কবিতা||এদেশ আমার||১০% লাজুক খ্যাকের জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ -২৩শে ফাল্গুন| ১৪২৮ বঙ্গাব্দ |মঙ্গলবার| বসন্তকাল|


borders-2099198_640.png
Source


আজকে আপনাদের সামনে কবিতা নিয়ে হাজির হলাম কবিতার নাম এ দেশ আমার। কবিতা সম্পর্কে তেমন কিছুই বলার নেই কিন্তু তারপরও বলতে ইচ্ছে হচ্ছে।দেশপ্রেম হল এক ধরনের বিশুদ্ধ আবেগ যা মানুষকে কর্তব্যপরায়ণ ও দায়িত্বশীল করে তোলে। দেশের স্বাধীনতা রক্ষায় আত্মত্যাগে উদ্বুদ্ধ করে এবং দেশের মানুষের সেবায় উৎসাহিত করে।আমাদের দেশটা অর্জিত হয়েছে অনেক ত্যাগের বিনিময়ে।

এদেশ আমার

এদেশ আমার
শেরে বাংলার গণতন্ত্রের কথা ,
এদেশ আমার
সারা বাংলার মজলুম জননেতা ,
এদেশ আমার ,
৭ ই মার্চের বঙ্গবন্ধুর ভাষন ,
এদেশ আমার
৭১ এর অত্যাচারী শাষন
এদেশ আমার
বীর মুক্তিযোদ্ধাদের জাতীয় চেতনা
এদেশ আমার
কাজী নজরুলের বিদ্রোহী কবিতা ,
এদেশ আমার
ভাষা শহীদের ফিরিয়ে আনা ভাষা ,
এদেশ আমার ,
আব্দুল আলীমের পদ্মা সর্বনাশা ,
এদেশ আমার
জয়নুলের আঁকা দূর্ভিক্ষের ছবি ,
এদেশ আমার
সুকান্তের ন্যায় কিশোর কবি।


আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পোস্টে অন্য কোনো গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।


standard_Discord_Zip.gif

Sort:  

আপনার কবিতা আমার খুব ভালো লেগেছে।এদেশ আমার আপনার সকলের।আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনার গঠনমূলক মন্তব্য করার জন্য

 3 years ago 

দেশাত্মবোধক কবিতাটা দারুন লিখেছেন ভাই । ছন্দ মিলিয়ে প্রতিটি চরণ একদম ভালো ছিল। যদি একটু সঙ্গে করে আবৃত্তি করে শোনাতেন তাহলে অত্যন্ত দারুন হত। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

কবিতা আবৃত্তি কখনো করিনি তো ইনশাল্লাহ পরবর্তীতে চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ আপনার মতামত প্রকাশ করার জন্য

 3 years ago 

আপনার কবিতাটা বেশ ভালো হয়েছে।আমাদের দেশ বাংলাদেশ নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।ভালো ছিলো।পুরো কবিতাটাই সুন্দর। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার কবিতা ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম অসংখ্য ধন্যবাদ আপনার মতামত প্রকাশ করার জন্য

 3 years ago 

সারা বাংলার মজলুম জননেতা ,
এদেশ আমার ,
৭ ই মার্চের বঙ্গবন্ধুর ভাষন ,
এদেশ আমার
৭১ এর অত্যাচারী শাষন
এদেশ আমার

কবিতাটি সত্যি অনেক মনমুগ্ধকর ছিল । এই দেশ আমাদের কোন বিপদ আসলে এই দেশকে রক্ষা করবো আমরাই। ধন্যবাদ ভাই চমৎকার এই কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অবশ্যই ভাই এদেশ আমাদের কোন বিপদ আসলে আমাদেরকে রক্ষা করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনার মতামত প্রকাশ করার জন্য

 3 years ago 

বাহ কবিতা টা অসাধারণ লিখেছেন। একেবারে সত্যি বলেছেন এদেশ আমার আপনার প্রতিটা সাধারণ মানুষের। আপনার কবিতাটা পড়ে জেমসের বাংলাদেশ গানটা মনে করিয়ে দিলেন। অনেক ভালো লিখেছেন। আপনার জন্য শুভকামনা।।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য

 3 years ago 

স্বদেশ নিয়ে স্বল্প ভাষায় ছন্দের সুন্দর তাল মেলে অসাধারণ একটি কবিতা লিখেছেন আপনি। কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো আমার কাছে। এবং অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে উপহার দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। মাঝে মাঝে এরকম সুন্দর কিছু কবিতা আপনার কাছ থেকে আমরা আশা করছি।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 110687.80
ETH 4419.29
SBD 0.83