প্রকৃতির সংস্পর্শে কিছু সময়||১০% লাজুক খ্যাকের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম।

আমি রাহুল আমার ইউজার নেমঃ @mrahul40 বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আজ -২১ জৈষ্ঠ্য,|১৪২৯ বঙ্গাব্দ|| শনিবার||গ্রীষ্মকাল||


GridArt_20220604_222333345.jpg


প্রকৃতি আমার অনেক ভালো লাগে যখন মন খারাপ থাকে তখন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য চলে যায় কোন এক নিরিবিলি জায়গায় যেখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর থাকে। কিছুদিন আগে ইট পাথরের শহর ছেড়ে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে যাব ঘোরাঘুরি হবে না এটা তো মেনে নেওয়া যায় না তাই বন্ধু এবং বড় ভাইদের সাথে সিদ্ধান্ত নিলাম কোন এক নিরিবিলি এলাকায় যাব যেখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর থাকবে।


IMG_20220604_22133182-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location:

আমরা বিকেল চারটার দিকে চারটা মোটর সাইকেল নিয়ে বের হয় অনেক নতুন এলাকা এক্সপ্লোর করার জন্য যে এলাকাতে এর আগে কখনো যায়নি এটা রাজবাড়ী জেলা কালুখালী উপজেলার মধ্যে একটি নদী কেন্দ্রিক এলাকাতে যাব বলে সিদ্ধান্ত নেই। ওই এলাকা তে কখনো যায়নি। আমরা সবাই নিজের মত করে সিরিয়াল মেইনটেইন করে এলাকার দিকে অগ্রসর হতে থাকি এলাকাটি একটি নদীকেন্দ্রিক এলাকা যেখানে বর্ষা মৌসুমে পুরো এলাকায় নদীর পানিতে প্লাবিত হয়। এখন যেহেতু এখনও বর্ষা মৌসুম শুরু হয়নি তাই এলাকাতে এখন অনেক ধরনের ফসলের চাষ হচ্ছে। আমরা এই এলাকায় গ্রামের পর গ্রাম পাড়ি দিয়ে পৌঁছায় পদ্মা নদীর তীরে।


IMG20220529174833_00-01.jpeg

IMG20220529175905_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location:

নদী আমার এমনিতেই অনেক বেশি ভালো লাগে আর বিকেল বেলা নদীর সৌন্দর্য আরো বেশি মনমুগ্ধকর হয়ে। ওঠে নদীর ঠান্ডা হাওয়া সবার মনটাকে শীতল করে দেয় আমরা বাইক গুলো এক সাইডে রেখে সবাই নদীর সৌন্দর্য উপভোগ করতে থাকে এবং পাশ দিয়ে হাঁটাহাঁটি করতে থাকি।


IMG20220529174556_00-01.jpeg

IMG20220529180701_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location:

সামনে এগুতেই দেখা মেলে নৌকাগুলো সারি সারি বাঁধা রয়েছে নদীর তীরে এবং খড় পালা দিয়ে রেখেছে নদীর তীরে দেখতে বেশ দারুন লাগছিল। তারপর আমি বাইক নিয়ে সামনের দিকে নদীর তীর ধরে এগোতে থাকি।


IMG20220529180254_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location:

এগোতে এগোতে একটু সামনে যেতেই দেখা মেলে একটি রাস্তা একদম নদীর পানির পাশে চলে গেছে তাই আমি বাইক নিয়ে সেখানে নাম এবং কিছু ছবি উঠিয়ে এবার চলে আসে।


IMG20220529175543_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location:

তারপর আমি বাইক রেখে নদীর কিনারা দিয়ে হাঁটতে থাকি অনেকদূর হাঁটতে হাঁটতে একটি গাছের উপর ফড়িং বসে থাকতে দেখে ফড়িং দেখতে চমৎকার লাগছিলো।বিকেলে এরকম সৌন্দর্য দেখলে যে কারো মন অনায়াসে ভাল হয়ে যাবে আমি তাই মাঝেমধ্যেই সময় পেলে ছুটে চলে যাই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।


standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

বাড়িতে যাব ঘোরাঘুরি হবে না এটা তো মেনে নেওয়া যায় না

গ্রামে গেলে আমিও বাসায় থাকি না, সারা দিন এদিক সেদিক ঘুরে বেড়াই বন্ধুদের সাথে। গ্রামের প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানোর মজায় আলাদা। আপনার ঘুরাঘুরি ও ফটোগ্রাফি দেখে আমার ও গ্রামে যেতে মন চাচ্ছে। ফটোগ্রাফিগুলো খুব সুন্দর হইছে ভাই। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

গ্রামে গেলে আমিও বাসায় থাকি না, সারা দিন এদিক সেদিক ঘুরে বেড়াই বন্ধুদের সাথে। গ্রামের প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানোর মজায় আলাদা।

আমারও ভাই সেইম অবস্থা আমারও ঘুরতে অনেক ভালো লাগে

 2 years ago 

খুব সুন্দর একটি দিন পার করেছিলাম তুমি ঢাকা থেকে আসো ইনশাল্লাহ আমরা আবার যাবো। খুব সুন্দর ভাবে পোস্ট টি আমাদের মাঝে উপস্থাপনা করেছ তোমার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

খুব সুন্দর একটি দিন পার করেছিলাম তুমি ঢাকা থেকে আসো ইনশাল্লাহ আমরা আবার যাবো।

অবশ্যই ভাইয়া আবার যাবো সৌন্দর্যের উদ্দেশ্যে

 2 years ago 

আর তো দেরি সয়না কবে আসবে বাড়িতে আবার যাব ঘুরতে ওইসব জায়গায়।

 2 years ago 

আমিও আপনার মতন প্রকৃতিতে হারাতে ভালোবাসি ভাই। মন খারাপ থাকলেই প্রকৃতি বেড়ানো যেনো অভ্যাসে পরিনত হয়েছে আমার। সাথে ছবি গুলো সুন্দর ছিলো অনেক।

 2 years ago 

আমিও আপনার মতন প্রকৃতিতে হারাতে ভালোবাসি ভাই। মন খারাপ থাকলেই প্রকৃতি বেড়ানো যেনো অভ্যাসে পরিনত হয়েছে আমার।

আমারও ভাই মন খারাপ থাকলে সৌন্দর্য উপভোগ করতে খুব ভাল লাগে

 2 years ago 

প্রকৃতির সংস্পর্শে খুব সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন আসলে এরকম মুহূর্ত উপভোগ করতে সবাই পছন্দ করে যেটা আপনি করলেন তার সাথে ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

প্রকৃতির সংস্পর্শে খুব সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন আসলে এরকম মুহূর্ত উপভোগ করতে সবাই পছন্দ করে যেটা আপনি করলেন

অসংখ্য ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য

 2 years ago 

আপনি আজকে নদীর পাড়ে ঘুরতে গিয়েছেন দেখে সত্যিই খুব ভাল লাগল। নদীর কাছে গেলে মনটা অসম্ভব রকমের ভালো হয়ে যায় ।খুব সুন্দর সুন্দর ফটো আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ

 2 years ago 

আপনি আজকে নদীর পাড়ে ঘুরতে গিয়েছেন দেখে সত্যিই খুব ভাল লাগল। নদীর কাছে গেলে মনটা অসম্ভব রকমের ভালো হয়ে যায়

ধন্যবাদ মতামত প্রকাশ করার জন্য

 2 years ago 

প্রকৃতির সংস্পর্শে আপনি অনেক সুন্দর সময় কাটিয়েছেন ভাইয়া। এবং অনেক সুন্দর ফটোগ্রাফি আপনি আপনার ফোনে তুলেছেন। আমার কাছে দ্বিতীয় ও শেষ এর ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ।

 2 years ago 

প্রকৃতির সংস্পর্শে আপনি অনেক সুন্দর সময় কাটিয়েছেন ভাইয়া। এবং অনেক সুন্দর ফটোগ্রাফি আপনি আপনার ফোনে তুলেছেন।

অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য

 2 years ago 

এরকম প্রকৃতি দেখলে আসলে সত্যি মুগ্ধ না হয়ে উপায় নেই। খুব দারুণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আর আমার ও নদীর পারে হাটতে আসলে খুব ভালো লাগে। আর নদীর বিকেলের যে দৃশ্যটি সেটি দেখলে আসলে সত্যিই খুবই ভালো লাগে।

 2 years ago 

এরকম প্রকৃতি দেখলে আসলে সত্যি মুগ্ধ না হয়ে উপায় নেই। খুব দারুণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন

ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 2 years ago 

আপনার এই পোস্ট দেখেই বোঝা যাচ্ছে প্রকৃতির স্পর্শে অনেক চমৎকার একটি সময় অতিবাহিত করেছেন ।সত্যিবলতে প্রকৃতির মাঝে সময় কাটাতে সকলেরই অনেক বেশি ভালো লাগে ।বিশেষ করে যারা প্রকৃতিপ্রেমী তাদের কথা আর না বলি। এত সুন্দর একটি মুহুর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার এই পোস্ট দেখেই বোঝা যাচ্ছে প্রকৃতির স্পর্শে অনেক চমৎকার একটি সময় অতিবাহিত করেছেন ।

ধন্যবাদ মতামত প্রকাশের জন্যে

 2 years ago 

আপনার তোলা ঘাসফড়িং এর ছবিটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে ভাইয়া। আমি একদিন ঘাস ফড়িং এর ছবি তুলতে গিয়ে প্রায় হাপিয়ে গিয়েছিলাম যখন ছবি তুলতে যাই তখনই উড়ে যায় তবে আপনি তো অনেক সুন্দর ভাবে ক্যাপচার করেছেন।

 2 years ago 

আপনার তোলা ঘাসফড়িং এর ছবিটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে ভাইয়া।

ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 68734.33
ETH 3745.98
USDT 1.00
SBD 3.72