শীতের বিকেল।

in আমার বাংলা ব্লগ7 months ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • শীতের বিকেল
  • ২৭,ডিসেম্বর ,২০২৩
  • বুধবার

20231227_141442_0000.png


হ্যালো আমার বাংলাব্লগ বাশি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সামনে আবারো হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে।গ্রামের বাড়িতে এলেই প্রতিদিন সকাল-বিকাল প্রচুর ঘোরাঘুরি করি। আর এখন যেহেতু শীতের মৌসুম শীতের সময় গ্রামের সমুদ্রটা একদম ভিন্ন। এই শীতের সময়ে বিকেলের নদী এলাকায় ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে।প্রতিবছর আমারা শীতের সময়ে সবাই মিলে ঘুরতে বের হই চর এলাকাতে।

যেখানে বর্ষা মৌসুমে পানি দ্বারা পরিপূর্ন থাকে।আর এখন যেহেতু শীত এই জায়গার সৌন্দর্যটা ভিন্ন। সম্পূর্ণ চর জুরে হচ্ছে চাষাবাদ। এইখানে ফসলের ফলন খুব ভালো হয়।যেহেতু বর্ষা মৌসুমে জায়গাটি প্লাবিত হয়ে অনেক পলিমাটি জমে থাকে তাই এই সময়ে বিভিন্ন ধরনের ফসল হাতি এখানে চাষাবাদ হয়।শীতের সময় অনেক ধরনের ফসলের চাষাবাদ হয় এর মধ্যে সবথেকে আকর্ষনীয় ফসল হলো সরিষা ক্ষেত।


IMG20231226143426-01.jpeg

IMG20231226144231-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

অনেকটা মাঠ জূরে সরিষা ক্ষেতের আবাদ হয় তাই এর সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা সবাই গিয়েছিলাম। যেহেতু শীতের সময় অনেকটা অংশ ঢাকাতে পার করে ফেলেছি তাই শৈশফুলের সৌন্দর্য উপভোগ করতে পারিনি এখন প্রায় ফুল শেষের দিকে তারপর আমরা সবাই মিলে গিয়েছিলাম উপভোগ করতে।


IMG20231226144247-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

মাঠে প্রবেশ করতেই অনেকদিন পর সরিষা ফুলের ঘ্রাণ পেয়ে মুগ্ধ হয়ে গেলাম এজন্য এক স্বস্তির নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা। যেহেতু অনেক ধরনের ফসলের চাষ হয় এই মৌসুমে গেলে একসাথে অনেক সৌন্দর্য উপভোগ করা যায়। কিছু কিছু জায়গায় আখের ক্ষেত এবং মাঝখানে সরিষা ফুলের সৌন্দর্য সবুজের মধ্যে যেমন হলুদের সমারোহ দেখতে অসম্ভব সুন্দর লাগে। আমরা শৈসা ফুলের সৌন্দর উপভোগ করার পরে এখন আমাদের আখের রস খাওয়ার পালা।


IMG20231226144437-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

আমাদের সাথে একটা ছোট ভাই ছিল তাদের আবার এখানে আখের জমি আছে। সেই আখগুলো মাড়াই করার জন্য খুলা বসিয়ে রেখেছে। এখন আমাদের প্ল্যান তাদের খুলতে গিয়ে আখের রস খাব। যাওয়ার রাস্তাটা অসম্ভব সুন্দর ছিল দুই পাশে আখের ক্ষেতে মাঝ দিয়ে সরু রাস্তা ওইটা দিয়ে আমরা নির্দিষ্ট স্থানে প্রবেশ করব। আমরা অল্প কিছু সময় হাঁটার পরে দেখতে পাই আখ ভাঙ্গানোর খুলা। গিয়ে দেখি এখানে রস জ্বালিয়ে গুড় বানানোর কাজ চলছে। আখ মারাইয়ের জন্য যে মেশিনটা রয়েছে ওটা বন্ধ রয়েছে।


IMG20231226145308-01.jpeg

IMG20231226145633-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :


আমরা প্রথমে গিয়েই আখের পালা থেকে আখে নিয়ে খেতে শুরু করি। এভাবে মাঠে কি আখ খাওয়ার মজাটাই আলাদা। আমাদের এখন আখের রস খাওয়ার পালা তাই মেশিনটা বন্ধ ছিল ওটা ঠিকঠাক করে স্টার্ট দিয়ে কিছু ভালো ভালো কিছু আঁখ বাছাই করে ওগুলো মারাই করতে হবে। অনেকগুলা বাছাই করে মাড়াই করা হলো রস অনেক হয়েছিল তবে আমি খাইনি। আখের রস খেজুরের রস এইগুলো সকাল-সকাল কনকনে শীতের মধ্যে খেতে বেশি মজা লাগে এবং বেশি মিষ্টি লাগে। যেহেতু আজকে আমাদের প্লান পদ্মা নদীর ধারে যাব তাই এখানে আর সময় না কাটিয়ে বাইক নিয়ে মেঠো পথ ধরে এগিয়ে চলছে পদ্মা নদীর দিকে।


IMG20231226153416-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

বেশ কিছু সময়ে বাইক রাইড করার পর আমরা চলে আসলাম পদ্মা নদীর ধারে। এখন যেহেতু শীত মৌসুম তাই নদীতে তেমন পানি নেই এবং পানির কালারটাও অন্যরকম ।বর্ষার সময়ে পানির কালার পুরা ঘোলাটে হয়ে যায় এবং নদীতে প্রচুর স্রোত থাকে। এখন নদীটা ফুরায় নীরব মাঝে মাঝে কিছু জায়গায় বালি চর জেগে উঠেছে। আমরা শুধু একটি বড় নৌকা দেখতে পেয়েছিলাম সেখানে পাটকাঠি ভর্তি করে রেখেছে। এই নৌকায় যারা সাজা ছিল তাদের সাথে কথা বলে জানতে পারলাম পাটকাঠি গুলো ঢাকা নারায়ণগঞ্জে যাবে।

আমরা আর আজকের এখানে বেশি সময় ঘোরাঘুরি করব না। সূর্য অস্ত যাওয়ার আগে আমাদেরকে চলে যেতে হবে অন্য একটি এলাকায় কারণ রাতে আমাদের পিকনিক আছে। শীতের বিকালটা বেশ ভালো ছিল এমন পরিবেশে অনেকদিন পর সময় কাটাতে পারলাম। আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পোস্টে অন্য কোন গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।


আমি কে !

IMG_20231120_103032_225.jpg

আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।

standard_Discord_Zip.gif

Sort:  
 7 months ago 

শীতের বিকালের অপরূপ সৌন্দর্য ও খুব সুন্দর অনুভূতি শেয়ার করেছেন। বর্ষাকালে যেই জায়গা প্লাবিত হয়ে পলিমাটি জমা হয় সেই জায়গায় শীতকালে খুব সুন্দর সবজি চাষ করা হয়। সরিষা ফুলের এত বিশাল জমি দেখে মুগ্ধ হয়ে গেলাম। এছাড়া আখ মাড়াই দেখে সেখান থেকে খাঁটি রস খেতে ইচ্ছে করছিল। এই দৃশ্য গুলো কত দিন হয়েছে দেখা হয়না। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া শীতের বিকালের এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 7 months ago 

অনেক ভালো মুহূর্ত কাটিয়েছিলাম আমরা। খেতে বেশ মজা লাগছিল এই যদি সকালে খেতাম আরো বেশি মজা হত। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

 7 months ago 

সত্যি শীতের বিকালে অপরূপ প্রাকৃতিক দৃশ্যের ভেতরে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। সামনে এরকম মজা আবার হবে বন্ধু। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

মজাই মজা প্রকৃতির মধ্যে ঘুরে বেড়ানোটাই অনেক বেশি মজা ‌। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

 7 months ago 

গ্রাম বাংলার এক অপরূপ ঐতিহ্য ফুটিয়ে তুলেছেন আজকের এই পোষ্টের মাঝে। যেখানে আখ ক্ষেতে মাঝখানে রস জ্বাল দিয়ে গুড় করার সেই অপরূপ দৃশ্যটা দেখতে পারলাম। শীতের সকালে এই জায়গায় গিয়ে রস খেতেও বেশ ভালো লাগে গরম গরম আখের রস। তবে দুর্ভাগ্য হলেও সত্য আমাদের এই দিকে কিন্তু হাত নেই। পুরনো দিনের স্মৃতি যেন খুঁজে পেলাম এখানে।

 7 months ago 

গ্রাম বাংলার প্রকৃতির মধ্যে ঘুরে বেড়াতে অনেক বেশি ভালো লাগে ‌ মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

 7 months ago 

প্রাকৃতিক সৌন্দর্যের সব গুলো ফটোগ্রাফি অসাধারণ সুন্দর হয়েছে। সরিষা ফুলের ক্ষেত আখ ক্ষেত,নৌকা,আখের রস থেকে গুড় তৈরি অসাধারণ সুন্দর সব দৃশ্যের ফটোগ্রাফি করে শেয়ার করেছেন। ধন্যবাদ খুব সুন্দর করে ফটোগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 7 months ago 

আমার পোস্টটি আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম ‌। অনুপ্রেরণামূলক মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60482.94
ETH 2613.04
USDT 1.00
SBD 2.63