের খেলা
ফেরারী পাখিরা ফিরছে নীড়ে যখন যায় চলে বেলা


IMG20240928110150-01.jpeg

IMG20240928110157-01.jpeg


আবেগময়ী অক্লান্ত আকাশ যেন দিগন্ত নেয় ছুঁয়ে
বৃষ্টি এলে সকল কাশফুল যায় ,বালির বুকে শুয়ে


IMG20240928110203-01.jpeg

IMG20240928110206-01.jpeg

IMG20240928110258-02.jpeg

IMG20240928110252-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

প্রথম যেদিন শরৎ এলো এই পৃথিবীর বুকে
প্রকৃতির চোখে জল গড়িয়েছিল কাশফুল দেখার সুখে
তুমি কি কাশফুল?
কি শুভ্র অথচ
সঙ্গী নাহি পাও-

নীল মেঘের ভেলার মাঝে দুলছে কাশফুল।
অপরূপ সৌন্দর্য দেখে পাচ্ছিনা আমরা কুল।
রোদ নেই বৃষ্টি নেই সবাই করছে ভিড়
কাশফুলের সৌন্দর্য আমার অন্তরে মারলো তীর।
শরতের দুপুরে উড়ছে সাদা মেঘের ভেলা।
এই সৌন্দর্য দেখছি আমি বসে একলা একলা।


দুপুর গড়িয়ে হয়ে গেল বিকেল তাইতো আমি চলে আসলাম দেখিতে রক্তিম সূর্যের কিরণ। সূর্যাস্তের বিকেলটা উপভোগ করব বসে নদীর তীরে।


ফটোগ্রাফি


IMG20241007170949-01.jpeg

IMG20241007171608-01.jpeg

IMG20241007171612-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

পড়ন্ত বিকেলে সূর্যাস্তটা নদীর ধারে বসে দেখলে মন্দ হয় না। তাইতো এই শরতের সময় দেখতে আসলাম সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য। সূর্যাস্তের সময়টা সবসময় আমার অনেক বেশি ভালো লাগে। অপরূপ এই সৌন্দর্য নদীর ধারে বসে দেখতে সবথেকে বেশি উপভোগ করি। শরতের সারাদিন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি।



আমি কে !

IMG_20231120_103032_225.jpg

আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।

standard_Discord_Zip.gif

Sort:  
 2 months ago 

বন্ধু তুমি যে, মারাত্মক লেভেলের ফটোগ্রাফার সেটা তোমার ফটোগ্রাফি দেখে এই বোঝা যাচ্ছে। কথায় অসাধারণ হয়েছে শরতের ফটোগ্রাফি গুলো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। আমি আশা করছি এই ফটোগ্রাফি প্রতিযোগিতায় তোমার অবস্থান বেশ শক্ত হবে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

অনেক অনেক ভালো লাগলো আপনার সুন্দর এই ফটোগ্রাফি মূলক পোস্ট দেখে। যেখানে কনটেস্টে অংশগ্রহণ করেছেন শরতের দিন নিয়ে। শরতের দিনে কাশফুল আর আকাশের মেঘ সবচেয়ে ভালো লাগে আমার। ঠিক তেমনি আজকে আপনি কাশফুল এবং আকাশের মেঘ একসাথে ফটো ধারণ করে দেখানোর চেষ্টা করেছেন। অনেক সুন্দর অংশগ্রহণ হয়েছে।

 2 months ago 

শরতের শিউলি ফুল আর কাশফুলের মায়ায় পড়ে গেলাম ভাইয়া। অসাধারণ হয়েছে ফটোগ্রাফি গুলো। সত্যি ভাইয়া আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি দুর্দান্ত ছিল।

 2 months ago 

এমন ফটোগ্রাফি দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। খুবই দারুণ ফটোগ্রাফি করছেন আপনি। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই দারুন হয়েছে। শিউলি ফুলের সৌন্দর্য খুবই দারুণ। ধন্যবাদ আপনাকে ভাই।

 2 months ago 

প্রথমেই, এত সুন্দর একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনি আজকে শরৎকালের বিভিন্ন রকমের অসাধারণ সব ফটোগ্রাফি শেয়ার করেছেন।আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল দেখার মতন।বিশেষ করে কাশফুলের ফটোগ্রাফি গুলো দুর্দান্ত হয়েছে।আমার পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

 2 months ago 

ভাইয়া এত সুন্দর একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া আপনার প্রতিটা ফটোগ্রাফি এতটাই সুন্দর হয়েছে কোনটা রেখে কোনটা বেশি সুন্দর বুঝতে পারছি না। আমি তো বারবার আপনার ফটোগ্রাফি গুলো দেখছিলাম আর ভাবছিলাম এত সুন্দর ভাবে কিভাবে ফটোগ্রাফি করেছেন। আপনার মতো যদি এত সুন্দর ভাবে ফটোগ্রাফি করতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে হতো। কাশফুল,শিউলি ফুল, সাদা শুভ্র আকাশ আর সূর্যাস্তের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ ভাইয়া এত চমৎকার সব ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 months ago 

প্রথমেই আপনাকে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। শরৎকাল আমার খুবই পছন্দের একটা ঋতু। আপনার শরৎকালের ফটোগ্রাফি গুলো অনেক বেশি সুন্দর হয়েছে। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি আর কাশফুল এবং সূর্যাস্তের ফটোগ্রাফি সবগুলোই অনেক বেশি অসাধারণ হয়েছে। ফটোগ্রাফি গুলো দেখে চোখ ফেরাতে পারছি না এতটাই সুন্দর হয়েছে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে আপনি ফটোগ্রাফিতে অনেক বেশি দক্ষ।

 2 months ago 

বাহ ভাইয়া আপনি তো চমৎকার ফটোগ্রাফি করেছেন শরৎকালের। সত্যি বলতে আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এবং ফটোগ্রাফি কোনটা রেখে কোনটা প্রশংসা করি ভেবেই পাচ্ছিনা। সত্যি অসাধারণ ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

অসাধারণ ভাই এককথায় অনবদ্য। এমন অসাধারণ ফটোগ্রাফির জন্য আপনাকে শুভকামনা জানাতেই হয়। নদী, সূর্যাস্ত শিউলি ফুল এগুলো চমৎকার ছিল। তবে কাঁশফুল এবং আকাশের যে অসাধারণ একটা ব‍্যাপার তুলে ধরেছেন ফটোগ্রাফি তে সেটা অসামান্য ছিল। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 96907.08
ETH 3380.66
USDT 1.00
SBD 3.23