🌼শখের ফটোগ্রাফি পর্ব- ১১|| প্রকৃতির সৌন্দর্য ||১০% লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে ।ফটোগ্রাফি আমার একটা শখ সেজন্য আমার এই পর্ব গুলোর নাম দিয়েছি শখের ফটোগ্রাফি ।সময় পেলেই ক্যামেরা অথবা মোবাইল নিয়েই ফটোগ্রাফি করায় ব্যস্ত থাকি। আর ফটোগ্রাফি হলো এমন একটি বিষয় যা বিভিন্ন সময়ের বিভিন্ন জায়গার স্মৃতি ধরে রাখতে সাহায্য করে। পরে এই ছবিগুলো দেখলে ওই সময়ের স্মৃতি আমাদের মনে পড়ে যায়। আজকের ফটোগ্রাফি গুলোর মধ্যে ফুল প্রকৃতির সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করব।


ফটোগ্রাফি -০১

IMG20211128064135_00-01.jpeg


শীতের সকাল।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/speechless.waltzing.indeterminate

  • শীত আমাদের নতুন রঙ নিয়ে আসে। কারণ দীর্ঘ গ্রীষ্মের পর শীত এলে মানুষ একটু স্বস্তি পায়।শীতের দিনের সকালটা অনেক আনন্দময় হয় কারণ ওই সময় যদি বাইরে বের হওয়া যায় চারদিকে ঘন কুয়াশা আবৃত থাকে।এই কুয়াশার মধ্য দিয়ে যখন সূর্যিমামা উঁকি দেয় তখন দেখতে কি যে দারুন লাগে সে ভাষায় প্রকাশ করা যায় না।

ফটোগ্রাফি -০২


IMG_8572-01.jpeg


নাম না জানা গাছ।
Device : Canon 600d
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • আমি কিছুদিন আগে একটি দর্শনীয় স্থানে ঘুরতে গিয়েছিলাম সেখানে অনেক ধরনের গাছ ছিল। অনেক গাছ দেখেছি কিন্তু সকল গাছের নাম জানি না ।এটাও তেমন একটি নাম-না-জানা গাছ দেখে বেশ ভালো লাগছিল তাই হাতে ক্যামেরা থাকায় ক্যামেরাবন্দি করে নিয়েছি ।আর এই ছবি দেখলে তখনকার ঘুরাঘুরির অনেক স্মৃতি মনে পড়ে যায়।

ফটোগ্রাফি -০৩


IMG_1054-01.jpeg


মেঘের সৌন্দর্য।
Device : Canon 600d
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof


  • মেঘের সৌন্দর্য একেক সময় একেক ধরনের হয়ে থাকে। আমি সবসময়ই মেঘের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়। ছবিতটা পড়ন্ত বিকেলে সূর্য ডোবার ঠিক আগ মূহুর্তে তোলা হয়েছিল ।এক সাইডে সূর্য ছিল আর এক সাইডে ছিল মেঘের অপরিসীম সুন্দর এই সৌন্দর্য দেখে লোভ সামলাতে না পেরে ছবিটা তুলে রাখিস স্মৃতি হিসেবে।

ফটোগ্রাফি -০৪


IMG_0385-01.jpeg


সীমের ফুল
Device : Canon 600d
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • আজকে একটি ফুলের ম্যাক্রোফটোগ্রাফি করছি। ফুলটি শীতকালীন মুহুর্তে দেখা যায়।এটি একটি সীমের ফুলের ম্যাক্রোফটোগ্রাফি।শীতের মৌসুমে সীম ফুলের সৌন্দর্যতা উপভোগ করা যায়। আমার কাছে ফুলটি দেখতে চমৎকার লেগেছে সেজন্যই ম্যাক্রোফটোগ্রাফি গুলো করেছি।

ফটোগ্রাফি -০৫


IMG_1249-01.jpeg


কর্মব্যস্ত কৃষকের ছবি।
Device : Canon 600d
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • শীতকালীন সময়ের প্রধান উৎসব হলো পিঠাপুলির উৎসব। শীতের শুরুতেই কৃষকেরা মাঠ থেকে নতুন ধানের সমাহার ঘটায়। আমার কাছে শীতকাল মানেই হলো বিভিন্ন ধরনের খাবারের স্বাদ গ্রহণ করা। আমাদের দেশে প্রধান চাষাবাদ ফসল হলো ধান।সেই ধানের চাষের উপর কৃষকের জীবন জীবিকা অনেকাংশ নির্বাহ করে থাকে। এই মুহুর্তে কৃষক ঘড়ে নতুন ধান ওঠাচ্ছে হাঁসি উজ্জ্বল মুখে।এটাই কৃষকের শীতের প্রধান আকর্ষণ।

ফটোগ্রাফি -০৬


IMG_8584-01.jpeg


নয়ন তারা ফুল।
Device : Canon 600d
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • ফুলকে ভালবাসেনা এমন মানুষ খুব কমই খুঁজে পাবেন। নয়ন তারা ফুল আমার খুবই প্রিয় এই ফুল দেখলে মনের ভিতর কেমন যেন একটা প্রেম প্রেম অনুভূতি জন্ম নেয়। বারবার মনে হয় এই ফুলের প্রেমে পড়ে যায়।

ফটোগ্রাফি -০৭


IMG20211126170216_00-01.jpeg


সূর্যাস্ত।
Device :Realme 7
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • আমার কাছে সারাদিনের সৌন্দর্যের মধ্যে বিকেল অন্যতম। এই বিকেল টা যদি হয় সূর্যাস্তের সাথে তাহলে তো কোন কথাই নেই সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে আর যখন রক্তবর্ণ ধারণ করে ।তখন সূর্যের সৌন্দর্যটা অপরূপ লাগে। সূর্য যখন অস্ত যায় তখন সবাইকে জানিয়ে দেয় আজকের দিন টা এখানেই শেষ।

আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন গল্প নেই ধন্যবাদ সবাইকে।

standard_Discord_Zip.gif

Sort:  
 3 years ago 

বাহ খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেনতো। প্রথম ছবিটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে মনে হচ্ছে সামনাসামনি শীতের সকাল দেখতে পাচ্ছি শীতের সকালতো আর এভাবে তেমন একটা দেখা হয় না আপনার ছবির মাধ্যমে দেখার সুযোগ হলো। মেঘের সৌন্দর্যটাও ছবির মাধ্যমে খুব সুন্দর ফুটে উঠেছে। নয়নতারা ফুলটা খুব সুন্দর লাগছে। আর গাছের ফাঁকা দিয়ে সূর্যাস্তের কথা নাইবা বললাম। আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেন প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে অসাধারণ লেগেছে।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ।অসংখ্য ধন্যবাদ আপনাকে গঠনমূলক মন্তব্য করার জন্য।

বাহ ভাইয়া শখের ফটোগ্রাফি শখ করে অনেক সুন্দর তুলেছেন আপনি। প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। আপনার ফটোগ্রাফি করে মনে হচ্ছে যেন জ্যান্ত। ফটোগ্রাফি সাথে অনেক সুন্দর বর্ণনা করে ও শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত প্রকাশ করার জন্য

 3 years ago 

ভাইয়া ফটোগ্রাফি গুলো অসাধারণ সুন্দর হয়েছে। প্রতিটি ফটোগ্রাফি দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। ফটোগ্রাফির বর্ণনাগুলো অতি চমৎকার হয়েছে। এককথায় সুন্দর একটি পোষ্ট আপনি আমাদের উপহার দিয়েছেন। আমার কাছে মেঘের সৌন্দর্যের ফটোগ্রাফি সবচাইতে বেশি ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনার অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম আপনার অসাধারণ মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

বাহ ভাই আপনি অনেক সুন্দর করে ফটোগ্রাফি করতে পারেন । প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক স্পষ্ট বোঝা যাচ্ছে এবং আপনার এই ফটোগ্রাফির মধ্য প্রকৃতির অপার সৌন্দর্য ফুটে উঠছে । আপনার তোলা শেষ ফটোগ্রাফি টা অর্থাৎ সূর্যাস্তের সময় যে ফটোগ্রাফি টা আপনি করেছেন এটি আমার অনেক ভালো লেগেছে। অনেক প্রফেশনাল ভাবে আপনি এটি তুলতে সক্ষম হয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার গঠনমূলক মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইজান

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া ফটোগ্রাফির ফলে বিভিন্ন সময়ের বিভিন্ন স্মৃতিকে আটকে রাখা যায় এবং পরবর্তীতে সেই ছবিগুলো দেখলে অনেক ভালো লাগে। আপনার আজকের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। শীতকালের সকালের ছবি, মেঘের সৌন্দর্য এবং সূর্যাস্ত এর ছবি একেবারে মুগ্ধ হয়ে দেখার মত ছবি হয়েছে। আপনি অনেক ভাল ফটোগ্রাফি করেন তা আপনার ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার গঠনমূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু

ভাইয়া আপনার প্রত্যেকটি ফটোগ্রাফ অনেক সুন্দর হয়েছে। কিন্তু আমার বেশি ভাল লেগেছে প্রথম ছবিটি। যেটিতে আপনি দেখেছেন শীতকালের সকালের সূর্য উঠার ফটোগ্রাফি এবং কুয়াশার মাঝে সূর্য টা খুবই সুন্দর লাগছিল। ধন্যবাদ এরকম সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য এবং আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপনার ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছেন,বিশেষ করে সিমের ফুলের ফটোগ্রাফি এবং কৃষকের ধান কাটা ফটোগ্রাফি দেখে আমার খুবই ভালো লেগেছে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনার প্রতিটি ফটোগ্রাফি দেখেই আমি মুগ্ধ হয়ে যাই। শীতকালীন সময়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনার ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তুললেন। খুব সুন্দরভাবে প্রকৃতির দৃশ্য বর্ণনা করেছেন যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার গঠনমূলক মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আপনার মতো আমিও ছবি তুলতে ভালোবাসি। মাঝে মধ্যে সময় পেলে ছবি তুলি। সত্যি বলতে ছবি তুলার মজাই আলাদা। আপনার ক্যামেরার ডিরেকশন অনেক ভালো। ছবিগুলো বেশ দারুণ !

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

শীতের সকালে হালকা কুয়াশায় সূর্য ওঠার দৃশ্যটি অসাধারণ লাগছে।ডিমের কুসুমের মতো সূর্য টি এই ছবিটার সৌন্দর্য বৃদ্ধি করেছে।আর নাম না জানা গাছের ছবি ও সুন্দর ভাবে ফুটে উঠেছে। সুন্দর ছবি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.039
BTC 93230.61
ETH 3270.53
USDT 1.00
SBD 3.26