বৃষ্টির মধ্য দিয়েই বাড়ি ফেরা।||১০% লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ --১৪ই, শ্রাবণ,|১৪২৯ বঙ্গাব্দ||শুক্রবার||বর্ষাকাল||


যখন মনটা বাড়ি ফিরতে চায় তখন কোন বাধা আটকে রাখতে পারে না। আমি ঢাকাতে ছিলাম হঠাৎ করে ইচ্ছে হলো গ্রামের বাড়িতে যাব যখন বের হব তখন দেখি টিপটিপ বৃষ্টি হচ্ছে আমার সাথে আরেক বন্ধু যাবে বাড়িতে। তাকে ফোন করলাম যে বৃষ্টির কি অবস্থা সে বলল এদিকে নাকি বৃষ্টি হচ্ছে না। আমি ছিলাম ধানমন্ডি আমি ওই টিপ টিপ বৃষ্টির মধ্যেই বাইক নিয়ে বের হয়ে যায় আমার সেই বন্ধু যেখানে আছে সেখানে যায় বৃষ্টিতে ভিজতে ভিজতে।হালকা বৃষ্টিতে বাইক নিয়ে ভিজতে বেশ ভালোই লাগে।বৃষ্টির কারনে আমার বন্ধুর আসতে দেরি হয় আমি একটি স্থানে আশ্রয় নেয়।


IMG20220724121109_00-01.jpeg

IMG20220724120509_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/knees.withdrew.elections

কারন বেশি বৃষ্টিতে ভিজলে অসুস্থ হয়ে যাবো আর যেতে হবে বেশ দুরে। বন্ধুর কাছাকাছি আসতে ভিজে গিয়েছিলাম তাই ভাবলাম আর ভেজা যাবেনা বৃষ্টি কমলেই আমরা রওনা দিব। বৃষ্টি কিছুক্ষণের মধ্যে কমে গেল তারপর আমরা এই ভেজা রাস্তায় ঠান্ডা আবহাওয়া মধ্যে রওনা করি। ওটা বেশ দারুন ছিল এই আবহাওয়াতে বাইক রাইড করতে অনেক মজা লাগছিল। কারণ শীতল বাতাসে গরমের মধ্যে অনেক স্বস্তি নিশ্বাস নেওয়া যায়।


IMG20220724124219_00-01.jpeg

IMG20220724123613_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/knees.withdrew.elections

ধীরে ধীরে দুজনা বাইক নিয়ে এগোতে থাকি সুন্দর রাস্তাতে যেমন গাড়ির চাপ ছিল না আমরা খুব ভালোভাবেই অল্প সময়ের মধ্যেই পৌঁছে যায় ফেরিঘাটে। তবে ফেরি ঘাটে এসে আরেক বিরম্বনা সৃষ্টি হল কারণ ঘাটে ফেরি অনেক কিন্তু গাড়ির অভাবে ফেরিটা লেট করছেন।


IMG20220724152101_00-01.jpeg

IMG20220724152007_00-01.jpeg

IMG20220724150212_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/knees.withdrew.elections

আমরা প্রায় এক ঘন্টা যাবত ফেরীতে বসে থাকি তারপর ফেরিতে গাড়ি দ্বারা পরিপূর্ণ হয় এবং ছেড়ে যায়। ফেরিতে উঠার পর আমরা একদম উপরে চলে গিয়েছিলাম যেখানে পর্যাপ্ত পরিমাণে বাতাস ছিল এবং যখন ফেরি ছেড়ে দিল তখনকার পরিবেশটা বেশ চমৎকার ছিল। চারিদিকে সুন্দর মনোরম পরিবেশ এবং সূর্য এবং মেঘের লুকোচুরি খেলা দেখতে দেখতে আমরা নদী পার হয়ে আসি। আসার পরে ই নদী পার হয়ে আসার পরেই এদিকে প্রবেশ করতেই আবার মেঘের খেলা আকাশটা পুরা কালো হয়ে গেছে । মেঘ আর সূর্যের খেলা দেখতে দেখতে ঠান্ডা বাতাস গায়ের লাগিয়ে আমরা বাসার উদ্দেশ্যে এগোতে থাকি। আমাদের দুপুরের খাওয়া হয়েছিল না তাই আমার বন্ধু সে আবার খুব বিরিয়ানি সে বলল চল বন্ধু বিরিয়ানি খাই। তারপর আমরা দুপুরে খাওয়াটা সেরে আবার বাসার উদ্দেশ্যে রওনা করি। এদিকে আসতেই দেখা মেলে রাস্তার ভিজে গিয়েছে কিছুক্ষণ আগেই হয়তো বৃষ্টি হয়েছে। আমরা রাস্তার মাঝে তেমন বৃষ্টি আর পাইনি এরকম ঠান্ডা আবহাওয়া মধ্য দিয়ে বৃষ্টি ভেজা দিনে বাড়িতে পৌঁছাতে সক্ষম হয়।

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

আমরা যারা শহরে থাকি তাদের কাছে গ্রামের বাড়িতে যাওয়ার আনন্দটা একটু অন্যরকম। এই আনন্দ আসলে বলে বুঝানো যাবে না শুধুমাত্র উপলব্ধি করা যায়। বৃষ্টির মধ্যে বাড়ি ফেরা অন্যরকম এক অনুভূতি । যদিও কিছুটা বিড়াম্বনা হয় কিন্তু সর্বোপরি বাড়ি ফেরার আনন্দটা সবকিছুকে ভুলিয়ে দেয়। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে আপনার পোষ্টটি পড়ে খুব ভালো লাগলো।

 2 years ago 

আমরা যারা শহরে থাকি তাদের কাছে গ্রামের বাড়িতে যাওয়ার আনন্দটা একটু অন্যরকম।

ঠিক বলেছেন।ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 2 years ago 

আসলেই যখন বাড়ি যেতে মন চায়,তখন কোন কিছুই আটকাতে পারে না।আর ঘুরি ঘুরি বৃষ্টিতে ঘোরাঘুরি করার মজাই আলাদা।ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।শুভেচ্ছা নিবেন।

 2 years ago 

আসলেই যখন বাড়ি যেতে মন চায়,তখন কোন কিছুই আটকাতে পারে না।আর ঘুরি ঘুরি বৃষ্টিতে ঘোরাঘুরি করার মজাই আলাদা

ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 2 years ago 

বৃষ্টির কারনে আমার বন্ধুর আসতে দেরি হয় আমি একটি স্থানে আশ্রয় নেয়।

আসলে বৃষ্টি হলে কারো কিছু করার থাকে না ভাইয়া আল্লাহ তাআলার অশেষ নেয়ামতের কারণে বৃষ্টি হয়। বৃষ্টির কারণে বন্ধুদের আসতে একটু লেট হয়েছিল তাই আপনি একটি স্থানে আশ্রয় নিয়ে বসেছিলেন শুনে অনেক ভালো লাগলো ভাইয়া।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 2 years ago 

আসলে অনেকদিন শহরে থাকার পর হঠাত মনে চায় যে বাড়িতে যেতে পারলে মনে হয় ভালো হতো। সেরকমই মনে হয় আপনার এই হঠাৎ মনে চেয়েছিল যে আপনি গ্রামের বাড়িতে যাবেন। আর কেউ ছিলেন এভাবে আসলে মোটরসাইকেলের ভ্রমণ করতে আমারও খুব ভালো লাগে। অনেক রাস্তা একসাথে দুই বন্ধু মিলে গিয়েছেন মজাই করেছেন।

 2 years ago 

সেরকমই মনে হয় আপনার এই হঠাৎ মনে চেয়েছিল যে আপনি গ্রামের বাড়িতে যাবেন।

ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 2 years ago 

আপনার বাড়ি ফেরার গল্পটি পড়ে বেশ ভালো লাগলো একটু একটু খারাপ লেগেছে বৃষ্টির জন্য। আসলে আমরা যারা বাইরে থাকি তাদের অনেকদিন পর বাড়ি ফেরার অনুভূতি থাকে আলাদা। বাড়ি ফেরার দিন সত্যি খুবই আনন্দ লাগে এবং মনে হয় রাস্তা যেন আর ফুরায় না। আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

আসলে আমরা যারা বাইরে থাকি তাদের অনেকদিন পর বাড়ি ফেরার অনুভূতি থাকে আলাদা।

ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.12
JST 0.029
BTC 66433.10
ETH 3607.66
USDT 1.00
SBD 2.69