রাতের ট্রেন ভ্রমন।||২৪-০৮-২০২১||ঢাকা থেকে চট্টগ্রাম।( beneficiary 10% @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


অনেক দিন পর ট্রেন ভ্রমন তাও আবার সারা রাত ধরে অনেক আনান্দের ব্যপার।বাংলাদেশে লকডাউন এর কারণে তেমন কোথাও ঘুরতে যাওয়া হয় নি এতদিন তাই হঠাৎ আমরা একটা ভ্রমণের প্ল্যান করি। আমাদের ভ্রমণের কিছুটা অংশ থাকবে ট্রেন ভ্রমণ আমাদের সফরসঙ্গী ছিলাম আমরা সাতজন আমাদের ট্রেন ভ্রমণ টি হবে রাতে চলুন ট্রেন ভ্রমণ এর কিছু গল্প আপনাদের মাঝে শেয়ার করা যাক।


IMG20210824205320_00-01.jpeg


ষ্টেশনে যাওয়ার সময়।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/sends.headline.washroom


আমরা যাত্রা শুরু করি ঢাকা বিমানবন্দর রেল ষ্টেশন থেকে।আমাদের ট্রেনের টাইম ছিল 9 টা 20 মিনিটে কিন্তু ট্রেন একটু দেরি করে আসে।
9:50 এ ট্রেন স্টেশনে এসে পৌঁছায়।


IMG20210824211219_00-01.jpeg


ষ্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/sends.headline.washroom


আমরা ট্রেনের জন্য আগে থেকেই স্টেশনে বসে বসে অপেক্ষা করছিলাম। অনেক অপেক্ষার পরে ট্রেন স্টেশনে আসে এবং আমরা খুব আনন্দিত হয় কারন অনেকদিন পর সেই ট্রেন ভ্রমন করবো আর ট্রেন ভ্রমণ অনেক মজার।


IMG20210824210848_00-01.jpeg


ট্রেন।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/sends.headline.washroom


তারপর আমরা ট্রেনে উঠি এবং যার যার সীটে গিয়ে বসি। তারপর আমরা আমাদের যাত্রা শুরু করি। যাত্রা শুরুর সময় ট্রেনের ভিতরের লোকেরা কিছু সতর্কবাণী দেয় যে জানালার পাশে ফোন না রাখতে। কারন ফোন জানালার পাশে বসে ব্যবহার করলে বাইরে থেকে যে কেউ ফোন নিয়ে চলে যেতে পারে।


IMG20210824215553_00-01.jpeg


যাত্রা শুরু।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/sends.headline.washroom


তাই আমারা সাবধানতার সাথে আমাদের যাত্রা শুরু করি। ট্রেনের মধ্যে অনেক গল্প করি।একটু বোরিং ফিল হলে হাঁটাহাঁটি করি।আর ট্রেন ভ্রমনের মজাই এইটা খারাপ লাগলে হাঁটাহাঁটি করা যায়।


IMG20210824222023_00-01.jpeg


কফি টাইম।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/town.display.jubilant


তারপর ট্রেনের স্টাফ কফি নিয়ে আসে আমরা সবাই মিলে কফি পান করি।কফি পান করার সময় বাইরে বৃষ্টি হচ্ছে অনেক সুন্দর একটা অনুভুতি কাজ করছিলো।আমারা ট্রেনের মধ্যে ছোট ছোট অনেক খাবার খায়।তারপর রাতে ঘুমিয়ে পরি।আমারা সকাল ৫ টার দিকে আমাদের গন্তব্য চট্টগ্রাম পৌছিয়ে যায়।


IMG20210825050513_00-01.jpeg


যাত্রা শেষ বৃষ্টি শুরু।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/yesterday.shop.bookcases


ট্রেন যখন থামে তখন বাইরে বৃষ্টি হচ্ছিল আমারা কিছুক্ষণ অপেক্ষার পর বৃষ্টির মধ্যেই নেমে পরি।তারপর আমারা ষ্টেশন থেকে চলে যায়।এই ছিলো আমাদের ট্রেন ভ্রমন।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

আপনার ট্রেন ভ্রমণ টা অসাধারণ সুন্দর ছিলো,সত্যিই ট্রেন ভ্রমণ করতে আমাদের সকলেরই ভালো লাগে

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ভ্রমণের ক্ষেত্রে ট্রেন অনেক প্রিয় অনেকের জন্য। আর রাতে ভ্রমণের ক্ষেত্রে ট্রেন অনেকটাই নিরাপদ। কিছুটা দেরি হলেও অনেকটা সময় মতোই আপনি যাত্রা শুরু করতে পেরেছেন। সোনার বাংলা এক্সপ্রেস মনে হচ্ছে?

 3 years ago 

ধন্যবাদ।

ট্রেন ভ্রমণ সবচেয়ে বেশি আরামদায়ক এবং মজাদার। আপনার ভ্রমণ টি শেয়ার করার জন্য ধন্যবাদ। ছবিগুলো দারুণ হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

আপনার ট্রেন ভ্রমণটা পড়ে খুব ভালো লাগল। বাংলাদেশের ট্রেন দেরিতে আসা স্বাভাবিক বরং নির্দিষ্ট সময়ে আসটাই অস্বাভাবিক। যাইহোক ভালোভাবে ঘুরে আসেন।

 3 years ago 

বাংলাদেশের ট্রেন দেরিতে আসা স্বাভাবিক বরং নির্দিষ্ট সময়ে আসটাই অস্বাভাবিক।

ঠিক বলছেন।

 3 years ago 

🙂🙂

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 96483.87
ETH 3356.14
USDT 1.00
SBD 3.20