পেন্সিল ও কালার পেন দিয়ে টিয়া পাখি অংকন। ||১০% লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি পেন্সিলে আঁকা একটি টিয়া পাখির চিত্র । আশা করি আপনাদের ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক।


IMG20220410120803_00-01.jpeg



প্রয়জনীয় উপকরন


  • সাদা কাগজ।
  • একটি পেন্সিল ও রাবার।
  • কালার পেন।

কাজের ধারা


IMG20220410111319_00-01.jpeg

  • ধাপ-০১ঃ প্রথমে পেন্সিল দিয়ে গাছের ডাল অংকন করবো।

IMG20220410113034_00-01.jpeg

  • ধাপ-০২ঃ তারপর গাছের ডালকে সবুজ রং করবো।

IMG20220410113408_00-01.jpeg

  • ধাপ-০৩ঃ এখন গাছের ডালের উপর পেন্সিল দিয়ে টিয়া পাখির সামনের অংশ অংকন করব।

IMG20220410113836_00-01.jpeg

  • ধাপ-০৪ঃ তারপর পা এবং পিছনের অংশ অংকন করব।

IMG20220410114240_00-01.jpeg

  • ধাপ-০৫ঃ এখন টিয়া পাখির ডানা অংকন করবো।

IMG20220410115502_00-01.jpeg

  • ধাপ-০৬ঃ তারপর টিয়া পাখির ঠোল লাল করবো এবং লেজ অংকন করবো।

IMG20220410120327_00-01.jpeg

  • ধাপ-০৭ঃ টিয়াপাখির বডি কালার পেন দিয়ে রং করবো।

IMG20220410120734_00-01.jpeg

  • ধাপ-০৮ঃ এখন টিয়া পাখির লেজ রং করবো।

অংকন হয়ে গেলো টিয়া পাখি। আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পোস্টে অন্য কোনো গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।


standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

হলুদ কালারের টিয়া আগে কখনও দেখিনি আজ আপনার মাধ্যমে দেখে নিলাম। খুব সুন্দর করে আপনি হলুদ কালারের একটি টিয়া অংকন করেছেন। রংটাও খুব নিখুঁত করে করেছেন। অনেক ভালো লাগছে টিয়া পাখিটিকে দেখতে।

 2 years ago 

হলুদ কালারের টিয়া আগে কখনও দেখিনি আজ আপনার মাধ্যমে দেখে নিলাম।

যাক নতুন কালার টিয়া দেখাতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ মতামত প্রকাশ করার জন্য

 2 years ago 

পেন্সিল এবং কালার পেন দিয়ে খুব সুন্দর করে একটি টিয়া পাখি অঙ্কন করেছপন।কালারটা বপশ ভালে হয়েছে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ভালে ছিলো।ধন্যবাদ।

 2 years ago 

আমার অংকন আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। গঠনমূলক মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

পেন্সিল এবং কালার পেন দিয়ে খুব সুন্দর করে একটি টিয়া পাখি অঙ্কন করেছেন।কালারটা বপশ ভালে হয়েছে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ভালে ছিলো।ধন্যবাদ।

 2 years ago 

আমার অংকন আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম গঠনমূলক মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ।।।

 2 years ago 

ভাইয়া আপনি আজকে চমৎকার ভাবে পেন্সিল ও কালার পেন দিয়ে টিয়া পাখি অংকন করেছেন। দেখতে অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

ভাইয়া আপনি আজকে চমৎকার ভাবে পেন্সিল ও কালার পেন দিয়ে টিয়া পাখি অংকন করেছেন।

অসংখ্য ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য

 2 years ago 

খুবিই ভালো একটি আর্ট আমাদের মাঝে নিয়ে আসছেন, আপনার আর্ট এর প্রতিটা ধাপ খুবই দারুন ভাবে আমাদের মাঝে প্রেজেন্ট করছনে,ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর আর্ট শেয়র করার জন্য

 2 years ago 

আমার অংকন আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। গঠনমূলক মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

খুবই সুন্দর একটি টিয়া পাখি অংকন করেছেন মামা।। তবে টিয়া পাখির কালার এরকম হয় কিনা এটা আমার জানা নেই।। আপনার অংকনগুলো বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে।। আপনার জন্য অসংখ্য শুভ কামনা রইল।।

 2 years ago 

তবে টিয়া পাখির কালার এরকম হয় কিনা এটা আমার জানা নেই।।

মনের কালার ই বড় কালার ধরে নাও এভাবেই হয়। ধন্যবাদ মতামত প্রকাশ করার জন্য

 2 years ago 

টিয়া পাখি সাধারণত সবুজ কালারের হয়। হলুদ কালারের টিয়া আপনার আর্টে প্রথম দেখলাম হি হি। আপনি তো অনেক সুন্দর আর্ট করেন ভাই। টিয়া পাখির আর্ট এবং রং করা দুইটাই ভালো ছিল। বেশ চমৎকার লাগছে। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।

 2 years ago 

হলুদ কালারের টিয়া আপনার আর্টে প্রথম দেখলাম হি হি।

নতুন কালারের টিয়া পাখি তো দেখাতে পারছি। মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

বাহ গাছের ডালে বসে থাকা অনেক সুন্দর একটি টিয়া পাখির চিত্র অঙ্কন করেছেন দেখছি। তবে টিয়া পাখির লম্বা লেজ বেশ সুন্দর লাগছে আর যদি টিয়া পাখি সবুজ রঙের হতো তাহলে আরো সুন্দর হতে পারতো। তবে হলুদ রঙের টিয়া পাখি দেখতে একটি ভিন্ন রকম লাগছে।

 2 years ago 

তবে টিয়া পাখির লম্বা লেজ বেশ সুন্দর লাগছে

আপনার গঠনমূলক মন্তব্য প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

ভাইয়া আপনার টিয়া পাখির আর্টটি খুবই সুন্দর হয়েছে। সবুজ ডালে টিয়া কালারের টিয়া পাখি খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনার আর্ট এর প্রতিটি ধাপ দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক নিখুঁতভাবে আর্টটি করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার অংকনটা আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67388.31
ETH 3311.98
USDT 1.00
SBD 2.74