শীতের রাতে ঘোরাঘুরি ও খাওয়া দাওয়া। ১০% লাজুক খ্যাকের জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আমরা বন্ধুরা মিলে প্রতিদিন বিকেলে একটু বাজারে এসে ঘুরাঘুরি করি। আর হঠাৎ হঠাৎ কিছু প্ল্যান করে বসি যা আমাদের করতেই হবে। আজকেও এভাবে বসেছিলাম হঠাৎ এক বন্ধু বলল আমাদের একসাথে খোকসাতে যেতে হবে সে নাকি কিছু একটা কিনবে।


IMG_20211109_23085910-01.jpeg


শীতের রাতের যাত্রা
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/bookworms.formless.wards


তখন বললাম চলো যাই তবুও এটা শীতের রাত আমরা বাইক নিয়ে যাব একটু টেনশনে ছিলাম শীত কেমন লাগবে তারপর যেই বলা সেই কাজ শুরু আমরা বেরিয়ে পড়লাম আমাদের উপজেলাসহ খোকসাতে এটা আমাদের এলাকা থেকে ৭ থেকে ৮ কিলোমিটার দুরে।খোকসাতে যাওয়ার পরে যে জিনিসটা কিনবে সেটা খুঁজতে থাকি কিন্তু ভাগ্যে মিলে না।


Screenshot_2021-11-09-21-06-47-71_0b35d691e3e6239ab0be69a4a8a1b3f6-01.jpeg


রাতের চাঁদ
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/suppliers.exasperated.umpiring


তাই কি আর করার পাশ দিয়ে নদী বয়ে চলেছে নদীর তীরে গিয়ে এক কাপ গরম গরম চা খেলাম আর সাথে আকাশের দিকে তাকিয়ে দেখি লাল চাঁদ উঠেছে আর নদীর তীরে চাঁদের একটি প্রতিফলন দেখা যাচ্ছে দেখতে অনেক ভাল লাগছিল। আমরা তাই বসে বসে চায়ের সাথে চাঁদের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। তারপর আমরা বাড়ির দিকে রওনা করলাম। প্রায় বাড়ির দিকে 4 কিলোমিটার আসার পরে একজন বললো চলো কিছু খেয়ে আসি। ভাবছিলাম কোথায় যাওয়া যায় একজন বলল কুমারখালীতে যাওয়া যায় সেটা খোকসা থেকে সাত কিলোমিটার দূরে হবে। তখন রাত ৯:৩০ বাজে তখন বললাম ঠিক চলো যাই রাতেও ঘোরাঘুরি হয়না অনেকদিন আর শীতের রাতে ঘুরতে মজা লাগে আবার শীতের জন্য অনেক কষ্ট লাগে।


IMG20211109222601_00-01.jpeg


কুয়াশাচ্ছন্ন হাইওয়ে
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/suppliers.exasperated.umpiring


তারপর আমরা রওনা করলাম এবং আমাদের যেতে 10 থেকে 15 মিনিট সময় লাগে কারণ রাস্তা অনেক ফাঁকা ছিল। কুমারখালীতে গিয়ে কি খাব সেটা খুঁজে পাচ্ছিলাম না।


IMG20211109220756_00.jpg



হালিম বিক্রেতা।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/mainly.armadillos.confessed


হঠাৎ দূরে দেখি একটি দোকান বসে আছে সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম মামা আপনার কাছে কি আছে তিনি বললেন নেহারি এবং হালিম। তারপর আমরা নেহারি সাথে হালিম মিক্স করে দিতে বললাম। শীতের দিনে গরম গরম হালকা জালসহ এটা খেতে অনেক মজা লাগে। আমরা অর্ডার করার পরে মামা বানাতে শুরু করলো।


IMG20211109222101_00.jpg

IMG20211109220852_00-01.jpeg

IMG20211109220954_00-01.jpeg

IMG20211109221134_00-01.jpeg


খাবার তৈরির সময়।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/mainly.armadillos.confessed


তার খাবারটি তৈরি করতে 10 মিনিট মতো সময় লেগেছিল। তারপর সেটা আমাদের সামনে দিল। খেতে অনেক মজা হয়েছিল যখন গালে নিচ্ছিলাম মনে হচ্ছিল শীতের দিনের গরম গরম কিছু খাওয়া একটি অসাধারণ অনুভূতি ছিল। আর এটি অনেক ভালো মজার ছিলো।


IMG_20211109_23094819.jpg


কুয়াশাচ্ছন্ন রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/bookworms.formless.wards


তারপর আমরা খাওয়ার শেষ করে আবার বাড়ির দিকে রওনা দেই এখন এখান থেকে আমাদের বাসা 14 থেকে 15 কিলোমিটার। যখন আমরা রওনা করে তখন রাত ১০:২৫ বাজে।আমাদের বাসায় আসতে আসতে ১০:৫০ বাজে।
এক কথায় এই হঠাৎ প্ল্যান গুলো অনেক অসাধারণ হয। অনেক সুন্দর একটি সময় কাটালাম। অবশ্য গা-হাত-পা এখনো ঠান্ডা হয়েই আছে।

আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন পোষ্টে অন্য কোন গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।


logo.gif

Sort:  
 3 years ago 

দেখেই বোঝা যাচ্ছে অনেক মজা করেছেন। আমি ও বাড়িতে গেলে আমার বন্ধু, বড় ভাই, ছোট ভাই দের সাথে ঘুরতে যাই। মাঝে মধ্যে দুচোখ যেদিকে যায় সেই দিকেই চলে যায়। পরীক্ষা জন্য ওদের সাথে অনেক দিন দেখা হচ্ছে না। যাইহোক আপনার পোস্ট টা দেখে আমার মনে পরে গেলো। আপনার জন্য শুভ কামনা রইলো।

 3 years ago 

আসলে ভাই শীতের দিনে গরম গরম খাওয়ার মজাই আলাদা🥰🥰🥰

তবে হালিম তো তৈরি করাই থাকে তাহলে এত দেরি হয়েছে ক্যান রেডি করতে। ১০ মিনিট কিন্তু কম না ভাই।

 3 years ago 

প্রায় শেষের দিকে গিয়েছিলাম তো। সবকিছু গুছিয়ে ফেলেছিলো

 3 years ago 

শীতের দিনে এই ধরনের চিন্তা ভাবনাহীন ভাবে উদ্যোগ নিয়ে যেকোন যায়গায় যাওয়া ঠিক নাহ।যুবক বয়স তো সেই জন্যই এরকম উদ্যোগ নিয়েছেন। হালিম খাওয়া ও মুহুর্তের গল্প অসাধারণ ছিল। শুভকামনা রইল আপনার জন্য ধন্যবাদ। 😍😍

 3 years ago 

শীতের রাতে ঘোরাঘুরি আসলেই খুব মজার। তবে সাবধানতা অবলম্বন করতে হবে সবাইকেই। এই শীতের মধ্যে রাতে ঘোরাঘুরি করেই জ্বর ঠান্ডা কাশ বাধিয়ে বসে আছি এখন। শুভেচ্ছা রইল আপনার জন্য ভাই।

 3 years ago 

হালিমের দোকানটা কুমারখালীর কোথায়
আমি জানি। এবং আমি একাধিক বার এর থেকে হালিম খেয়েছি। সবমিলিয়ে সময়টা বেশ ভালো অতিবাহিত করেছেন।

শীতের রাতে ঘুরাঘুরি করতে বেশ ভালো লাগে। চারিদিকে কুয়াশা থাকলে একটু যাত্রা পথে বিঘ্ন ঘটে। কুয়াশার সময় বাইক সাবধানে চালাবেন কাকু।আর হালিম একটা প্রিয় খাদ‍্য আমার।আমি সুযোগ পেলেই হালিম খাই। আপনার যাত্রাপথের যাত্রাগুলো সব সময় শুভ হোক সেই প্রত‍্যশাই কামনা করি। দোয়া ও ভালোবাসা রইল আপনার জন‍্য কাকু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 55049.50
ETH 2307.72
USDT 1.00
SBD 2.30