পেন্সিলে আঁকা রোমান্টিক দৃশ্য। ||১০% লাজুক খ্যাকের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ - ২ ফাল্গুন | ১৪২৮ বঙ্গাব্দ | মঙ্গলবার |বসন্তকাল |


আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি পেন্সিলে আঁকা একটি রোমান্টিক দৃশ্য। আশা করি আপনাদের ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক।


IMG20220214123538_00-01.jpeg


প্রয়জনীয় উপকরন

  • সাদা কাগজ।
  • একটি পেন্সিল ও রাবার, লাল কলম।
  • একটি স্কেল।

কাজের ধারা


IMG20220213194913_00-01.jpeg

  • ধাপ-০১ঃপ্রথমে সকল প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে হবে। এরপর একটি সাদা কাগজে চারিদিকে বডার দিয়ে নিতে হবে। তারপর...

IMG20220213195906_00-01.jpeg

  • ধাপ-০২ঃএবার পেন্সিল দিয়ে সুন্দর করে গাছের চিত্র অংকন করে নিয়েছি উপরের ঢাল সহ। তারপর...

IMG20220213200232_00-01.jpeg

  • ধাপ-০৩ঃআবারো আরো কিছু গাছের সাথে ঢালের চিত্র অংকন করে নিয়েছি। তারপর...

IMG20220213201447_00-01.jpeg

  • ধাপ-০৪ঃএবার গাছটি পুরা আকৃতিতে পরিনত করার জন‍্য আরো কিছু গাছের ঢাল অংকন করে নিয়েছি। তারপর...

IMG20220213201752_00-01.jpeg

IMG20220213204106_00-01.jpeg

  • ধাপ-০৫ঃএবার গাছের ঢালের মাথায় লাভ এর চিত্র অংকন করে নিয়েছি এবং পেন্সিল কালি দিয়ে ফাকা জায়গা ভরাট করে দিয়েছি। তারপর...

IMG20220213205153_00-01.jpeg

IMG20220214121450_00-01.jpeg

  • ধাপ-০৬ঃএবার গাছের ঢালের মাথার লাভ গুলো লাল কালি দিয়ে পূর্ণ করে দিয়েছি সৌন্দর্য বৃদ্ধি করার জন‍্য। গাছের সাইডে পেন্সিল দিয়ে একটি ছেলের চিত্রাঙ্কন করে নিয়েছি। তারপর...

IMG20220214121836_00-01.jpeg

IMG20220214123007_00-01.jpeg

  • ধাপ-০৭ঃছেলের চিত্রের অপর পাশে একটি মেয়ের চিত্র অংকন করে নিয়েছি এবং তা পেন্সিল কালি দিয়ে ফাকা অংশ ভরাট করে নিয়েছি। তারপর...

IMG20220214123246_00-01.jpeg

IMG20220214123344_00-01.jpeg

  • ধাপ-০৮ঃএবার ছেলে,মেয়ের হাতে একটি ফুলের চিত্র অংকন করে নিয়েছি এবং ফাকা জায়গা গুলো পেন্সিল কালি ও লাল কালি দিয়ে ভরাট করে নিয়েছি।

IMG20220214123538_00-01.jpeg

  • শেষধাপঃএভাবেই তৈরি হয়ে গেলো.......................

আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পোস্টে অন্য কোনো গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

পেন্সিল দিয়ে রোমান্টিক সময় রোমান্টিক একটা দৃশ্য অংকন করলেন আপনি। আপনার দৃশ্যটা তো আমার কাছে একেবারে অসাধারণ লাগলো দেখে। বিশেষ করে লাভের গাছটা দেখতে খুবই আকর্ষণীয় দেখাচ্ছে। প্রপোজ করার দৃশ্যটা খুবই অসাধারণ ছিল। পুরো দৃশ্যটা আপনি অনেক নিখুঁতভাবে অংকন করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল🤗🤗

 2 years ago 

আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

পেন্সিল দিয়ে অনেক সুন্দর একটি রোমান্টিক দৃশ্য অংকন করেছেন । যেটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে । তৈরি করার পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । এত সুন্দর একটি অঙ্কন আমাদের সামনে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । তাছাড়া আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

আপনার গঠনমূলক সুন্দর মতামত করার জন্য অসংখ্য

 2 years ago 

আপনি খুব সুন্দর করে পেন্সিল দিয়ে রোমান্টিক দৃশ্য অংকন করেছেন । দেখতে বেশ ভালো লাগছে। আপনি দক্ষতার সাথে খুব চমৎকারভাবে এই আর্টি সম্পন্ন করেছেন। ধাপগুলো খুব চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর আর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

আপনার তৈরি করা ড্রইং টি সত্যি দেখতে অনেক চমৎকার। আপনি ভালোবাসা দিবস উপলক্ষে খুবই চমৎকার একটি ড্রইং তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। গতকাল ভালোবাসা দিবস ছিল ওইদিনে আমার মনে হয় এটাই শ্রেষ্ঠ ড্রইং হবে তাছাড়াও ধাপে ধাপে আপনি অনেক সুন্দর ভাবে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ❤️❤️❤️

 2 years ago 

আপনার অনুপ্রেরণা মূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

একদম সঠিক দিনে সঠিক ডেলিভারি দিয়েছেন ভাইয়া। ভালোবাসা দিবসে এটা একটা অসাধারন ছবি আমার কাছে। গাছ যেন চারিদিকে ভালোবাসার আভাস ছড়িয়ে দিচ্ছে। একটা কথা জানতে চাই সেটা হচ্ছে আপনি কী ভাবীকে এভাবে প্রপোজ করেছেন নাকি??

 2 years ago 

ভালোবাসা দিবসে ভালবাসার ছবি অংকন করার মধ্যে অনেক মজা আছে। ভাবি কই পাব ? আপনার গঠনমূলক মতামত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

পেন্সিল এর সাহায্যে খুবই সুন্দর একটি রোমান্টিক দৃশ্য অংকন করেছেন ভাইয়া। ভালোবাসা দিবস উপলক্ষে আপনার এই পেইন্টিংটি অনেক সুন্দর হয়েছে। খুবই সুন্দর ভাবে আপনি ভালোবাসা দিবসের জিনিসটি আমাদের মাঝে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি ভালোবাসা দিবস উপলক্ষে খুবই চমৎকার একটি ড্রইং তৈরি করেছেন এবং সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি ধাপ গুলো অনেক সুন্দর বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

মনে প্রেম থাকলে এমনিতেই সুন্দর সুন্দর প্রেমের চিত্র অঙ্কন করা যায়।😄 আপনার গঠনমূলক মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

পেন্সিলে আঁকা রোমান্টিক দৃশ্য ছবিটি অসম্ভব সুন্দর এঁকেছেন আপনি ।গাছটা খুব ভালো লাগছে বিশেষ করে লাল লাল হার্ট আঁকার কারণে আরো বেশি ভালো লাগছে। খুব সুন্দর করে প্রতিটি ধাপ একে একে এঁকে দেখিয়ে দিয়েছেন যে আমার কাছে খুব ভালো লেগেছে ।আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

রোমান্টিক দৃশ্য অংকন খুবই সুন্দর হয়েছে ভাইয়া। একটি ছেলে তার প্রিয় মানুষটিকে প্রপোজ করছে এরকম একটি চিত্র অংকন করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার অংকনের প্রশংসা না করলেই নয়। দারুন একটি দৃশ্য আমাদের মাঝে তুলে ধরেছেন আপনি। অসাধারণ একটি রোমান্টিক মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আসলে চিত্রের মধ্যে একটু প্রেম না থাকলে কি জমে তাই একটু অংকন করার চেষ্টা করেছিলাম। গঠনমূলক মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার পেন্সিলে আঁকা রোমান্টিক দৃশ্যটি খুব চমৎকার হয়েছে। এই দৃশ্যটি আমিও বেশ কিছুদিন আগে একেছিলাম। কিন্তু আপনার মেয়ে এবং ছেলের আর্টটি খুব চমৎকার হয়েছে। আমি এত সুন্দর করে মেয়ে এবং ছেলেটিকে আঁকতে পারিনি। আপনার আর্ট দেখে আসলেই খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 65811.20
ETH 3178.05
USDT 1.00
SBD 2.54