প্রকৃতির মাঝে ইফতার আয়োজন।

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • ইফতার আয়োজন
  • ০৩,এপ্রিল ,২০২৪
  • বুধবার

ইফতার আয়োজন_20240403_121636_0000.png


হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। গ্রামের বাড়িতে আসলে সবাই একসাথে ঘুরাঘুরি করা এবং এদিক-সেদিকের গিয়ে অনেক ধরনের কার্যকলাপ করতে অনেক বেশি ভালো লাগে। আর এখন যেহেতু রমজান মাস চলছে তাই ওইভাবে পিকনিক করা হয় না। পিকনিক না করলেও ইফতার তো আমরা করতেই পারি। আর ইফতারটা যদি হয় প্রকৃতির সান্নিধ্যে তাহলে ব্যাপারটা আরো বেশি ভালো হয়। প্রকৃতির মাঝে ইফতার করার প্লান অনেক আগেই করে রেখেছে এবং জায়গাটাও ঠিক করে রেখেছে শুধু সময়ের অপেক্ষায় ছিল সবাই একসাথে হওয়ার অপেক্ষা ছিল। যেহেতু আমিও বাড়ি চলে এসেছি প্রায় সবাই এখন বাড়িতেই তাই আর দেরি না করে ইফতারের জন্য আয়োজন শুরু করে দেই।


রমজান মাসে সারাদিন সিয়াম সাধনার পরে ইফতারের মুহূর্তটা রোজাদারের কাছে অনেক বেশি আনন্দ মুহূর্ত। সারাদিন না খেয়ে সমস্ত প্রকার আহার থেকে নিজেকে বিরত রেখে যখন সঠিক সময় হয়ে যায় তখন ইফতারের জন্য যে আনন্দটা কাজ করে সেটা একমাত্র রোজাদার ব্যক্তি ভালো বোঝেন। আমরা এবার ভিন্নভাবে ইফতার করার চেষ্টা করেছি। প্রতিবার শুধু ইফতার করি এবার ইফতারের পর রাতের খাবারটাও এখানে খাওয়ার জন্য পরিকল্পনা করেছি। দুপুরে সবাই বসে আড্ডা দিচ্ছিলাম হঠাৎ করেই প্লান করলাম আজকেই আমরা ইফতার করব। তারপর আমরা বাসায় গিয়ে সমস্ত প্রকার প্রস্তুতি গ্রহণ করে তিনটার দিকে সবাই বাইক নিয়ে চলে আসি আমাদের একটি কেন্দ্রস্থলে। সেখান থেকে আমরা সবাই প্রথমে যাব দুপুরের খাবারের জন্য তেহারি কিনতে। ইফতার শেষে প্রকৃতির মাঝে বসে তেহারি খেতে মন্দ লাগবে না। আর আমাদের সবারই তেহারি টা অনেক বেশি পছন্দ বিশেষ করে রাজুর অনেক বেশি পছন্দ।


IMG20240402164235.jpg

IMG20240402163817.jpg

IMG20240402163825.jpg


Device : Realme 7
What's 3 Word Location :

আমরা চারটা বাইকে নয়জন চলে যাই আমাদের উপজেলা শহরে সেখানে গিয়ে একটি রেস্টুরেন্ট থেকে বারোটা তেহারির অর্ডার করি। প্রচন্ড গরম ছিল আর যেহেতু উপজেলা শহর এটু গাড়ি ঘোড়া চাপটাও বেশি ছিল। রোদের তীব্রতার জন্য আমি অবশ্য হেলমেট নিয়ে গিয়েছিলাম সেজন্য মুখে রোদটা কম লেগেছে। এখন যেহেতু রমজান মাস চলছে ওইভাবে তেহারি অ্যাভেলেবেল থাকে না একটু সময় লাগে। আমরা ৩০ মিনিট মত অপেক্ষা করার পর আমাদের পার্সেলটা রেডি করে দিল। তারপর আমরা এগুলো নিয়ে ব্যস্ততম এলাকা ছেড়ে প্রকৃতির উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আমাদের এখনো বেশ কাজ বাকি ইফতারের জন্য কিছুই কিনা হয়নি। এগুলো কিনব আমাদের বাজার থেকে আমাদের আসতে আসতে পাঁচটা বেজে যায়। আমরা আসলে সালাত আদায় করে সবকিছু ক্রয় করি তারপর প্রকৃতির উদ্দেশ্যে ছুটে চলে যাই।


IMG20240402174726-01.jpeg

IMG20240402174924-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

পড়ন্ত বিকেলে এমন প্রকৃতির উপভোগ করতে অনেক বেশি ভালো লাগে। এই প্রকৃতির মাঝে এসে ভুলে গিয়েছিলাম যে আমরা অনেক দূর থেকে সবকিছু কিনে নিয়ে এসেছি আমরা বেশ ক্লান্ত। পড়ন্ত বিকেলে সূর্যটা পশ্চিম আকাশে ঢলে পড়েছে পরিবেশটাও নীরবতা এবং বেশ ঠান্ডা। এমন পরিবেশের মাঝে আমরা সবাই মিলে একসাথে বসে ইফতার করব ব্যাপারটা ভাবতেই যেন মনে আনন্দে নেচে উঠছে। আমাদের বাড়ির পাশেই পদ্মা নদীর শাখা নদী আছে আমরা ওই নদীর তীরে বসেই ইফতার করব। আমরা সবাই মেঠো পথ ধরে নেমে চলে যাই আমাদের স্পট খোঁজার জন্য। অবশ্য বেশি সময় ধরে খুঁজতে হবে না এর আগে এসে দেখে গিয়েছি। একে একে আমরা নদীর পাড়ে চলে আসলাম দূর থেকেই দেখা যাচ্ছে আমাদের ইফতার করার জায়গাটি। মনে হচ্ছে সবুজে বিছানো গালিচা রেখে দিয়েছে আমাদের জন্য।


IMG20240402175034-01.jpeg

IMG20240402175100-01.jpeg

IMG20240402175102-01.jpeg

IMG20240402175506-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

আমরা যেহেতু বাইক নিয়ে গিয়েছিলাম সব বাইক ওইখানে নামিয়ে সিরিয়াল দিয়ে রেখে দেই। আর সূর্যটা পশ্চিম আকাশে তখন প্রায় অস্ত চলে যাবে আর এই মুহূর্তে সূর্যটা অনেক বেশি ভালো লাগছিল। তাই আমরা বাইকের সাথে সূর্যটার ছবি তুলে নেই এবং পরিবেশটা উপভোগ করতে থাকে। তারপরে চিন্তা করলাম আমরা বাইকটা গোল করে আমরা এর মাঝে বসতে পারি।


IMG20240402180102.jpg

IMG20240402181558.jpg


Device : Realme 7
What's 3 Word Location :

বাইকের সাথে আমরাও গোল হয়ে ইফতার করতে পারবো। আমাদের ইফতারের জন্য সময় আর অল্প কিছু বাকি আছে আমরা ইফতার রেডি করতে থাকি। আমরা সাথে করে অনেক বেশি পানি নিয়ে এসেছিলাম কারণ অনেক দূর থেকে এসেছি বেশ ক্লান্ত ছিলাম আর গরমটা বেশি ছিল সেজন্য পানি একটু বেশি লাগবে সবার। ইফতারের সময় হয়ে গেল আমরাও গোল হয়ে বসে পড়লাম ইফতার করার জন্য। আমরা অনেক তৃপ্তির সাথে প্রকৃতির মাঝে ইফতার টা শেষ করলাম। তারপর সবাই মিলে ঘাসের উপরে মাগরিবের সালাত আদায় করলাম।


1000039791-02.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

এমন পরিবেশে ইফতার শেষে সবাই মিলে সালাত আদায় করে অনেক বেশি তৃপ্তি পেয়েছি। তারপর আমরা অপেক্ষা করতে করতে অন্ধকার হয়ে যাচ্ছে। চারিদিকে পাখিরাও ঘরে ফিরে গিয়েছে তবে কিছু কিছু পাখি এখনো ডেকে যাচ্ছে। আর এখানে শীতের সময় অনেক বেশি অতিথি পাখির দেখা মেলে ওই সময় আসলে আরো বেশি ভালো লাগে। অন্ধকার সাথে সাথে পাখিদের ডাক অনেক বেশি ভালো লাগছিল। এখনো আমাদের খাওয়া বাকি আছে আমরা তেহারি নিয়ে এসেছিলাম এই পরিবেশে বসেই অন্ধকারের মধ্যেই তেহারি খেতে শুরু করলাম। চাঁদের আলো ছিল না তবে অনেক বেশি নক্ষত্র দেখা মিলেছিল। যে আলো ছিল তাতে আমরা সবকিছু ভালোভাবে দেখতে পারছিলাম সেজন্য আর আলাদা লাইট জলাতে হয়নি। আলাদা লাইট চালালে অনেক বেশি পোকা আক্রমণ করত সেই ভয়েতেই আমরা অন্ধকারে খেয়েছি।


IMG20240402192222.jpg


Device : Realme 7
What's 3 Word Location :

আমাদের খাওয়া দাওয়া অনেক বেশি হয়ে গিয়েছিল। তারপর আমরা ওইখানে বসে অনেক সময় রেস্ট করি। খাওয়া-দাওয়া শেষে আমরা যেহেতু ওয়ান টাইম প্লেট নিয়ে গিয়েছিলাম এবং কাগজ ছিল যাতে পরিবেশ নষ্ট না হয় সেজন্য সবগুলো আগুনে পুড়িয়ে দিয়েছিলাম। কারণ ওয়ান টাইম প্লেট হল পরিবেশ নষ্ট করে এগুলো মাটির সাথে পচে মিশে যায় না সেজন্য পুড়িয়ে দিয়েছি। সব মিলিয়ে আমরা ঘাস বসে নক্ষত্রের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা অনেক সময় গল্প করি। প্রকৃতির মাঝে ইফতার করতে পারলে বেশ ভালই লাগে অনেক বেশি ইনজয় করেছি। আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পোস্টে অন্য কোন গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।


আমি কে !

IMG_20231120_103032_225.jpg

আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।

standard_Discord_Zip.gif

Sort:  
 4 months ago 

অনেকদিন পর সবাই একত্রিত হয়ে এভাবে রমজান মাসে ইফতার করার মুহূর্তটা সত্যিই অনেক আনন্দের ছিল। প্রতি বছর এরকম সুন্দর মুহূর্ত উপভোগ করে থাকি । প্রকৃতির মাঝে গিয়ে ইফতার করার মজাই আলাদা। গতকাল এই দিনটি সত্যি অনেক ভালো ছিল। আবারও এরকম সময় ফিরে আসুক সেটাই প্রত্যাশা করি।

Posted using SteemPro Mobile

 3 months ago 

প্রতিবছর রমজানে এমন মুহূর্ত উপভোগ করতে অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 4 months ago 

এমন ইফতারি পার্টির আয়োজন করলে বেশ ভালো লাগে। দারুন একটি ইফতারি আয়োজন দেখে অনেক অনেক খুশি হলাম। আর একত্রে অনেকজন থাকলে নিজেদের মধ্যে কাতার বন্দি হয়ে নামাজ পড়া যায়। যাইহোক সুন্দর একটি ইফতারের আয়োজন জানতে পেরে অনেক ভালো লাগলো। আশাকরি স্মৃতি হয়ে থাকবে আপনাদের সুন্দর এই মুহূর্ত।

 3 months ago 

জি ভাইয়া সবাই একসাথে ইফতার করতে পারলে অনেক ধরনের এক্টিভিটি করা যায়। অসংখ্য ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 4 months ago 

ভাই আপনার পোস্ট দেখে সত্যি আমার অনেক ভালো লাগলো। আমার অনেক ইচ্ছা আছে এভাবে বন্ধুদের সাথে খোলা মাঠে প্রকৃতির মাঝে এভাবে ইফতারি করার। আপনার প্ল্যান ছিল তাই হঠাৎ করেই মনে আশা দেই সকল প্রস্তুতি অর্থাৎ ইফতারের আইটেমসহ রাতের খাবারটাও নিয়ে গিয়েছিলেন বেশ মজা করেছেন আসলে ভাইয়া প্রকৃতির মাঝে ইফতার করার মজাই আলাদা। যেটা আপনি উপভোগ করতে পেরেছেন এবং আপনার পোস্ট দেখেও বেশ ভালো লাগলো এবং পোস্টের বর্ণনা পড়েও ভালো লাগলো। সব মিলিয়ে পোস্টটি দারুন ছিল ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 months ago 

প্রকৃতির মাঝে এমন পরিবেশে ইফতার করতে সত্যিই অনেক বেশি ভালো লেগেছিল। মতামত প্রকাশের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 4 months ago 

প্রকৃতির এত সুন্দর একটি পরিবেশের মধ্যে ইফতার করতে পারার আনন্দটাই অন্যরকম। আপনারা বন্ধুরা মিলে খুব সুন্দর একটি জায়গা বেছে নিয়েছেন ইফতার এবং রাতের খাবার খাওয়ার জন্য। সবাই মিলে সেখানে ইফতার করেছেন এবং সালাত আদায় করলেন। ‌ পরে আবার রাতে সবাই মিলে তেহেরী খেলেন।‌‌ পরিবেশ যাতে নষ্ট না হয় সেজন্য ‌ কাগজ সবগুলো পুড়িয়ে দিয়েছেন এই জিনিসটা অনেক বেশি ভালো লাগলো দেখে। সব আনন্দ শেষ করার পর এই কাজগুলো করতে আমরা অনেকেই ভুলে যাই। তবে আপনারা এগুলো করে এসেছেন দেখে বেশ ভালো লাগছে।

 3 months ago 

সব সময় সবাই ভুলে গেল তো আর চলবে না কারো না কারোর তো কাজ করতে হবে। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

 4 months ago 

এখন যেহেতু রোদের পরিমাণ বেড়ে গেছে রোজার মধ্যে ঘোরাঘুরি করতে বেশ খারাপ লাগবে সেটা স্বাভাবিক। যেহেতু আপনি হেলমেট পড়ে গেলেন মুখে একটু রোদ কম লাগলো। আর সব বন্ধুরা মিলে এত সুন্দর একটি আয়োজন করলেন দেখে বেশ ভালো লেগেছে। মন চাইছে আপনাদের সেই ইফতার পার্টিতে আমরাও যেন জয়েন করি। খোলামেলা প্রকৃতির মাঝে অনেক মজার করে ইফতারি করলেন। সত্যি মুহূর্তটি আমার কাছে বেশ অসাধারণ মনে হয়েছে।

 3 months ago 

আসলেই আপু আপনারা থাকলে আরো বেশি মজা হত। সময় করে আমাদের এদিকে ঘুরতে চলে আসেন ভাইয়াকে নিয়ে।

 4 months ago 

প্রকৃতির এতো চমৎকার পরিবেশে সবুজ গালিচা বিছানো জায়গায় বসে বন্ধুরা মিলে খুব সুন্দর ভাবে ইফতার আয়োজন করলেন।চারটা বাইকে নয়জন গেলেন।হ্যালমেট পরে নেয়াতে রোদ থেকে রক্ষা পেলেন।আপনাদের আনন্দটুকু বেশ ভালো লাগলো উপলব্ধি করে।আসলে ছেলে হলেই এমনটা করা যায়। আপনার অনুভূতি গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 months ago 

জি আপু এখন অনেক বেশি রোদ হেলমেট পড়লে কিছুটা স্বস্তি পাওয়া যায়। অসংখ্য ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 4 months ago 

সময়টা মনে রাখার মতো ছিল। প্রকৃতির মাঝে এমন আয়োজন সবাই কাছেই স্মরণীয় হয়ে থাকবে। আমি একটা ভিডিও করেছি সেখানে পাখিদের ডাক এত সুন্দর ভাবে রেকর্ড হয়েছে শুনতে দারুন লাগছিল।

Posted using SteemPro Mobile

 3 months ago 

আসলে মনে রাখার মত একটি মুহূর্ত ছিল। সবাই মিলে একসাথে এভাবে ইফতার করতে অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ মতামতের জন্য

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 64202.90
ETH 3439.10
USDT 1.00
SBD 2.59