ঘুরে এলাম গ্রীন ভ্যালি পার্ক নাটোর পর্ব-০১||১০% লাজুক খ্যাকের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আজ -২০ চৈত্র| ১৪২৮ বঙ্গাব্দ | রবিবার| বসন্তকাল|


IMG_20220403_194503.jpg


আজকে আপনাদের সামনে আবারো হাজির হলাম আমার একটি ছোট্ট ভ্রমণ কাহিনী নিয়ে। ভ্রমণ করা আমার নেশা ভ্রমণ করতে আমার অনেক ভালো লাগে ভালো লাগে নতুন নতুন জায়গায় যেতে নতুন কিছু সম্বন্ধে জানার আগ্রহটা বৃদ্ধি পায় যদি আমি ভ্রমণ করতে থাকি। আবার হঠাৎ প্ল্যান করে ছোট্ট একটি ভ্রমণ করার সিদ্ধান্ত নেই এবার ভ্রমণটা ছিল ফ্যামিলি ট্যুর ফ্যামিলি মেম্বার ট্যুরে গিয়েছিলাম। আমাদের এলাকা থেকে 80 কিলোমিটার দূরত্বে একটি পার্কে সেটি নাটোর জেলায় লালপুর উপজেলায় অবস্থিত। পার্কটির নাম গ্রীন ভ্যালি পার্ক। নাম শুনে হয়ত ভাবছেন এটা সবুজের সমারোহ হবে কিন্তু এখানে প্রাকৃতিক সৌন্দর্যের চেয়ে কৃত্রিম সৌন্দর্যটা বেশি প্রাধান্য দিয়েছেন সবুজ শ্যামল ঘেরা পার্কটি দেখতে বেশ ভালো। আমরা সকাল সাতটার দিকে মাইক্রোবাস নিয়ে বের হয়ে যায় গ্রীন ভ্যালি পার্ক এর উদ্দেশ্য। আমাদের যেতে দিন থেকে চার ঘণ্টা সময় লাগবে রাস্তার অবস্থা খারাপ থাকায় সময়টা একটু বেশি লাগবে তাই আমরা সকাল সকাল বের হই।


IMG20220329145255_00-01.jpeg



Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/fortnight.syndromes.tuck


আমাদের পার্কে পৌছাতে পৌছাতে দুপুর বারোটা বেজে যায় তারপর প্রথমেই গাড়ি পার্কিং করে টিকিট কাউন্টারে গিয়ে দশটা টিকিট কাটি মোটামুটি আমাদের লোক সংখ্যা ছিল 10 থেকে 11 জন।


IMG20220329144832_00-01.jpeg



Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/fortnight.syndromes.tuck


তারপর আমরা ভিতরে প্রবেশ করে প্রবেশ করতেই দেখা মেলে কৃত্রিমভাবে তৈরি করে রেখেছে বড় একটি ডাইনোসরস অনেক বড় করে তৈরি করেছে।আর যেহেতু আমরা দুপুরের দিকে গিয়েছিলাম তাই প্রচন্ড গরম ছিল গরমের ভেতর ঘোরাঘুরি করতে বেশি মজা লাগে না অনেক ক্লান্তি চলে আসে। তারপরও আমরা আস্তে আস্তে এদিক সেদিক ঘুরাঘুরি করতে থাকি।


IMG20220329123141_00-01.jpeg



Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/fortnight.syndromes.tuck


হঠাৎ সামনে দেখা মেলে একটি পাখি তৈরি করে রেখেছে যা দেখতে বেশ দারুন লাগছিল তারপর আমরা সামনে এগোতে একটি জায়গাতে যাই।


IMG20220329122129_00-01.jpeg



Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/fortnight.syndromes.tuck


সেখানে বড় বড় কাজ এবং বাগানের মাঝে বসে থাকার জন্য সুন্দর সুন্দর কিছু জিনিস বানিয়ে রেখেছে যা গরমের সময় বিশ্রাম গ্রহণ করার জন্য উপযোগী একটি জায়গা । তারপর আমরা এদিকসেদিক ঘোরাঘুরি করার জন্য বের হয়েছি কারণ পার্কের এরিয়াটা অনেক বড় তাই সময় নষ্ট না করে ঘুরতে থাকি।


IMG20220329122855_00-01.jpeg

IMG20220329122900_00-01.jpeg



Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/fortnight.syndromes.tuck


তারপর আমরা সামনের দিকে এগোতে থাকি এবং দেখতে পাই অনেক বড় একটি দিঘি দর্শনার্থীদের জন্য রয়েছে প্যাডেলিং বোট।দিঘি পার হওয়ার জন্য রয়েছে ২ টা ব্রীজ যা দেখতে বেশ দারুন।দিঘির পারে দাড়িয়ে দেখা যাচ্ছে গ্রীন ভ্যালি পার্ক এর নাম লিখে রেখেছে সবুজ গাছ দ্বারা যা দেখতে সত্যি মনমুগ্ধকর ছিল।

IMG20220329144712_00-01.jpeg



Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/fortnight.syndromes.tuck


পুকুরের চার-পাঁচটা ঘুরাঘুরি শেষ করে আমরা অন্য স্থানে এগোতে থাকি। সামনের দিকে এগোতে হঠাৎ দেখা মেলে অনেক বড় এরিয়া জুড়ে একটি কৃত্রিম ঝরনা তৈরি করে রেখেছে সেখান থেকে পানি পড়ছে যা দেখতে মনমুগ্ধকর ছিল।
পার্কটির দৃশ্য মোটামুটি আমার অনেক ভালো লেগেছে তবে এখানে প্রাকৃতিক সৌন্দর্যের চেয়ে কৃত্রিম সৌন্দর্যটা বেশি তৈরি করেছে। পার্ক সম্পর্কে আরো আলোচনা করব পরবর্তী কোন পোস্টে সে পর্যন্ত সাথে থাকুন।

আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন গল্প নেই ধন্যবাদ সবাইকে।


standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

এই পার্কে আমি অনেকদিন আগে একবার গিয়েছিলাম যখন পার্কের কাজ নতুন শুরু হয়েছিল। আপনার ফটোগ্রাফির গুলো দেখে বুঝতে পারলাম পার্কটি এখন অনেক উন্নত হয়েছে। একদিন ঘুরে আসতে হবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আবার এখন গিয়ে ঘুরে আসুন দেখবেন অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন। ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য

 2 years ago 

ভাইয়া আপনি গ্রীন ভ্যালি পার্ক নাটোর ঘুরতে গিয়ে অনেক সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য। আমার ফটোগ্রাফী গুলো ভাল লেগেছে জেনে খুশি হলাম

 2 years ago 

গ্রিন ভ্যালি পার্ক নাটোর ভ্রমণ করে আপনি খুবই সুন্দর সময় অতিবাহিত করেছেন যাপনের ফটোগ্রাফির মাধ্যমে স্পষ্ট আসলে মাঝে মদ্ধে ঘুরাঘুরির প্রয়োজন আছে এতে মন এবং মস্তিষ্ক সবই ভালো থাকে ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ভ্রমণ কাহিনী আমাদের মাঝে উপস্থাপন করার জন্য

 2 years ago 

ঠিক বলেছেন মাঝে মধ্যে ঘোরাঘুরি প্রয়োজন আছে তাইতো সময় পেলেই ঘুরতে বের হয়ে যায়। ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য

 2 years ago 

আপনি গ্রিল ভ্যালি পার্ক নাটোর ঘুরতে গিয়ে আপনি আপনার অভিঙ্গতা ও আমাদের মাঝে কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন নিঃসন্দেহে আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি ছিলো দেখার মত।আপনার জন্য শুভ কামনা রইল।

 2 years ago 

আমার ফটোগ্রাফী গুলো আপনার ভাল লেগেছে জেনে খুব খুশি হলাম। মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

এই পার্কে আমি গিয়েছিলাম গত বছর। জায়গাটা অনেক সুন্দর আমিও খুব উপভোগ করেছিলাম। তবে আমি যখন গিয়েছিলাম তখন পুকুরপাড়ে গ্রীন ভ্যালি পার্ক লেখা ছিল না।

 2 years ago 

হ্যাঁ পার্কটিতে অনেক কিছু নতুন তৈরি করেছেন যা দেখতে খুব ভালো লেগেছে। মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

আপনাকেও স্বাগতম প্রিয় ভাইজান 💚

গ্রীন ভ্যালি পার্ক তো অসাধারণ ভাই। সত্যি সবগুলো ফটোগ্রাফি অসাধারণ ছিল ভাইয়া। ভালোই মজা হয়েছে মনে হচ্ছে। আপনার উপস্থাপন ভলো ছিল এবং আপনার জন্য শুভকামনা রইল। 💞💞

 2 years ago 

জি ভাই গ্রীন ভ্যালি পার্ক অনেক সুন্দর। মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

তিন চার মাস আগে গ্রীন ভ্যালি পার্কে গিয়েছিলাম জায়গাটি দেখতে অনেক সুন্দর। কৃত্তিম কিছু প্রাণীর দৃশ্য পটভূমি তুলে ধরা হয়েছে যেগুলো দেখে সত্যিই অবাক হয়েছিলাম। আমার সাথে আমার একটি মামা ছিল তাকে আমি মাম্মাস বলে ডাকি খুব মজা করেছিলাম। আপনার অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

জেনে ভালো লাগলো আপনিও গিয়েছিলেন গ্রীন ভ্যালি পার্ক এবং মাম্মাসের সাথে অনেক মজা করেছিলেন। ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য

 2 years ago 

গ্রিন ভ্যালি পার্ক নাটোর গিয়ে খুবই সুন্দর সময় কাটিয়েছেন তা আপনার ফটোগ্রাফির মাধ্যমে বুঝতে পারছি। পার্কে গিয়ে ঘুরাঘুরির পাশাপাশি আপনি অত্যন্ত চমৎকার চমৎকার সব ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন যা দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে।

 2 years ago 

জি ভাই অনেক সুন্দর সময় কাটিয়ে ছিলাম। মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

নাটোরের গ্রীন ভ্যালি পার্কে অনেকদিন ধরে আমার যাওয়ার কথা ছিল। কিন্তু এখনো যাওয়া হলো না। আজকে আপনার মাধ্যমে নাটোরের গ্রীন ভ্যালি পার্ক এর অনেকগুলো স্থাপনা দেখতে পেলাম। আপনার তোলা ছবিগুলো দেখে এ পার্কটিতে যাওয়ার ইচ্ছা আরো বেড়ে গেল।

 2 years ago 

দ্রুত গিয়ে ঘুরে আসুন দেখবেন অনেক ভালো লাগবে তবে একটু গরম বেশি। মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

আপনার ঘুরাঘুরি সময়টুকু পড়ে অনেক ভালো লাগলো । আপনি সুন্দর সময় কাটানোর পাশাপাশি ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

আমার পোস্টটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59647.03
ETH 2622.47
USDT 1.00
SBD 2.44