এসো নিজে করি "কাগজের তৈরি ফুলের তোরা" ১০%লাজুক খ্যাকের জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


20211020_125151-01.jpeg


প্রয়োজনীয় উপকরন


  • কালো ও হলুদ রঙের কাগজ।
  • আঠা
  • কাচি।

কাজের ধারা


IMG20211020115208_00-01.jpeg

  • ধাপ-০১ঃপ্রথমে কালো ও হলুদ রঙের কাগজ নিবো।

IMG20211020120010_00-01.jpeg


  • ধাপ-০২ঃতারপর কালো কাগজটিকে এভাবে মুড়িয়ে নিতে হবে।

IMG20211020120108_00-01.jpeg


  • ধাপ-০৩ঃকালো কাগজটিকে শক্ত করতে ছোট ছোট কাগজের টুকরোগুলো দিয়ে দিবো।

IMG20211020121525_00-01.jpeg

  • ধাপ-০৪ঃহলুদ কাগজকে গোলাকার করে কেটে নিবো।

IMG20211020120429_00-01.jpeg

IMG20211020120608_00-01.jpeg


  • ধাপ-০৫ঃকাগজকে আঠা দিয়ে লাগিয়ে দেবো উপরের চিত্র অনুযায়ী।

IMG20211020121701_00-01.jpeg

IMG20211020121711_00-01.jpeg

IMG20211020121919_00-02.jpeg

IMG20211020121729_00-01.jpeg

IMG20211020121912_00-01.jpeg


  • ধাপ-০৬ঃগোলাকার হলুদ কাগজগুলোকে চিত্র অনুযায়ী কেটে নিবো।

20211020_122805-01.jpeg

20211020_123113-01.jpeg


  • ধাপ-০৭ঃএখন ওই ফুলগুলো আঠা দিয়ে লাগিয়ে দেব। তাহলে একটা ফুলের আকৃতি হবে।

20211020_123353-01.jpeg


  • ধাপ-০৮ঃএখন ফুলকে কালো কাগজ দিয়ে বানানো ওইটার উপর আঠা দিয়ে লাগিয়ে দেবো।

20211020_123554-01.jpeg

20211020_123847-01.jpeg

20211020_124352-01.jpeg

20211020_124644-01.jpeg

  • ধাপ-০৯ঃফুলের তোরার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কাগজ দিয়ে উক্ত চিত্র অনুযায়ী তৈরি করবো।

20211020_125130-01.jpeg


  • ধাপ-১০ঃ এরপর কাগজের তৈরি ফুলের তোরার সাথে ওইটা লাগিয়ে দেবো।
    তাহলেই তৈরি হয়ে গেলো ফুলের তোরা।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

বাহ! খুবই চমৎকার করে এতো সুন্দর একটি ফুলের তোরা বানিয়ে দেখালেন

অনেক সুন্দর হয়েছে আর খুব সহহেই তৈরি করার পদ্ধতিও ধাপে ধাপে দেখিয়ে দিলেন 🥰🥰

 2 years ago 

আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ওয়াও অসাধারণ হয়ছে আপনার কাগজ দিয়ে বানানো ফুলের তোরাটি। হলুদ কালারের ফুলটি খুবই ভালো লাগছে। প্রতিটা ধাপ সুন্দর ভাবে বর্ণানা করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

বাহ ভাইয়া অনেক সুন্দর ভাবে গুছিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন আপনার ফুলের তোড়া টি। যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টে অনেক সুন্দর ছিল। তাই আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

এর আগেও আপনি কাগজের তৈরি অনেক জিনিস আমাদের মাঝে উপহার দিয়েছেন।আপনার হাতের জাদু আছে বলতে হবে।আসলে এগুলো বানাতে অনেক দক্ষ হতে হয়।
শুভকামনা রইলো মামা

 3 years ago 

ধন্যবাদ মামা

 3 years ago 

অসাধারণ ছিল আপনার ফুলের তোড়া। আপনি কালো এবং হলুদ রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে ফুলের তোড়া টি তৈরি করেছেন। অনেক সুন্দর আপনার হাতের কারুকাজ এবং আপনি আমাদের ধাপে ধাপে দেখিয়েছেন। অনেক সুন্দর করে বর্ণনা করেছেন। শুভকামনা রইলো ভাইয়া

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

খুব সুন্দর একটি ফুলের তোড়া তৈরি করেছেন। ফুলের তোড়া টি দেখতে আসল মনে হচ্ছে। রঙিন কাগজের কালার কম্বিনেশন টা অনেক সুন্দর হয়েছে। হলুদ এবং কালো দুটি আমার প্রিয় রং। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি জিনিস শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 3 years ago (edited)

আপনি খুব সুন্দর ভাবে কাগজের তৈরি ফুলের তোরা বানিয়েছেন। যেন অরজিনাল ফুলের তোরা । আপনার কাছ থেকে সব সময় এমন ভালো ভালো কাজ আশা করি

 2 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

অনেক সুন্দর ফুলের তোরা তৈরি করেছেন যা দেখে মুগ্ধ হয়েছি। আপনার ফুলের তোরা দিয়ে আমাকে স্বাগতম জানাতে পারেন ভাইয়া।
সুন্দর পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার বুদ্ধি দেখে তো আমি মুগ্ধ আপনি হলুদ পেপার কাল পেপারের মিশ্রণে খুব সুন্দর ফুলের তোড়া প্রস্তুত করেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে শুভকামনা থাকলো আপনার জন্য

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

এই তোরাটি কাওকে দিলে কিন্তু ভাইয়া একদম খুশি হয়ে যেতো কিন্তু। কারণ একেতো হাতে বানানো তার উপর এতোটা সুন্দর করে বানিয়েছেন। হলুদ, কালো কাগজের কালারের কম্বিনেশন টা আমার কাছে বেশি ভালো লেগেছে।

 2 years ago 

এই তোরাটি কাওকে দিলে কিন্তু ভাইয়া একদম খুশি হয়ে যেতো কিন্তু।

তাহলে দিয়ে দেখতে হবে।

আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.11
JST 0.033
BTC 64275.02
ETH 3139.81
USDT 1.00
SBD 4.14