বিচ্ছেদ কি সকল সমস্যার সমাধান?

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ --২৮ই, ভাদ্র ,|১৪২৯ বঙ্গাব্দ||সোমবার||শরৎকাল||


divorce-908743_640.png

Source

হ্যালো আমার বাংলা ব্লগবাসি আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব হঠাৎ করেই মনের ভিতর উদয় হলো বিষয়টি। আমরা কিছুতে কিছু নাই হতে বিচ্ছেদের পরিকল্পনা করি। ভাবি সম্পর্কটা বিচ্ছেদ হয়ে গেলে হয়তো সকল সমস্যার সমাধান হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে সমস্যার সমাধান হলেও বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যা অনেক বেশি হয়ে থাকে। ধরুন একটি ছেলে একটি মেয়ে যখন সম্পর্কের মধ্যে থাকে সেটা বিয়ের আগেও হতে পারে। আর বিয়ের আগে সম্পর্ক গুলো বেশিরভাগই টিকে না এটা বিচ্ছেদ হয়ে যায়। কারণ এই সময়ে আবেগটা বেশি থাকে সবকিছু ভেবে উঠার সময় পায়না। এই সময়ে বিচ্ছেদটা বেশিরভাগ ক্ষেত্রেই অনেক ভালো হয়ে থাকে আর কিছু কিছু ক্ষেত্রে বেশ খারাপ হয়ে যায়। কেউ কেউ আবার পাগল হয়ে যায় যার আবেগটা বেশি থাকে তার সমস্যাটা অনেক বেশি হয়ে যায়। আর যখন বিবাহ হয়ে যায় তখন সবকিছুই অনেক ভেবে চিন্তে করতে হয়। প্রেমের কিছুদিন পরে যদি বিচ্ছেদ হয় তেমন ইফেক্ট ফেলে না। কিন্তু বিচ্ছেদ টা যদি বিয়ের পর সন্তান থাকার পর যদি একটি সংসারের বিচ্ছেদ হয়। তখন তাদের সমস্যা না হলেও বাচ্চাদের অনেক বড় সমস্যা হয়। তারা ঠিকঠাক মতো মায়ের আদর পাবে না। আর যদি বাচ্চা মায়ের কাছে থাকে তাহলে তার জন্য বেশ সমস্যা হয়ে থাকে। সে তার পিতার আদর পাবে না তার পিতার শাসন এবং ভালোবাসা কিছুই পাবে না। আর এই সমাজে যার পিতা নাই সেই বুঝে সে কত অবহেলিত কারণ পিতা হল একটি বট বৃক্ষের মতো। পিতা না থাকলে তার উপরে একটি ছায়া থাকে না। আর সমাজের মানুষ সবসময় তার অবহেলিত চোখে দেখে।


divorce-619195_640.webp
Source

বিশেষ করে কাছে আত্মীয়রাও তখন তার দিকে স্নেহের দৃষ্টিতে না তাকিয়ে বিরক্তির দৃষ্টিতে তাকায় কারণ তার যে পিতা নেই তার অনেক ক্ষমতায় হারিয়ে যায়। সে চাইলেও সমাজে অনেক কিছু করতে পারে না কারণ তার মাতা আছে কিন্তু বিচ্ছেদ হয়ে গিয়েছে এটা অনেক কষ্টকর বিষয়। সংসারে ছোটখাটো ঝামেলা লাগবে এটাই স্বাভাবিক। কিন্তু এতেই যদি মাথা গরম করে বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয় আমার মনে হয় এটি সবথেকে বড় ভুল। কারণ ওই মুহূর্তে মাথা গরম থাকার কারণে বিচ্ছেদ হয়ে যেতে পারে কিন্তু পরবর্তী সময়ের চ কথা চিন্তা করলে তখন দেখা যাবে এটা অনেক খারাপ একটি ডিসিশন ছিল তার জীবনের। কারণ সেও সমাজের কাছে তেমন দাম পাবে না কারণ তার বিচ্ছেদ হয়ে গেছে। বিচ্ছেদ হয়ে যাওয়া নারী সমাজের কাছে কলঙ্ক সবাই তাকে খারাপ চোখে দেখে। সবাই ভাবে সে হয়তো অনেক খারাপ ছিল সেজন্য তার বিচ্ছেদ হয়ে গিয়েছে। সংসারে ঝামেলা যদি একটু ঠান্ডা মাথায় মিটিয়ে নেয় তাহলে এই পরবর্তী সিচুয়েশনটা তার সামনে আসে না। রাগের মাথায় তাই কোন ডিসিশন নেওয়া ঠিক নয় বিশেষ করে সন্তান থাকলে বিচ্ছেদের পর সন্তান গুলো অনেক বেশি অবহেলিত হয়ে যায়। তাই আমি মনে করি সংসারে ছোটখাটো ঝামেলা কারণে কিংবা একটু বড় ধরনের ঝামেলার জন্য বিচ্ছেদের মত একটি খারাপ কাজের দিকে না আগানোই ঠিক । তাই রাগের মাথায় যে কোন সিদ্ধান্ত নেওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তাহলে আমাদের জীবনের সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবো।রাগের মাথায় হঠাৎ করে যদি বড় ধরনের সিদ্ধান্ত নেই তাহলে পরবর্তীতে অনেক পস্তাতে হবে। আমরা সব সময় ঠান্ডা মাথায় ভেবে চিনতে সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

সত্যি বলেছো বন্ধু, বিচ্ছেদ সবসময় সংসার এবং সমাজের হানি ঘটায়। জীবনে চলার পথে অনেক বাধা-বিপত্তি আসে কিন্তু সেই বাধা বিপত্তিগুলো যদি আমরা সঠিকভাবে সঠিক সিদ্ধান্তে নিয়ে পার করে দিই তাহলে জীবন আরো সুখকর হয়ে ওঠে। আর যদি সে বাধা-বিপত্তির সময় সঠিক সিদ্ধান্ত না নিই তাহলে জীবন বেদনায় সিক্ত হয়ে যায় এবং জীবন কষ্টকর হয়ে ওঠে। জীবনে চলার পথে আমাদের সঠিক সময় সঠিক পদক্ষেপ নেয়া অতীব জরুরী। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার দেয়ার জন্য তোমাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59404.52
ETH 2610.92
USDT 1.00
SBD 2.41