ঘুরে এলাম গ্রীন ভ্যালি পার্ক পর্ব-০৩||১০% লাজুক খ্যাকের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আজ --২৬ শে চৈত্র| ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার| বসন্তকাল|


IMG_20220409_220627.jpg


আজকে আপনাদের সামনে আবারো হাজির হলাম আমার ভ্রমণ-কাহিনী তৃতীয় পর্ব নিয়ে গত পর্বে আপনাদের মাঝে পার্কের কিছুটা আইডিয়া শেয়ার করেছি আজকে আরো অনেক কিছু শেয়ার করতে যাচ্ছি। ঘুরাঘুরি আমার একটা নেশা কেন জানি ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে সময় পেলেই এদিকে ওদিকে ছোটাছুটি করতে ভালো লাগে। ভালো লাগে নতুন কিছু দেখতে নতুন কিছু সম্পর্কে জানতে। তাই আর কথা না বাড়িয়ে চলুন বাকি গল্পটুকু শেষ করা যায়। যেহেতু এরিয়াটা অনেক বড় ছিল এদিকসেদিক ঘোরাঘুরি করতে করতে অনেকটা সময় পার হয়ে যায়। যেদিকে যায় সবকিছু কেমন যেন নতুন মনে হচ্ছে এইগুলো যেন আবার দেখতে আসি।


IMG20220329114734_00-01.jpeg



Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/fortnight.syndromes.tuck


যখন দুপুরে খাওয়া-দাওয়া করে বাইরে একটি স্থানে বসে বিশ্রাম গ্রহণ করছিলাম হঠাৎ চোখ দেখা মেলে অনেক দূরে উঁচু একটি স্থান তৈরি করে রেখেছে তার চারিপাশে ফুলের বাগান আসলে ফ্ল্যাওয়ার ভ্যালি গত পর্বে আমি ফ্লাওয়ার ভ্যালি সম্পর্কে আলোচনা করেছিলাম। যখন দূর থেকেও এটা দেখলাম মনের ভেতর অনেক কৌতুহল সৃষ্টি হল ।মনে হচ্ছিল এখানে কি আছে তাই দেখার জন্য ।


IMG20220329115800_00-01.jpeg



Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/fortnight.syndromes.tuck


আমরা প্রবেশ পথ খুঁজতে থাকে যেহেতু এটি অন্যদিক দিয়ে ঢুকতে হবে। তাই আমরা সেদিকে যায় যেতে দেখা মেলে বড় একটি পুকুর অথবা দিঘী বলতে পারেন অনেক সুন্দর করে সাজিয়ে দেখতে দেখতে পেয়ে দারুণ লাগছে। পুকুরের চারপাশে সবুজ শ্যামল ঘেরা রয়েছে প্রচুর গাছ চারা পুকুরকে আরো সুন্দর করে তুলেছে। পুকুরের সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম ।


IMG20220329120906_00-01.jpeg



Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/fortnight.syndromes.tuck


তারপর সেই কৌতুহলী জায়গায় প্রবেশ করার জন্য প্রবেশ পথ খুঁজে পায় । ভেতরে প্রবেশ করে ডান পাশে একটি গাছে প্রচুর লাভ দেখা যায় মনে হচ্ছিল এটা একটা লাভ পয়েন্ট হয়তোবা কোন প্রেমিক প্রেমিকা এখানে এসে তাদের স্মৃতি রেখে যায়।


IMG20220329121119_00-01.jpeg



Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/fortnight.syndromes.tuck



ওইখানে কিছু সময় কাটানোর পর হঠাৎ চোখ পড়ে দূরে একটি পাহাড় আকৃতির কিছু একটি তৈরি করে রেখেছে ।সেখানে একটি স্পাইডার ম্যান দাড়িয়ে আছে হয়তো স্পাইডারম্যান দেখছে কেউ কি বিপদে পড়েছে কিনা কারণ তার কাজ তো শুধু বিপদ থেকে উদ্ধার করা সিনেমাতে দেখেছিলাম।


IMG20220329120714_00-01.jpeg

IMG20220329120748_00-01.jpeg



Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/fortnight.syndromes.tuck



তারপর অন্য দিকে এগুতেই প্রথমে দেখা মেলে একটি মানুষের বানিয়ে রেখেছে এবং হাতে একটি থালা ধরে আছে তার উপর কিছু জিনিসপাতি এটা কোন যুগের চিত্র সেটা আমি বুঝে উঠতে পারিনি। তবে দেখতে বেশ আকর্ষণীয় লাগছিল। তারপর হঠাৎ চোখে পড়ে পাশে এই কচু পাতার মতো কিছু একটি তৈরি করে রেখেছে যা দেখতে বেশ দারুন লাগছে আমার কাছে।


IMG20220329121013_00-01.jpeg



Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/fortnight.syndromes.tuck



গ্রিন ভ্যালি পার্কে যারা ঘুরতে এসেছে তাদের একটি স্মৃতি হিসেবে নিয়ে যাওয়ার জন্য একটি ভিউ পয়েন্ট বানিয়ে রেখেছে। সেখানে বড় করে লেখা রয়েছে আই লাভ গ্রীন ভ্যালি পার্ক সেটা দেখতে বেশ দারুন লাগছিল। তাই ওখানে ছবি ওঠার জন্য অনেকেই ভিড় জমায় আমি একটু ফাঁকা পেয়ে সুন্দর একটি ছবি তুলে নিই। দেখতে অনেক আকর্ষণীয় লাগছিল।


IMG20220329121559_00-01.jpeg



Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/fortnight.syndromes.tuck



ঘোরাঘুরি প্রায় শেষের দিকে তখন অন্য একটি সাইটে যাওয়া বাকি ছিল সেখানে গিয়ে দেখা মেলে একটি মানুষ এবং গরুর মূর্তি বানিয়ে রেখেছে চিত্রটিতে বোঝানো হচ্ছে সরিষা থেকে তেল বের করার প্রক্রিয়া। এগুলো অনেক আগে দেখা যেত এখন আধনিক যন্ত্রপাতির কারণে এগুলো আর দেখা যায় না। আজ এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোন পোস্ট অন্য কোন গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।


standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

খুবই সুন্দর জায়গায় ভ্রমণ করলেন। অসাধারণ লেগেছে আমার প্রত্যেকটা ফটোগ্রাফি, এই ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো, ভ্রমণ করার ইচ্ছা জাগল। শুভকামনা রইল।

 2 years ago 

জি ভাইয়া মাঝেমধ্যে ভ্রমণ করবেন অনেক ভালো লাগবে মনটাও ভালো হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনার মতামত প্রকাশ করার জন্য

 2 years ago 

কী অপূর্ব সুন্দর। আমার খুবই ভালো লেগেছে।আমি ভ্রমন পছন্দ করি। আপনার এই গ্রীন ভ্যালি পার্ক এর ফুলের সৌন্দর্য খুবই ভালো লেগেছে। আপনার এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন এর জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

 2 years ago 

আপনার এই গ্রীন ভ্যালি পার্ক এর ফুলের সৌন্দর্য খুবই ভালো লেগেছে।

অসংখ্য ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য

 2 years ago 

ভাইয়া আপনি গ্রীন ভ্যালি পার্কে ঘুরতে গিয়ে চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

আমার ফটোগ্রাফী গুলো আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম। মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

গ্রীন ভ্যালি পার্কে অনেক সুন্দর । আপনার মাধ্যমে দেখতে পেলাম ঘরে বসেই । আপনার সময় গুলো নিশ্চয়ই সেখানে অনেক ভালো কেটেছে। অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে । বিশেষ করে লেকের মত জায়গাটি ভালো লেগেছে । সেই সাথে লাভ ওয়ালা গাছ ভাল লেগেছে । ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য

 2 years ago 

আপনার সময় গুলো নিশ্চয়ই সেখানে অনেক ভালো কেটেছে। অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে ।

জায়গাটি সত্যি অনেক সুন্দর ‌। মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

গ্রীন ভ্যালি পার্কে আপনি খুবই সুন্দর সময় পার করেছেন। আমি অনেকদিন আগে একবার গিয়েছিলাম যখন পার্ক টি নতুন শুরু হয়েছিল অনেক কাজ চলমান ছিল। আপনার এই পোস্টের মাধ্যমে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ আবার একদিন গিয়ে ঘুরে আসব। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার এই পোস্টের মাধ্যমে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ আবার একদিন গিয়ে ঘুরে আসব।

অনেক নতুন করে আবার সাজিয়েছে অনেক কিছু তৈরি করেছে। ধন্যবাদ মতামত প্রকাশ করার জন্য

 2 years ago 

বাংলাদেশে এতো সুন্দর একটি জায়গা আছে জানাই ছিলো না।আমি আপনার ফটোগ্রাফি দেখে পুরো মুগ্ধ হয়ে গেলাম। যদি সময় হয় অবশ্যই আমি এখানে যাবো। আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

। যদি সময় হয় অবশ্যই আমি এখানে যাবো।

অবশ্যই ভাইয়া সময় করে ঘুরে যায়েন ভালো লাগবে। মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে আপনার ভ্রমণ পর্বটি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি এর আগেও আমাদের মাঝে এই ভ্রমণ পর্ব শেয়ার করেছিলেন খুবই ভালো লেগেছিল। প্রতিবারের ন্যায় এবারও আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে আপনার ভ্রমণ পর্ব উপস্থাপন করেছেন। সেই সাথে অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি ও করেছেন দেখেছি। শেয়ার করার জন্য ধন্যবাদ

 2 years ago 

প্রতিবারের ন্যায় এবারও আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে আপনার ভ্রমণ পর্ব উপস্থাপন করেছেন।

ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য

 2 years ago 

এখন পর্যন্ত তিনবার নাটোর গ্রীনভ‍্যালি যাওয়ার প্ল‍্যান করেছি একবারও সফল হয়নি। প্রতিবারি কোনো না কোনো সমস্যায় পড়েছি। শুনেছি পার্কটা টা দারুণ। আপনার ফটোগ্রাফি গুলো দেখেও তাই মনে হচ্ছে। অনেক সুন্দর ছিল ফটোগ্রাফি গুলো ভাই। ধন্যবাদ
আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।।

 2 years ago 

এখন পর্যন্ত তিনবার নাটোর গ্রীনভ‍্যালি যাওয়ার প্ল‍্যান করেছি একবারও সফল হয়নি। প্রতিবারি কোনো না কোনো সমস্যায় পড়েছি

এইবার হুট করেই প্লান করে চলে যাবেন তাইলে যাওয়া হবে। সাথে আমাকেও নিয়ে যাবেন আমি আবার যাবো

 2 years ago 

আপনার ভ্রমণ করার সময়টুকু পড়ে অনেক ভালো লাগলো। সুন্দরভাবে ভ্রমণ করার পাশাপাশি আপনি ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

আমার পোস্টটি আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67489.61
ETH 3762.16
USDT 1.00
SBD 3.56