ঢাকা টু গাজীপুর ||১০% লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল আমার ইউজার নেমঃ @mrahul40 বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আজ -০৬ভাদ্র ,|১৪২৯ বঙ্গাব্দ||রবিবার ||বর্ষাকাল||



PhotoEditor_202282122243295.jpg


ভ্রমণ আমার সবসময়ই অনেক ভালো লাগে। একটু সময় অথবা সুযোগ পেলেই ছুটে চলে যাই ভ্রমণের উদ্দেশ্যে। একটি ভ্রমণে অনেক কিছু শেখা যাই অনেক নতুন নতুন জিনিস দেখা যাই। এবং বিভিন্ন জিনিস সম্পর্কে নতুন জ্ঞান অর্জন করা সম্ভব। মনকে ভালো রাখার জন্য মাঝেমধ্যে ভ্রমন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্রমণ করলে আত্মাতৃপ্তি পাওয়া যাই। ঢাকা থেকে গাজীপুর ভ্রমণটা প্লান ছাড়াই হয়ে গিয়েছে। দুপুরে নামাজ-কালাম আদায়ের পর হঠাৎ করেই আমি এবং বড় দুই ভাই সিদ্ধান্ত গ্রহণ করলাম ঢাকা থেকে একটু বাইরে কোথাও ঘুরতে যাওয়া যায়।


IMG20220818092931_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

তাই হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম গাজীপুরের ওই দিক থেকে ঘুরে আসি। এর আগে কখনো গাজীপুরে তেমন ঘোরাঘুরি হয়নি। গাজীপুরে আমাদের পরিচিত আমার ওই বড় ভাইয়ের বন্ধু এবং আমারও বড় ভাই হয় তার কাছে ফোন দিয়ে আমরা বের হয়ে গেলাম গাজীপুরের উদ্দেশ্যে। গাজীপুর গিয়ে তার সাথে দেখা করব এবং আশে পাশে কিছু অঞ্চল ঘোরাঘুরি করব এই ছিল আমাদের প্লান। আমরা দুপুর 2 টার দিকে ঢাকা মোহাম্মদপুর হতে দুটি বাইক নিয়ে গাজীপুরের উদ্দেশ্যে রওনা করি। যেহেতু সময়টির দুপুর হওয়ায় তেমন কোন রাস্তায় জ্যাম জট ছিল না আমরা এক ঘন্টা ২০ মিনিটের মধ্যে গাজীপুর চৌরাস্তায় গিয়ে পৌঁছায়।


IMG20220819152117_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

তবে গাজীপুর এলাকাটা আমার ভালো লাগেনি এলাকাটা অনেক নোংরা এবং কেমন যেন দুর্গন্ধ। আর দুর্গন্ধ হবে না কেন গাজীপুরে অনেক ধরনের ফ্যাক্টরি রয়েছে এখানে কলকারখানা বেশি সেজন্য এলাকাটা একটু নোংরা টাইপের। তারপর আমরা যার সাথে দেখা করব তাকে ফোন করি সে গুগল ম্যাপে তার বাসার এড্রেসটা আমাকে দেয় আমি সেই ডিরেকশন অনুযায়ী তার বাসার সামনে গিয়ে তাকে ফোন করতে সে বাইরে চলে আসে। এবং তার সাথে দুপুরের খাবার খাওয়ার জন্য একটি রেস্টুরেন্টে যাই রেস্টুরেন্টে গিয়ে আমরা সবাই ভরপুর খেয়ে সিদ্ধান্ত গ্রহণ করি পাশে কোন একটি জায়গা থেকে ঘুরে আসার।


IMG20220819165345_00-01.jpeg

IMG20220819170237_00-01.jpeg

IMG20220819170244_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

হঠাৎ আরেক ভাই বলল এখানে একটি অনেক পুরানো মন্দির আছে চলুন ওখান থেকে ঘুরে আসি আমার এই পুরাতন নিদর্শন দেখতে অনেক ভালো লাগে তাই আর না করলাম না। আমরা সবাই এই পুরাতন নিদর্শন দেখার জন্য বাইক নিয়ে ছুটে যায় মন্দিরের কাছে।


IMG_20220820_011313_465.jpg

IMG20220819170137_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

মন্দিরটি অনেক পুরাতন হবে কিন্তু এই পুরাতন মন্দিরের ডিজাইন এবং নকশা মনোমুগ্ধকর এত দারুন ডিজাইন হবে কল্পনারও বাইরে। একদম আধুনিক ডিজাইন এর মত নকশাগুলো করা যা সত্যিই অসাধারণ ছিল। আমরা মন্দিরের চার-পাঁচটা ঘুরে দেখতে থাকি এবং ভাবতে থাকি সে সময়ে এত বড় মন্দির কিভাবে তৈরি করেছিল। আর মন্দিরে দ্বিতীয় তলায় ওঠার জন্য সিঁড়ি খুঁজতে থাকি অনেক খোঁজাখুঁজি পরিত্যাক্ত এক সিঁড়ি পেলাম। সেখানে যাওয়ার সাহস হয়ে উঠল না কারণ এটি উঠলে হয়তো ভেঙে পড়বে এমন অবস্থাতে ছিল। মন্দিরে চার-পাঁচটা ঘোরাঘুরি করে এবং বিভিন্ন সাইট থেকে কিছু ফটোগ্রাফি করি তারপর আমরা আবার গাজীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করি তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল রাস্তায় প্রচুর গাড়ির চাপ ছিল । এই ব্যস্ত রাস্তা ধরেই আমরা ঢাকাতে পৌঁছায়।

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

ভাই আমিও ভ্রমন করতে অনেক ভালোবাসি ৷কিন্তু যেতে পারি না ৲আর আপনার বাইক করে ঢাকা টু গাজীপুর ৷ আর ভাইয়া পুরনো মন্দিরে ফটোগ্রাফি বেশ চমৎকার ছিল ৷ধন্যবাদ ভাই সুন্দর একটি ভ্রমন কাহিনী শেয়ার করার জন্য

 2 years ago 

আর ভাইয়া পুরনো মন্দিরে ফটোগ্রাফি বেশ চমৎকার ছিল

অসংখ্য ধন্যবাদ মতামতের জন্য

 2 years ago 

কোথাও প্ল্যান ছাড়া ঘুরতে যাওয়ার মজাই আলাদা।তাছাড়া আপনি ঠিকই বলেছেন ভ্রমণ করলে অভিজ্ঞতা বাড়ে ,অনেক কিছু শেখা যায়।আপনারা দারুণ সময় কাটিয়েছেন ভাইয়া।পুরোনো মন্দিরের ছবিগুলো দারুণ ছিল।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

পুরোনো মন্দিরের ছবিগুলো দারুণ ছিল।

অসংখ্য ধন্যবাদ মতামতের জন্য

 2 years ago 

আপনার ঢাকা টু গাজীপুর এর ভ্রমন সময়টুকু পড়ে অনেক ভালো লাগলো। আপনি সুন্দর সময় কাটানোর পাশাপাশি ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন।
আপনাদের জন্য শুভকামনা রইল

 2 years ago 

আপনি সুন্দর সময় কাটানোর পাশাপাশি ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন।

অসংখ্য ধন্যবাদ মতামতের জন্য

 2 years ago 

ঢাকা টু গাজীপুর ভ্রমণে খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন সেই সাথে পুরাতন স্থাপত্য খুবই সুন্দর কিছু আলোকচিত্র তুলে ধরেছেন খুবই ভালো লাগলো।।

 2 years ago 

সাথে পুরাতন স্থাপত্য খুবই সুন্দর কিছু আলোকচিত্র তুলে ধরেছেন খুবই ভালো লাগলো।।

অসংখ্য ধন্যবাদ মতামতের জন্য

 2 years ago 

পোস্ট দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম বিশেষ করে ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। কিছু কিছু ফটোগ্রাফি আছে যেগুলো দেখলে সত্যিই মন ভালো হয়ে যায় আপনার ফটোগ্রাফি গুলো ঠিক তেমন। সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

কিছু কিছু ফটোগ্রাফি আছে যেগুলো দেখলে সত্যিই মন ভালো হয়ে যায় আপনার ফটোগ্রাফি গুলো ঠিক তেমন

অসংখ্য ধন্যবাদ মতামতের জন্য

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 68492.14
ETH 2699.27
USDT 1.00
SBD 2.72