🌷🌼শখের ফটোগ্রাফি পর্ব- ৫|| সন্ধ্যা কালীন মুহূর্তের দৃশ্য পটভূমি||১০% লাজুক খ্যাকের জন্য বরাদ্দ)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। অনেক দিন পর আমার শখের ফটোগ্রাফি পর্ব নিয়ে হাজির হয়েছি।আশাকরি আমার ফটোগ্রাফি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।


ফটোগ্রাফি


IMG-20210910-WA0016.jpg

IMG-20210910-WA0013.jpg


সূর্য ডোবার দৃশ্য
Device: realme 7
What's 3 Word Location :https://w3w.co/healthcare.tapers.collapsed


  • সূর্য যখন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে অস্ত যায় তখন বিভিন্ন রুপ ধারণ করে। আবার কখনো বা মেঘের রাজ্যে হারিয়ে যায়।এমনটা প্রায় প্রতিনিয়তই ঘটে থাকে।

IMG-20210910-WA0011.jpg

IMG-20210910-WA0010.jpg


সূর্য ডোবার দৃশ্য
Device: realme 7
What's 3 Word Location :https://w3w.co/healthcare.tapers.collapsed


  • সূর্য কখনো জেগে ওঠে আবার কখনো ঘুমায়। সূর্য ও পৃথিবী একে অপরের পরিপূরক হিসেবে প্রতিনিয়ত চলছে। প্রকৃতি তার অপেক্ষায় থাকে প্রতিটি দিন।সূর্য যখন অস্ত যায় প্রকৃতি তখন নিস্তব্ধ হয়ে যায়।

IMG-20210910-WA0017.jpg

IMG-20210910-WA0014.jpg


সূর্য ডোবার দৃশ্য
Device: realme 7
What's 3 Word Location :https://w3w.co/healthcare.tapers.collapsed


  • পৃথিবীর প্রতিটি উদ্ভিদ ও প্রাণী সূর্য এর উপর নির্ভরশীল।সূর্যলোকের উপস্থিতিতে উদ্ভাবন সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। আবার এই উদ্ভিদের উপর প্রাণী নির্ভশীল।এভাবেই চক্রাকারে চলছে। তাই পৃথিবীর উদ্ভিদ গুলো সূর্য ডোবার পর অপেক্ষায় থাকে।

IMG-20210910-WA0005.jpg

IMG-20210910-WA0000.jpg


সন্ধ্যাকালীন মুহূর্ত
Device: realme 7
What's 3 Word Location :https://w3w.co/healthcare.tapers.collapsed


  • সূর্য ডোবার সাথে সাথেই পৃথিবীর সৌন্দর্য অন্ধকারে ডুবে যায়। চারিদিকে তখন নীরব নিস্তব্ধতা বিরাজমান। তাই সূর্য আমাদের পৃথিবীর প্রাণ বললে ভুল হবে না। এভাবেই চলমান প্রতিদিনের পথ চলা।পাখিদের আনাগোনা বন্ধ হয়ে যায়। তারা সন্ধ্যা কালীন মুহূর্তে প্রচুর আওয়াজ তুলে ঝগড়া করে।যেন সূর্য ডোবা তারা মেনেই নিতে পারছে না।এভাবেই শেষ হয়ে যায় সন্ধ্যা কালীন মুহূর্ত।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

প্রথম দৃশ্যগুলো সত্যি অসাধারণ ক্যাপচার করেছেন। সন্ধ্যার আগ মুর্হুতটি আমার কাছে সবচেয়ে বেশী ভালো লাগে, চারপাশটা যেন অন্য রকম এক দৃশ্যের অবতারনা করে। ধন্যবাদ

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।

সন্ধ্যার আগ মুহূর্তে সূর্যাস্তের এমন দৃশ্য দেখার জন্য আমার মনটা সর্বদা আকুল হয়ে থাকে।সময় পেলে আমি এরকম দৃশ্য খুব সুন্দর ভাবে উপভোগ করি।আসলে সন্ধ্যার আগ মুহূর্তে প্রকৃতি একটু ভিন্ন রূপে সাঁঝে যেটা উপভোগ করার মতই।অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই।
শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

মন্তব্য করার জন্য ধন্যবাদ

 3 years ago 

খুব সুন্দর ফটোগ্রাফি হয়েছে। সূর্য ও পৃথিবী নিয়ে খুব সুন্দর লিখেছেন ছবির ফাঁকে ফাঁকে। সত্যি আকাশের দৃশ্যগুলো কি সুন্দর ! আপনাকে ধন্যবাদ

 3 years ago 

মন্তব্য করার জন্য ধন্যবাদ

 3 years ago 

দারুন কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন ভাই। অনেক সুন্দর হয়েছে ছবি গুলো। ছবি গুলোর সাথে লেখাটাও সুন্দর গুছিয়ে লিখেছেন। শুবেচ্ছা রইল ভাই আপনার জন্য।

 3 years ago 

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

সূর্যাস্তের সময় টা আমার কাছে খুব ভালো লাগে। অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটি মুহূর্ত খুব সুন্দর ভাবে ক্যামেরাবন্দি করেছেন। সাত নম্বর ছবিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ

 3 years ago 

অসাধারণ হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো আপনার ফটো তোলার হাত অনেক শক্তিশালী♥

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

আকাশ এর ভেতর থেকে সূর্যের রশ্মি গুলো পৃথিবীতে এসে পড়ছে। আবার যখন সূর্য অস্ত যাচ্ছে তখন নারিকেল গাছের উপরে সূর্যটাকে ডিমের কুসুমের মত দেখাচ্ছে। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে সন্ধ্যা নেমে এসেছে। দৃশ্য গুলো অনেক সুন্দর ছিল। শুভকামনা রইল আপনার জন্য

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 65837.38
ETH 2629.05
USDT 1.00
SBD 2.67