একটি সুন্দর শীতের সকাল সাথে খেজুরের রস। ১০% লাজুক খ্যাকের
আজকে আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করব গল্পটি একটি শীতের সকাল নিয়ে। আর শীতের সকাল মানে খেজুরের রস খাওয়ার আনন্দ সে যতই হোক না কেন খেজুর রস যেন খেতেই হবে। আমাদের এলাকায় খেজুর রস পাওয়া যায় কিন্তু তা সব সময় খোঁজ রেখে খাওয়া সম্ভব হয় না। তাই ভাবলাম আমাদের শহর কুষ্টিয়াতে নিয়মিতই খেজুরের রস পাওয়া যায়। খেজুরের রস খাওয়ার জন্য ছুটে চলে গেলাম কুষ্টিয়াতে। আবার ভাববেন না আমি সকালে কুষ্টিয়াতে খেজুর রস খেতে গিয়েছি। আমি আগের দিন রাতে কুষ্টিয়াতে গিয়েছিলাম এবং সেখানে একটি মেসে রাত কাটিয়েছি কত স্মৃতি এ কুষ্টিয়াকে নিয়ে এত সহজে কেমনে ভুলতে পারি।
যাওয়ার সময়
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/modification.chimes.drapery
যেহেতু খেজুর রস খাবো আর খেজুর রস খাইতে হলে অনেক সকালে যেতে হয় নাহলে খেজুরের রস পাওয়া যায় না। কারণ খেজুর রস খাওয়ার জন্য সকাল-সকাল প্রচুর মানুষের ভিড় জমে। তাই আমরা সকাল ছয়টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সাড়ে ছয়টার দিকে মোটরসাইকেল নিয়ে বের হয় খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে। আমি যেখানে ছিলাম ওখান থেকে খেজুর রস খাইতে যেতে হলে সাত থেকে আট কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। এইতো বুঝতে পারছেন শীতের সকালে মোটরসাইকেল চালানো টা কত কষ্ট। কিন্তু রস তো খেতেই হবে তাই সকল কষ্ট কে উপেক্ষা করে রস খাওয়ার উদ্দেশ্যে রওনা করি।
কুয়াশাচ্ছন্ন সকাল
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/modification.chimes.drapery
দীর্ঘসময় মোটরসাইকেল চালানোর পরে অনেক পথ অতিক্রম করে কুয়াশার মধ্য দিয়ে তারপর খেজুরের রস যেখানে বিক্রি করে ওইখানে পৌঁছায়। গিয়ে দেখি অনেক লোকের ভিড় জমে গিয়েছে আর যেখানে রস বিক্রি করে সেখানে লোক দেখতে পাচ্ছি না। তাই হুট করে মন খারাপ হয়ে গেল কিন্তু আমরা খুজতে থাকলাম তাহারা কোথায়।
হাড়িতে খেজুরের রস বহন করছে।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/modification.chimes.drapery
মোটরসাইকেল নিয়ে আস্তে আস্তে পথে এগোতে থাকে এবং হঠাৎ দেখা মেলে কাছ থেকে খেজুরের রস গাছ থেকে নামাচ্ছে দেখে মনটা আনন্দে ভরে গেল।
সবার মাঝে রস পরিবেশন করছে
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/modification.chimes.drapery
তারপর ওই লোক গুলা তাদের গন্তব্য অর্থাৎ যেখানে বসে রস বিক্রি করে সেখানে আসে এবং তারা গ্লাসে করে এক এক করে সবাইকে রস দিতে থাকে। প্রতি গ্লাস রস মাত্র 10 টাকা করে সবাই 2-3 গ্লাস করে রস খাচ্ছে। আমি মাত্র এক গ্লাস রস খেয়েছিলাম।
সূর্যের দেখা
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/modification.chimes.drapery
রস খাওয়া শেষ করে হঠাৎ সূর্যের দেখা মেলে। আমরা যখন গিয়েছিলাম চারিদিকে ঘন কুয়াশায় ভরে ছিল যার কারণে সূর্য দেখা যাচ্ছিল না তাই সূর্য কুয়াশা ভেদ করে যখন আমাদের চোখে ধরা পড়ে ওই সময়টা অনেক ভালো লাগছিল। সময়টা উপভোগ করার জন্য আমরা মোটরসাইকেল নিয়ে আবার ওই পথ ধরে এগোতে থাকি সূর্য গাছগুলোর মাঝ দিয়ে দেখা যাচ্ছিল।
ফটোগ্রাফি।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/modification.chimes.drapery
আমি ওই সময় কিছু ফটোগ্রাফি করি। যেমন খেজুর গাছে হাড়ি ঝুলানো এবং কিছু হাড়ি মাটিতে রেখে দিয়েছে আর সূর্যের সৌন্দর্য উপভোগ করি।আমরা তারপর আমাদের রুমের উদ্দেশ্যে রওনা করি।
আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।














https://twitter.com/rahul00m/status/1479850832656941059?t=mZNlSFuLFj0rkI7kmwVUtw&s=19
ভাই আপনার শীতের সকালের ঘুরাগুরির পোস্ট
অনেক সুন্দর লাগেছে।আর শীতের সকালে গাছ থেকে খেজুরের রস পেরে খাওয়ার মজাই আলাদা।
জ্বি খুব মজা।আপনার মতামতের জন্য ধন্যবাদ
কিরে ভাই এত কষ্ট করে গেলেন মাত্র এক গ্লাস রস খেলেন এটা কিন্তু ঠিক হল না। আপনার আরেকটু বেশি করে রস খাওয়া উচিত ছিল। আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানুষের লক্ষ ও শক্ত মনোবল। আপনি আগের দিন আপনার লক্ষ্য ঠিক করেছিলেন কুষ্টিয়া থেকে রস খাবেন এবং সেটা করে ছাড়লেন। এভাবেই জীবনের লক্ষ্যে এগিয়ে যান দোয়া রইল। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর একটি সকালের আনন্দঘন মুহুর্ত গুলো শেয়ার করার জন্য।
রসটা বেশি মজা ছিলো না তাই এক গ্লাস খেয়েছিলাম
আমার মনে হয় গ্রাম অঞ্চলে এবং শীতের সৌন্দর্য উপলব্ধি করার সময় হচ্ছে সকালবেলা । সকালবেলায় যখন খেজুরের রস পান করা হয় কতই না ভাল লাগে। খেজুরের রস আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের। আপনাকে অসংখ্য ধন্যবাদ শীতের সকালে আপনি খুব সুন্দর ভাবে আপনার অনুভূতি এবং খেজুরের রস খাওয়ার অনুভূতি আমাদের মধ্যে তুলে ধরছেন।
জ্বি আপু শীতের মজা গ্রামেই বেশি পাওয়া যায়।আপনার মতামতের জন্য ধন্যবাদ।
শীতের সকালে খেজুরের রস খাওয়ার মজাই আলাদা। কুয়াশাচ্ছন্ন সকাল, চারিদিকে ঘোলা পরিবেশ, কনকনে শীত আর তারই মাঝে খেজুরের রস আহহ!! খুবই সুন্দর একটি অভিজ্ঞতা আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। ধন্যবাদ আপনাকেআপনার গঠনমূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ওয়াও খুব লোভনীয় একটি রস খেজুরের রস্। খেজুরের রস্ খেতে অনেক মজা লাগে এই শীতের সকালে। ঠান্ডা ঠান্ডা এবং রসে্র একটি গন্ধ আমার কাছে খুবই ভালো লাগে। আপনি সুন্দর সকাল উপভোগ করেছেন সেই সাথে। খেজুরের রস্ খাওয়া সম্পর্কে সুন্দর উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
শীতের সকালে রস খাইলে শীত আরো বেশি লাগে তারপর ও আলাদা একটি ফিল কাজ করে।আপনার মতামতের জন্য ধন্যবাদ।
খেজুরের রস আমার বেশ পছন্দ। হা শীতের দিনে খেজুরের রস খাওয়ার মজাই আলাদা। সত্যিই অসাধারণ একটি সকাল কাটিয়েছেন আপনি। আর ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মুহুর্ত শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল আপনার প্রতি।