''এসো নিজে করি''রঙিন পেপার দিয়ে ওয়ালমেট তৈরি !! @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আমার বাংলা ব্লগ কমিউনিটিতে একটি গুরুত্বপূর্ণ সপ্তাহ চলছে। সেটা হল এসে নিজে করি এই সপ্তাহে আমরা অনেক সৃজনশীলতা মুলক কাজ দেখতে পাচ্ছি। তাই আমিও কিছু তৈরি করার চেষ্টা করেছি।আজ আমি রঙিন পেপার দিয়ে ওয়ালমেট তৈরি করবো।



1634224017478-01.jpeg


প্রয়োজনীয় উপকরন


  • রঙিন পেপার
  • আঠা
  • সুতা
  • পুতি
  • কার্ডবোর্ড

কাজের ধারা



1634224465717-01.jpeg


ধাপঃ-১ঃপ্রথমে একটা কার্ডবোর্ড কে বৃত্তা আকারে কেটে নিতে হবে।



IMG_20211014_205321.jpg


ধাপঃ-২ঃএরপর হলুদ রঙের কাগজকে মেপে কেটে নিতে হবে।তারপর কাগজকে গোল করে ফুলের আকৃতি দিতে হবে এবং ভালো করে আঠা দিয়ে লাগাতে হবে।



1634224189247-01.jpeg


ধাপঃ-৩ঃএরপর কাগজের ফুলকে আঠা দিয়ে কার্ডবোর্ডে আঠা দিয়ে লাগিয়ে নিই।



1634224157048-01.jpeg


ধাপঃ-৪ঃকার্ডবোর্ডে সবগুলো হলুদ রঙের কাগজের ফুলকে আঠা দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে।



IMG_20211014_210147.jpg


ধাপঃ-৫ঃএরপর ছোট আরেকটা ফুল বানাতে হবে।এই ফুলটা মূল ফুলের উপর আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে।



1634224294325-01.jpeg

1634224375637-01.jpeg


ধাপঃ-৬ঃমূল ফুলের সাথে সংযুক্ত করার জন্য তিনটা।ফুল বানিয়ে নিই।তারপর ফুলের সাথে সূতা লাগিয়ে পুতি যুক্ত করতে হবে।



1634224017478-01.jpeg

ধাপঃ-৭ঃআমার ওয়ালমেট তৈরি শেষ।এখন দেয়ালে লাগানোর পালা।দেয়ালে এই ধরনের ফুল থাকলে সৌন্দর্য বৃদ্ধি করে।

Sort:  
 3 years ago 

দেয়ালে খুব সুন্দর লাগবে সত্যি । কারন হলুদ এর ওয়ালমেট দেয়ালে সত্যি খুব সুন্দর লাগবে আমার মনে হয়। দোয়া রইল অনেক দূরে এগিয়ে যান আপনি ।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

খুব সুন্দর হয়েছে আপনার ওয়ালমেটটি।দেখে মনে হচ্ছে আপনি খুব পরিশ্রম করে এটা তৈরি করেছেন।শুভকামনা রইল মামা❤️❤️❤️

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

ভালোবাসা অবিরাম ❤️❤️

 3 years ago 

আমি একটা ব্যাপার লক্ষ্য করলাম।
আপনার দেওয়ালের রংটা খুব বেশি সুন্দর। আর তাই জন্য ওয়ালমেটটি অনেক বেশি সুন্দর হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

আমরা প্রতিনিয়ত অনেক ওয়ালমেট দেখতে পাচ্ছি এবং আপনিও রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। সত্যিই আপনার প্রশংসা করতে হয় এত সুন্দর ভাবে প্রতিটি ধাপ আপনি পরিবেশন করেছেন। ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন যা ছিল দেখার মতো। আপনি খুব ভালো বর্ণনা দিয়েছেন এবং হাতের কাজ অনেক ভালো খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার কাগজয়ের ওয়ালমেটটি।দেখে মনে হচ্ছে আপনি খুব পরিশ্রম করে এটা তৈরি করেছেন।আপনার ধাপে ধাপে তৈরি করা দেখে আমি শিখতে পারল।শুভকামনা রইল মামা

 3 years ago 

ধন্যবাদ ❤️❤️

 3 years ago 

সত্যিই আপনার প্রশংসা করতে হয় এত সুন্দর ভাবে প্রতিটি ধাপ আপনি পরিবেশন করেছেন। ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন যা ছিল দেখার মতো। আপনি খুব ভালো বর্ণনা দিয়েছেন এবং হাতের কাজ অনেক ভালো খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ বড় ভাই ❤️❤️

 3 years ago 

বাহ্ আপনি কাগজ দিয়ে সুন্দর ফুল তৈরি করেছেন। গঠন মূলক পোস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট তৈরির প্রতিটা স্টেপ ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে সাজিয়েছেন। সেই সাথে সুন্দর বর্ণনা দিয়েছেন। শুভকামনা রইলো আপনার জন্য

 3 years ago 

ধন্যবাদ এম্মে

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.032
BTC 63122.36
ETH 3072.69
USDT 1.00
SBD 3.86