ধানমন্ডি লেকে কাটানো কিছু মুহূর্ত||১০% লাজুক

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল আমার ইউজার নেমঃ @mrahul40 বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আজ -১১ জৈষ্ঠ্য,|১৪২৯ বঙ্গাব্দ|| বুধবার||গ্রীষ্মকাল||


GridArt_20220525_142824610.jpg


যান্ত্রিক শহরে যানবাহন এর কোলাহল থেকে বাঁচতে সবাই চাই নিরিবিলি কিছু সময় কাটাতে। সবাই মোটামুটি কাজের চাপে থাকে এ কাজের চাপ থেকে ভালো সময় কাটানোর জন্য নিরিবিলি জায়গা খুঁজে আর এমনই নিরিবিলি জায়গা হল ধানমন্ডির লেক যেখানে যান্ত্রিক কোলাহল খুব কম। আমরাও গিয়েছিলাম নিরিবিলি সময় কাটানোর জন্য ধানমন্ডি লেকে।


IMG20220517174931_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location:

আমরা আমাদের বাসা থেকে রিকশা নিয়ে যাত্রা শুরু করি ধানমন্ডি লেকের উদ্দেশ্যে। আমি ছিলাম এবং বড় দুই ভাই ছিল এই যান্ত্রিক শহরে রিকশা দিয়ে যাত্রা শুরু করি এবং রাস্তাটাকে উপভোগ করার জন্য বিভিন্ন সুযোগ খুঁজতে থাকে হঠাৎ চোখে পড়ে একটি বিল্ডিং এর পাশে কৃষ্ণচূড়া ফুলের গাছ দেখতে পায়। গাছটি বিল্ডিং এবং রাস্তাটার সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছে। বিকাল টাইমে বের হয়েছিলাম তাই ওইখানে যেতে যেতে একটু লেট হয়ে যায় যাওয়ার পরেই হঠাৎ হালকা বৃষ্টি শুরু হয়। বৃষ্টি হওয়াতে যারা ছিল লেকের পাশে বসে তারা সবাই চলে যায় সেই মুহূর্তে মানুষের ভীড় অনেক কমে যায়। বৃষ্টি যখন কমে গেল তখন আমরা লেকের বাম পাশ থেকে ডান পাশের দিকে চলে যায় কারণ ওই সময় সন্ধ্যা ঘনিয়ে আসছিল কিছু সময়ের মধ্যে আজান দেবে।


IMG20220521182422_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location:

তাই সালাত আদায়ের জন্য যে সাইডে মসজিদ আছে সেই সাইডে চলে যায় এবং যেতেই দেখা মেলে এক চাচা আইসক্রিম বিক্রি করছে আজ একটু গরম গরম লাগছিল তাই আইসক্রিম খেতে বেশ মজা লাগবে সেজন্য আমরা আইসক্রিম লেকের ধারে বসে খেতে থাকি।


IMG20220521183153_00-01-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location:

আইসক্রিম শেষ করতে না করতেই লেক এর অপোজিট এর একটি সৌন্দর্য আমাকে মুগ্ধ করে সেখানে লেকের ধারে হয়েছে কৃষ্ণচূড়া গাছ যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে সেহেতু গাছটি তেমন ভালো দেখা যাচ্ছে না তারপরও সাইড এর আলোয় আলোকিত হই গাছটিকে বেশ ভালো লাগছিল।


IMG20220521183609_00-01-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location:

তারপর মাগরিবের আজান হয় আমি সালাত আদায় করে আসি সালাত আদায় করে এসে লেকের ধারে দাঁড়াইতেই দেখা মেলে ব্রিজ। যে ব্রিজ দিয়ে কিছু সময় আগে এসেছিলাম।


IMG20220521190105_00-01-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location:

তখন অন্ধকার হয়ে ছিল না তাই নামাজ শেষে যখন লেকের ধারে আসে অন্ধকার হওয়াতে যে আলোকসজ্জায় সজ্জিত ছিল সেটার একটি প্রতিচ্ছবি পানিতে দেখা যাচ্ছিল ওই দৃশ্য টা বেশ ভালো লাগছিল আমার কাছে। তারপর আমরা মসজিদে এই সাইট থেকে আবার প্রথমে যে দিকে গিয়েছিলাম ওই দিকে চলে যায় ওইখানে গিয়ে আম মাখা ঝাল মুড়ি এগুলো খায় এবং কিছু সময় লেকের ধারে বসে থাকে। যখন মোটামুটি রাত ঘুমিয়ে আসছিল তখন আমরা ওখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা করি।


standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

সবাই দেখি ধানমণ্ডি লেকে। তিন জনের পোস্ট পেলাম আজকে ধানমণ্ডি লেক নিয়ে হঠাত করে লেক এতো বিখ্যাত হলো কেমনে। যাইহোক, আপনি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। ও আচ্ছা, আপনি আর সুমন ভাই সম্ভবত এক সাথে গিয়েছিলেন।

 2 years ago 

ও আচ্ছা, আপনি আর সুমন ভাই সম্ভবত এক সাথে গিয়েছিলেন।

জি ভাই একসাথে গিয়েছিলাম

 2 years ago 

ধানমন্ডি লেকে ঘুরাঘুরির গল্পটা পড়ে বেশ ভালো লাগলো মামা। আমিও ঢাকা আসতেছি আমাকে নিয়ে ঘুরতে হবে কিন্তু। অসংখ্য ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ধানমন্ডি লেকে ঘুরাঘুরির গল্পটা পড়ে বেশ ভালো লাগলো মামা। আমিও ঢাকা আসতেছি আমাকে নিয়ে ঘুরতে হবে কিন্তু।

অবশ্যই ঘুরবো চলে আসো তুমি

 2 years ago 

ভাইয়া দারুন একটা সময় কাটিয়েছেন ধানমন্ডি লেকে। তবে যদি বৃষ্টি না হতো হয়তো আরও দারুন দারুন ফটোগ্রাফি আপনার কাছ থেকে পেতাম। প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল দারুণ এবং আপনাদের কাটানো মুহূর্তগুলো ছিলা আকর্ষণীয়। ধানমন্ডি লেকে কোলাহলমুক্ত জায়গায় আপনার কাটানো সময় আমাদের সাথে শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল দারুণ এবং আপনাদের কাটানো মুহূর্তগুলো ছিলা আকর্ষণীয়।

ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 2 years ago 

ভাই আপনার ফটোগ্রাফি করে দেখে বোঝা যাচ্ছে ধানমন্ডি লেক দেখতে খুব সুন্দর। আমার তো ইচ্ছে করছে ধানমন্ডি লেকে গিয়ে ঘুরে আসতে। রাতের বেলা ফটোগ্রাফি গুলো ও অসাধারন হয়েছে। এগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ভাই আপনার ফটোগ্রাফি করে দেখে বোঝা যাচ্ছে ধানমন্ডি লেক দেখতে খুব সুন্দর। আমার তো ইচ্ছে করছে ধানমন্ডি লেকে গিয়ে ঘুরে আসতে।

মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

আসলে ভাইয়া ধানমন্ডি লেকটা কিন্তু খুবই সুন্দর। আমার ও কয়েকবার যাওয়া হয়েছে ধানমন্ডি লেকে। আপনার ফটোগ্রাফি গুলো সত্যি খুব সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি মাধ্যমে ধানমন্ডি লেকটাকে তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা।

 2 years ago 

। আপনার ফটোগ্রাফি গুলো সত্যি খুব সুন্দর হয়েছে।

অসংখ্য ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশের জন্য

 2 years ago 

আপনার এই পোস্ট দেখেই বোঝা যাচ্ছে ধানমন্ডি লেকে অনেক চমৎকার একটি মুহূর্ত অতিবাহিত করেছেন সেই সাথে অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। যদিও এখন পর্যন্ত ধানমন্ডি লেকে যাওয়া হয়নি তবে খুব শীঘ্রই ঘুরতে যাবো ভাবছি। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

যদিও এখন পর্যন্ত ধানমন্ডি লেকে যাওয়া হয়নি তবে খুব শীঘ্রই ঘুরতে যাবো ভাবছি

চলে আসুন ভালো লাগবে

 2 years ago 

ধানমন্ডি লেকে কাটানো মুহূর্তগুলো আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন ।ধানমন্ডি লেক আসলেই অনেক সুন্দর বিশেষ করে সন্ধ্যার সময় আরো বেশি সুন্দর লাগে। যখন চারদিকে রঙিন আলোয় ভরে ওঠে ।আপনি খুব সুন্দর ভাবে ধানমন্ডি লেকের ফটোগ্রাফি করেছেন এবং আপনার অনুভূতি গুলো আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছেন এত সুন্দর ভাবে অনুভূতিগুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধানমন্ডি লেক আসলেই অনেক সুন্দর বিশেষ করে সন্ধ্যার সময় আরো বেশি সুন্দর লাগে। যখন চারদিকে রঙিন আলোয় ভরে ওঠে

ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 2 years ago 

ধানমন্ডি লেকে আপনি দারুন সময় কাটিয়েছেন ভাই। আমিও আগে অনেক যেতাম। এখন যাই মাঝে মাঝে ভালো লাগে। এসব জায়গায় সময় কাটাতে ভালো লাগে। জায়গাটা আসলে অনেক সুন্দর আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ধন্যবাদ।

 2 years ago 

ধানমন্ডি লেকে আপনি দারুন সময় কাটিয়েছেন ভাই। আমিও আগে অনেক যেতাম। এখন যাই মাঝে মাঝে ভালো লাগে

অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশের জন্য

 2 years ago 

সালাত আদায় করতে এসে ব্রিজের দৃশ্যপট টা দারুন ভাবে উপভোগ করেছেন সেটা বোঝাই যাচ্ছে কেননা ব্রিজের লাইটিং রাতের বেলায় বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে।

 2 years ago 

সালাত আদায় করতে এসে ব্রিজের দৃশ্যপট টা দারুন ভাবে উপভোগ করেছেন

ভালো সময় পার করেছিলাম। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.032
BTC 59281.33
ETH 2982.58
USDT 1.00
SBD 3.74