ইউটিউব ভিলেজে কিছু সময়। ||১০% লাজুক খ্যাকের জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আজ -২৩ মাঘ | ১৪২৮ বঙ্গাব্দ | রবিবার| শীতকাল|


IMG_20220206_142716.jpg

আজকে আপনাদের সামনে উপস্থাপন করব আমাদের ছোট্ট একটি ভ্রমণ কাহিনী। আমি এবার ভ্রমণ করেছিলাম একটি গ্রামে ।গ্রামের নাম ইউটিউব ভিলেজ। ইউটিউব ভিলেজ নাম হওয়ার কারণ হল এখানে কিছু ছেলেরা রান্নাবান্না করে সে ভিডিও গুলো ইউটিউবে আপলোড করতো। তারপর সেখান থেকে কিছু ভিডিও ভাইরাল হয়ে যায় তখন থেকে তারা চিন্তা করে এটা বড় পরিসরে করলে কেমন হয়। তাই তারা এই কাজটাকে অনেক বড় পরিসরে শুরু করে এবং প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আপলোড করেন। তাদের এই ভিডিও আপলোডের মাধ্যমে একসময় এই গ্রাম টা অনেক জনপ্রিয় হয়ে ওঠে এমনকি টেলিভিশনে নিউজ পর্যন্ত হয়। তারা অনেক ধরনের কাজ করে থাকেন যেমন প্রচুর মাছ পুকুর থেকে মেরে সেগুলো এলাকাবাসী সবাই মিলে রান্না করে খাওয়া দাওয়া করেন। এভাবে অনেক মুরগি এবং ছাগল সবাই মিলে রান্না করে খাওয়া দাওয়া করে। এবং এগুলো ইউটিউবে আপলোড করেন এই থেকে এই গ্রামটির নাম হয়েছে ইউটিউব ভিলেজ। চলুন তাহলে আমার ভ্রমণ-কাহিনী শুরু করা যাক।

ইউটিউব চ্যানেল

অনেকদিন ধরেই ভাবছিলাম ইউটিউব ভিলেজ এ ঘুরতে যেতে হবে তাই হঠাৎ করেই সিদ্ধান্ত গ্রহন করলাম। এবারের ভ্রমণ সাথী আমি এবং আমার সাথে অন্য একজন ছিল এবারে ভ্রমণ সাথী অনেক কম ছিল। আমি মটরসাইকেল নিয়ে বের হয়ে যায় ভ্রমণের উদ্দেশ্যে আমাদের এলাকা থেকে 10 থেকে 15 কিলোমিটার দূরে সেই কাঙ্খিত ইউটিউব ভিলেজ।


IMG20220201153846_00-01.jpeg


যাত্রা পথে
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/shale.lavish.waterfalls


গ্রামের মেঠো পথ দিয়ে আমরা ধীরে ধীরে এগোতে থাকি ইউটিউব ভিলেজ এর দিকে। আমরা এর আগে এই এলাকাতে আসিনি এবং ইউটিউবে ভিলেজটা চিনিনা তাই এলাকার লোকজনের কাছে জিজ্ঞেস করে করে আমরা কাঙ্খিত ইউটিউব ভিলেজে পৌঁছায়। ইউটিউব ভিলেজে পৌঁছানোর পর দেখি ভিডিওতে যেভাবে দেখেছিলাম অর্থাৎ যেখানে যেখানে রান্না করে সে জায়গা গুলো দেখতে পাই। এই গ্রামে ইউটিউব পার্ক নামে একটি পার্ক তৈরি করেছে তাই আমরা সে পার্কের দিকে এগোতে থাকি।


IMG20220201154834_00-01.jpeg


ইউটিউব পার্কের লাভ পয়েন্ট
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/////coffeemaker.boundless.uncoupled


পার্কে ঢুকতেই প্রথমে দেখা যায় বাঁশ দিয়ে তৈরি লাভ পয়েন্ট। সেটা দেখতে অনেক আকর্ষণীয় আমরা সেখানেই যায় এবং কিছু সময় পার করি এবং আস্তে আস্তে ইউটিউব পার্কের ভেতরের দিকে এগোতে থাকি।


IMG_2987-01-01.jpeg

IMG20220201162643_00-01.jpeg


ঘোড়ার গাড়ি
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/////coffeemaker.boundless.uncoupled


তারপর আর একটু এগোতেই দেখা মেলে বাশ এবং খড়ের তৈরি ঘোড়ার গাড়ি। গাড়ি টা দেখতে বেশ চমৎকার তাই গাড়িতে বসে একটি ছবি উঠায়। তারপর আমরা ইউটিউব পার্কের ভেতরের দিকে এগোতে থাকি সেখানে নতুন করে সাজানো হচ্ছে লাগানো হচ্ছে বিভিন্ন ধরনের ফল গাছ এবং লাগানো হয়েছে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অনেক ধরনের সৌন্দর্যবর্ধক গাছ।


IMG20220201161517_00-01.jpeg

IMG20220201161016_00-01.jpeg


ইউটিউব পার্কের সৌন্দর্য বৃদ্ধির কাজ চলছে
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/////coffeemaker.boundless.uncoupled


যেহেতু এই ইউটিউব পার্কটার নতুন শুরু করছে তাই এরিয়াটা তেমন বেশি বড় এখনো হয়নি। তারপর ইউটিউব পার্কের ভিতর দিয়ে এগোতে এগোতে একটি পুকুর পাড়ে যাই।


IMG20220201160203_00-01.jpeg

IMG20220201155411_00-01.jpeg

IMG20220201155847_00-01.jpeg


পুকুরের মাঝে তৈরিকৃত ঘর।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/////coffeemaker.boundless.uncoupled


পুকুরের পাড়ে যাইতে দেখা মেলে পুকুরের মাঝে বাঁশ দিয়ে তৈরি করে রেখেছে একটি সৌন্দর্যবর্ধক ঘর এবং তার ওপরে বসে থাকার জন্য বাঁশের তৈরি চেয়ার টেবিল তৈরি করে রেখেছে। আমরা দেরি না করে ওইখানে ওঠে এবং কিছু সময় বিশ্রাম গ্রহণ করি এবং সৌন্দর্য উপভোগ করতে থাকে।


IMG20220201155313_00-01.jpeg


কুমির
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/////coffeemaker.boundless.uncoupled


তারপর আমরা ওখান থেকে নেমে এসে অন্য সাইটে দেখি খড় দিয়ে কুমির বানিয়ে রেখেছে ওরকমই দেখবে এবং তার ছবি উঠায় কমিটির গায়ের উপর বসা নিষেধ কারণ কুমিরের গায়ের উপর বসলে ভেঙে পড়ে যাবে। তারপর আমরা কুমির দেখা শেষ করে আস্তে আস্তে এগোতে থাকে এবং একটি স্থানে দেখে তারা বিভিন্ন ধরনের মাছ চাষ করছে আরেক প্রজাতির মাছ দেখে অনেক ভালো লাগলো।তারপর আমরা সবকিছু দেখা শেষ করে। বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। এই ছিল আমার ছোট্ট ভ্রমণ কাহিনী।

standard_Discord_Zip.gif

Sort:  

ইউটিউব ভিলেজে কিছু সময় পার করে স্টিমিট প্লাটফর্মে আপনি পোস্ট করেছেন এটা খুবই ভালো দিক🤪🤪। খুবই সুন্দর সময় পার করেছেন দেখছি তবে আমার কখনো যাওয়া হয়ে ওঠেনি ইউটিউব ভিলেজে এবার বাসায় গেলে দেখি যাওয়ার চেষ্টা করব আপনার পোস্টটি দেখে মনে হচ্ছে এখনই দৌড়ে চলে যায় বাসায় এবং ইউটিউব ভিলেজ থেকে ঘুরে আসি ধন্যবাদ আপনার সুন্দর মুহূর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য

 3 years ago 

বেশ অদ্ভুত নাম তো। তবে জায়গাটি অনেক সুন্দর ইউটিউব এর কোন কনটেন্টের শট নেওয়ার জন্য একদম উপযুক্ত জায়গা। আর আপনার ভ্রমণ কাহিনীটি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

নামটি অনেক অদ্ভুত হলেও এভাবেই সবার কাছে পরিচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য

 3 years ago 

ভাইয়া আপনি খুবই সুন্দর একটি সময় কাটিয়েছেন এবং আপনার তোলা ফটোগ্রাফি গুলো অনেক ভালো হয়েছে। আর আপনি যে স্থানের ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করেছেন এই জায়গাটা খুবই চমৎকার এবং ঘুরে দেখার মত একটি স্থান। আর আপনার পোষ্টের উপস্থাপনা ও ছিল দেখার মত, শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আপনার গঠনমূলক সুন্দর মতামত প্রকাশ করার জন্য

 3 years ago 

আপনি খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। আপনার ফটোকপি গুলো খুবই অসাধারণ ছিল। আপনি পার্কের প্রতিটি জায়গায় সৌন্দর্য উপভোগ করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করে সাথে থাকার জন্য

 3 years ago 

জায়গাটা অনেক সুন্দর এতে কোন সন্দেহ নেই। কৃত্রিম দৃশ্য গুলো অনেক ভালো লেগেছে আমার কাছে। ঘোড়ার গাড়িতে বসে থাকা ছবি টাও অনেক সুন্দর লাগছে। আপনার কাটানো সুন্দর মুহূর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 104435.36
ETH 3867.94
SBD 3.31