কবিতা||শিশুর সমাজ|| ১০% লাজুক খ্যাকের জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


children-1822704_640.webp
Source


প্রতিটি মানুষ শিশুকালের মাধ্যমে জীবনের সংগ্রামের পথে এগিয়ে যায়। যেটা তার জীবনের প্রথম যুদ্ধের মাধ্যমে শিশুদের বেড়ে ওঠায় জীবনের অনেক দূর এগিয়ে যেতে হয়। যেটা বাবা মায়ের হাত ধরে। বাবা মা তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে লেখাপড়ার দিকে অগ্রসর করতে চেষ্টা চালায়। শিশুকালে সবাই খেলাধুলার উপর বেশি পছন্দ করে আমার ক্ষেত্রেও তেমনটা কিন্তু বাবা-মায়ের স্বপ্ন পূরণের লক্ষ্যে লেখাপড়ার উপর বেশি প্রভাব ফেলতে হয় ।তাই খেলাধুলা টাকে একটু অপছন্দের দিকেই পড়ে যায় ।হয়তো বাবা মা কখনো সন্তানের মনের অনুভূতির গল্প খেলাধুলার আগ্রহ শোনার অপেক্ষা রাখে না। আমার কাছে সেই স্মৃতি বিজড়িত অতীতের শিশুর জীবনের গল্প কাহিনী কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে

শিশুর সমাজ


স্কুল , টিউটর , কোচিং এর পর
আজকাল শিশুদের নেই অবসর ।
হয়নাতো খেলাধুলা , নেই বিনোদন
বই নিয়ে ব্যস্ততা শুধু সারাক্ষণ ।
ঘড়ি দেখে বিশ্রাম , ঘুম আর খাওয়া
পুরোপুরি বন্ধ যে মাঠে- ঘাটে যাওয়া ।
বড় হতে হবে তাই পড়া আর পড়া
বই ছেড়ে একটুও নেই নড়াচড়া ।
মানসিক বিকাশের রুদ্ধ যে পথ
জীবনের গতি তাই হয়ে আসে শ্লথ ।
পিতা - মাতা , গার্ডিয়ান আর টিউটর
রাখেনা তো শিশুদের মনের খবর ।
শিশু মন বিনোদন পায় না তো আজ
শিশুকে দিতে হবে শিশুর সমাজ ।


standard_Discord_Zip.gif

Sort:  
 3 years ago 

হয়নাতো খেলাধুলা , নেই বিনোদন
বই নিয়ে ব্যস্ততা শুধু সারাক্ষণ ।
ঘড়ি দেখে বিশ্রাম , ঘুম আর খাওয়া
পুরোপুরি বন্ধ যে মাঠে- ঘাটে যাওয়া ।

লাইনগুলো বেশ ভালো লেগেছে বিশেষ করে দারুণ ছন্দের মিল ছিল এবং বাক্যগুলোর মধ্য বিশেষত্ব আছে।

 3 years ago 

আমার কবিতা আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য

 3 years ago 

আপনাকেও স্বাগতম ভাইজান 💚

 3 years ago 

আজকাল শিশুরা বই নিয়ে ব্যস্ত থাকে না,ব্যস্ত থাকে ইলেকট্রিক ডিভাইস। বিশেষ করে মোবাইল নিয়ে।অনলাইন এ ক্লাসের অজুহাতে এখন মোবাইল ছাড়া কোন কথা নাই। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আজকাল শিশুরা বই নিয়ে ব্যস্ত থাকে না,ব্যস্ত থাকে ইলেকট্রিক ডিভাইস।

ঠিক বলছেন এখন সবাই মোবাইলে আসক্ত হয়ে গেছে। আপনার গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ

 3 years ago 

image.png


ভাই বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি একদম যুগোপযোগী ছিল। বর্তমানকালের শিশুরা না ঠিকমতো খেলতে না, হচ্ছে তাদের মানসিক বিকাশ। তারা নির্দিষ্ট কিছু কিছু নিয়ম কানুনের মধ্যে আবদ্ধ রয়েছে। সুন্দর এই কবিতাটি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।


image.png

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এখনকার শিশুরা খেলাধূলা খুব কম করে। অসংখ্য ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য

 3 years ago 

আপনি খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন।

নেই বিনোদন
বই নিয়ে ব্যস্ততা শুধু সারাক্ষণ ।

আপনার কবিতার এই কথাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া এখনকার বাচ্চারা একদম কোনো খেলতে পারে না। মা-বাবার সপ্ন পূরণের জন্য সারাদিন লেখা পড়া নিয়ে বসে থাকতে হয়।
শিশুর সমাজ নিয়ে কবিতা অসম্ভব সুন্দর হয়েছে ভাইয়া। আর হ্যা এই কবিতায় প্রতিটা শিশুর মনের কথা তুলে ধরেছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68331.57
ETH 2650.11
USDT 1.00
SBD 2.69