ভ্রমণের প্রস্তুতি ||১০% লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • ভ্রমনের প্রস্ততি
  • ২৮, আগস্ট ,২০২৩
  • সোমবার

হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আপনাদের সামনে আবারো হাজির হলাম নতুন একটি পোষ্ট নিয়ে। গত একটি পোস্টে আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম একটি ভ্রমণের খুব প্রয়োজন। আজকের পর্বে ভ্রমণের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। যেহেতু ভ্রমণ করবো ভ্রমণের আগে অনেক ধরনের কাজ থাকে। অনেক কিছু কেনাকাটা করতে হবে সাথে আমাদের ভ্রমণটা হবে মোটরসাইকেল নিয়ে তাই মোটরসাইকেলের মেরামতের একটি ব্যাপার থাকে। আজকে সেটাই আলোচনা করব আপনাদের মাঝে। মোটরসাইকেল ভ্রমণের অনেক গুরুত্বপূর্ণ বিষয় হলো মোটরসাইকেলের ফিটনেস ঠিক আছে কিনা।


IMG20230826220540-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

তাই ভ্রমণের যাওয়ার আগে মোটরসাইকেলটি আমি মেইনটেনেন্সের জন্য একটি গ্যারেজে নিয়ে যাই। সেখানে গিয়ে প্রথমে মোটরসাইকেলটাকে সুন্দরভাবে ওয়াশ করায় তারপর মোটরসাইকেলের বিভিন্ন ধরনের কাজ যেমন টায়ারের এয়ার প্রেসার ঠিক আছে কিনা, সমস্ত প্রকার নাট ঠিকঠাক মতো টাইট আছে কিনা, যেমন গলার বল রেসার, সামনে ব্রেকপ্যাড এবং চেন ঠিক আছে কিনা সবগুলো চেকআপ করাতে হয়। প্রথমে আমি বাইকটা ধৌত করার পর টায়ারে এয়ার প্রেসারটা চেকআপ দেই এবং ঠিকঠাক মেপে তারপর বাইকের চেনটা লুজ ছিল সেটা সঠিক মেজারমেন্ট অনুযায়ী ঠিক করি। তারপর সামনের চাকার ব্রেক প্যাড দেখি ক্ষয় হয়ে গিয়েছে ওটা চেঞ্জ করি। এগুলো করতেই হবে লং টুর এর ক্ষেত্রে এগুলো অনেক গুরুত্বপূর্ণ। বাইকের মেইনটেন্যান্স কোন ত্রুটি রাখা যাবে না। এটা আমাদের সেফটির জন্য অনেক প্রয়োজনীয় একটি কাজ। বাইকের কাজ মোটামুটি শেষ করে আমি এবং আমার বন্ধু কেনাকাটা করার জন্য ঢাকা নিউমার্কেটে যায়।


IMG20230827153401-01.jpeg

IMG20230827155320-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

ট্যুরের আগে অবশ্যই কিছু কেনাকাটা করার প্রয়োজন আছে। আমরা নিউমার্কেটে অনেক সময় ঘোরাঘুরি করি এবং আমাদের প্রয়োজন অনুযায়ী জিনিসপত্র ক্রয় করে বাসায় আসি। যেহেতু আমাদের ট্যুরটা সিলেট সুনামগঞ্জ এইদিকে হবে তাই এদিকে প্রচুর পানি অর্থাৎ হাওর এলাকা হওয়াতে আমাদের পানির মধ্যেই ঘুরতে হবে।


IMG20230822163326-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

সেজন্য মোবাইলের সেফটির কথা বিবেচনা করে দুইটা ওয়াটার প্রুফ মোবাইল ব্যাগ দারাজ থেকে অর্ডার করি। দারাজে অর্ডার করার কিছু দিনের মধ্যেই প্রোডাক্টটি হোম ডেলিভারি দিয়ে যায়। ট্যুরের জন্য স্বাস্থ্য কথা বিবেচনা করে বিভিন্ন ধরনের ওষুধ ও সাথে নিতে হয় কারণ হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারি। তাই প্রয়োজনীয় কিছু ওষুধ সাথে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যেহেতু বাইক ট্যুর দেব বাইকের রোদের মধ্যে যাতে না পুরতে হয় তাই ভোর পাঁচটার দিকে ভ্রমণের উদ্দেশ্যে বের হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। মোটামুটি এই ছিল ভ্রমণের আগে কিছু প্রাথমিক প্রস্তুতি। পরবর্তী পোস্টে আপনাদের মাঝে শেয়ার করব ভ্রমণের কাহিনী গুলো ইনশাআল্লাহ সেই পর্যন্ত সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে।


standard_Discord_Zip.gif

Sort:  
 last year 

মোটরসাইকেল একটি যান্ত্রিক জিনিস। যা প্রতিদিন মেইনটেনেন্সের করার করতে হয়। আর দূরে যদি কোন ট্যুরে যেতে হয় সে ক্ষেত্রে অবশ্যই মোটরসাইকেল চেকআপ করে নিতে হবে। দুর্ঘটনার কথা বলা যায় না কখন কি হয়ে যায়। ভাই আপনি খুব সুন্দর কাজ করেছেন। যেহেতু আপনি ভ্রমণের জন্য জন্য প্রস্তুতি নিয়েছেন যেহেতু আপনাকে অবশ্যই গাড়িটি মেইনটেনেন্সের করতে হবে।

 last year 

কি ভাই বাইক ট্যুরের আগে অবশ্যই বাইকের মেন্টেনেন্স টা অনেক গুরুত্বপূর্ণ। বাইক নিয়মিত মেইনটেনেন্স না করলে যে কোন সময় সমস্যার মধ্যে পড়তে হতে পারে

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65725.56
ETH 2673.18
USDT 1.00
SBD 2.90