"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ১১ ~আমার অংশগ্রহন~ ||১০% লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমার বাংলা ব্লগ কমিউনিটি ফাউন্ডার rme দাদাকে সময় উপযোগী একটি ফটোগ্রাফী কনটেস্ট এর আয়োজন করার জন্য। এই কনটেস্ট এর মাধ্যমে আমরা অনেক ধরনের ফটোগ্রাফি দেখতে পারছি। অবশেষে আমিও হাজির হলাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। শীতকাল আসলেই প্রথমেই মনে পড়ে যায় ছোটবেলার সকল স্মৃতিগুলো। কারণ শীতকালে ছোটবেলায় সকাল সকাল ঘুম থেকে উঠে রোধের জন্য অপেক্ষা করতাম কখন একটু রোদ বের হবে একটু বসে গা গরম করব। এখন বয়সটা বেশি হওয়ার সাথে সাথে সেই ছোটবেলার মজা গুলো হারিয়ে গিয়েছে। এখন আর সকালে ঘুম থেকে ওঠা হয়না সকালের সূর্য উদয় টাও সেভাবে দেখা হয়ে ওঠেনা। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

📸ফটোগ্রাফি📸

IMG20211228070030_00-01.jpeg


শীতের সকালে খেজুরের রস।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/canteen.jungle.symmetries

  • শীতকাল আসলেই প্রথমে মনে পড়ে যায় ছোটবেলায় খেজুর রস খাবার কথা ।যখন ছোট ছিলাম বাড়ির পাশে খেজুরের গাছ ছিলো তখন ঘুম থেকে সকাল সকাল উঠতাম খেজুরের রস খাওয়ার জন্য। এখনো শীতের সময় আসলে মনে হয় যেন খেজুরের রস খেতে হবে তাই ছুটে চলে যায় কোন এক সুন্দর পরিবেশে খেজুরের রস খেতে। শীত মানেই অনেক ধরনের পিঠা উৎসব শীত মানেই কুয়াশাচ্ছন্ন সকাল এই কুয়াশাচ্ছন্ন সকালে খেজুরের রস খাইতে বেশি মজা লাগে। ছবিটা আমি উঠাইয়ে রেখেছিলাম খেজুর রস খেতে গিয়ে একজন ব্যক্তি খেজুর রস ভর্তি হাড়ি কাঁধে করে নিয়ে যাচ্ছে।
    1643771561620.png
📸ফটোগ্রাফি📸

IMG-20220202-WA0013.jpg

IMG-20220202-WA0015.jpg


শীতের সকালে নৌকার দৃশ্য।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/stepladder.impossibility.watersheds

  • শীতের সকালে এভাবে কি কখনও নদীর সৌন্দর্য উপভোগ করেছেন ?হ্যাঁ আমি করেছি সৌন্দর্যটা মুগ্ধ করার মতো ।চারিদিকে নিস্তব্ধ ঘন কুয়াশায় ভরা চারিপাশ পানি ।কিন্তু চারিদিকে ঘন কুয়াশা থাকার কারণে বেশি দূরের কোনো নৌকাকে দেখা যায় না। আর পানি দিয়ে ভোরের সময় যখন ধোঁয়া বের হয় তখন আরো মন মুগ্ধকর লাগে ব্যাপারটা। ঠিক সেই সকালের কুয়াশা ঘন সময়টা উপভোগ করার সময় ওঠানো হয়েছিল তাদের এই শীতের মাঝেও ছোট নৌকা নিয়ে জীবিকা নির্বাহের জন্য মাছ ধরতে হয়।

1643771561620.png

📸ফটোগ্রাফি📸

IMG20211228071701_00-01.jpeg

IMG-20220201-WA0069-01.jpeg


শীতের সকালে মিষ্টি রোদ।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/slacks.unprompted.imparting

  • শীতের সকালে যখন ঘন কুয়াশা কেটে সূর্যের দেখা মেলে তখন একটু গরম হওয়ার জন্য সূর্যতাপে গিয়ে বসে থাকি। সূর্য যখন ওকে দেয় পূর্ব আকাশে তখন থেকে কুয়াশা হারিয়ে যেতে শুরু করে দূর অজানায়। সকালে মিষ্টি রোদে বসে বসে গল্প করতে অনেক মজা লাগে। এই মজাটা সবথেকে বেশি পেতাম ছোটবেলায় কারণ তখন অনেক সকালে ঘুম থেকে উঠা হতো। কিন্তু এখন আর সকালের মিষ্টি রোদ দেখার জন্য সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় যখন ঘুম থেকে ওঠা হয় তখন সূর্য উঠে যায়।

1643771561620.png


📸ফটোগ্রাফি📸

IMG_2418-01.jpeg

IMG_2452-01.jpeg


ফুলের সৌন্দর্য।
Device : Canon 600d
What's 3 Word Location : https://w3w.co/slacks.unprompted.imparting

  • ফুল ভালবাসেনা এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে । কারো যদি মন খারাপ থাকে সে যদি ফুলের সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকে তাহলে তার মন ভালো হয়ে যাবে। বাংলাদেশের সাধারণত সব ধরনের ফুল শীতের সময় দেখা যায়। বলতে পারেন শীতকালের আরেকটি সৌন্দর্যের নাম হল ফুল। বিভিন্ন রিসোর্ট পার্ক ইত্যাদি জায়গাগুলোতে শীতের সময় ফুল দ্বারা পরিপূর্ণ থাকে। কোন জায়গাকে আকর্ষণীয় করে তুলতে ফুল গাছ লাগাতে হবে আর এই ফুলগুলো বেশিরভাগ শীতের সময় ফোটে।

1643771561620.png


📸ফটোগ্রাফি📸

1643803889670-01.jpeg


পাখিদের মেলা।
Device : Canon 600d
What's 3 Word Location : https://w3w.co/slacks.unprompted.imparting

  • শীত কালীন সময়ে প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে ভরপুর থাকে । সময়ের সাথে সাথে প্রকৃতি তার রূপ বদলায়। বিভিন্ন ধরনের পাখির আনাগোনা দেখা যায়। শীতের সময়ে ফসলি জমিতে বিভিন্ন ভাবে কৃষকেরা বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ করে থাকে । পাখিরা তাদের নিত্যদিনের আহার সংগ্রহের জন্য বিভিন্ন ফসলের জমিতে ভিড় জমায়। শীতের মুহূর্তে বিভিন্ন ধরনের পাখি প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্যের সাথে তাল মিলিয়ে তারা সমাহার ঘটিয়ে থাকে ।সেই দৃশ্য পটভূমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি।

1643771561620.png


📸ফটোগ্রাফি📸

IMG_2638-01.jpeg


সরিষা ফুল
Device : Canon 600d
What's 3 Word Location : https://w3w.co/slacks.unprompted.imparting

  • শীতকালীন মুহূর্তে সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করতে আমার খুবই ভালো লাগে। শীতের সময় কৃষকেরা মাঠে মাঠে প্রচুর সরিষার ও বিভিন্ন ধরনের ফসলের চাষাবাদ করে থাকে। মাঠের মাঠে সবুজ প্রকৃতির সমাহার ঘটে থাকে ।যেদিকেই চোখ যায় সবুজের সমাহার দ্বারা বিস্তৃত ।যেগুলো প্রকৃত প্রেমিরা উপভোগ করতে খুবই ভালোবাসে। সময়ের সাথে সাথে সবুজ শ্যামল প্রকৃতির রূপ বদলায় ।শীতকালীন সময়ের প্রকৃতির সৌন্দর্য আমাকে মুগ্ধ করে।

1643771561620.png


📸ফটোগ্রাফি📸

IMG20220113165532_00-01.jpeg

IMG20220113164837_00-01.jpeg


সন্ধ্যাকালীন মুহূর্তের দৃশ্য
Device :Realme 7
What's 3 Word Location : https://w3w.co/slacks.unprompted.imparting

  • সন্ধ্যাকালীন মুহূর্তের দৃশ্য উপভোগ করতে কার না ভালো লাগে। একটি দিনের শুরু হয় সূর্য উদয়ের মাধ্যমে শেষ হয় সূর্য অস্তের মাধ্যমে। সূর্যাস্তের সময় সূর্য লালচে আকার ধারণ করে আকাশের রুপের পরিবর্তন ঘটে। সৌন্দর্য চারিদিকে বৃদ্ধি পায় যেটা আমার উপভোগ করতে খুবই ভালো লাগে ।আমি প্রায়ই এই সন্ধ্যাকালীন মুহূর্তের দৃশ্য উপভোগ করতে সবুজ শ্যামল প্রকৃতির খোলা আকাশের নিচে অবস্থান করি। আশা করি আমার সন্ধ্যাকালীন মুহূর্তে দেশের ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লাগবে।

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে তুলেছেন। তাছাড়া ফটোগ্রাফি গুলোর সাথে সাথে বর্ণনাগুলো অনেক সুন্দর ভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন । এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সামনে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

আপনার গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ

 2 years ago 

প্রতিটা ফটো অনেক দারুন ছিল,আপনার প্রতিটা ফটো আমার অনেক বেশী ভালো লাগছে। প্রতিযোগীতায় অংশগ্রহণ করছেন অনেক ভালো ভালো দৃশ্য দিয়েই,আশা করি ভালো কিছু হবে।শুভ কামনা রইল

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনার গঠনমূলক মন্তব্য করার জন্য

 2 years ago 

শীতকালের প্রাকৃতিক দৃশ্যের অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি বলেছেন ভাই। প্রত্যেকটি ছবি অনেক সুন্দর ছিল। সকল ছবির মাধ্যমে শীতকালের প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

আপনার মূল্যবান মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

বাহ ছবি গুলো দারুণ হয়েছে। প্রত্যেকটি ছবি তে শীতকালের আমেজ খুব ভালো ভাবেই ফুটিয়ে তুলেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ এতো সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। শুভ কামনা রইলো।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গঠনমূলক মতামত প্রকাশ করার জন্য

 2 years ago 

অসাধারণ ছিল প্রত্যেকটি ফটোগ্রাফি। ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেছি। অনেক সুন্দর ভাবে ক্যাপচার করেছেন সবকিছু। সকালের মিষ্টি রোদের ফটোগ্রাফি এবং পাখিগুলোর ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এবং আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার গঠনমূলক মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই চমৎকার হয়েছে। ফটোগ্রাফি গুলো আমার খুব ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল আশা করছি এই প্রতিযোগিতা প্রথম সারিতে অবস্থান করবেন। ভালো থাকেন ভাই, ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে

 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। সেই সাথে আপনার ফটোগ্রাফি গুলো অসাধারন ছিল। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে গ্রামের মেঠোপথে রস নিয়ে একটি লোক হেঁটে যাওয়ার ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মতামতের জন্য ধন্যবাদ

 2 years ago 

জাস্ট ওয়াও।।
বরাবরই আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করে থাকেন।। অসাধারণ কিছু ফটো ফটোগ্রাফি উপস্থাপন করেছেন মনে হচ্ছে প্রত্যেকটা ফটোই জীবন্ত বিশেষ করে প্রথম তৃতীয় চতুর্থ পঞ্চম এবং সপ্তম নম্বর ফটো বেস্ট শুভেচ্ছা রইল আপনার জন্য

 2 years ago 

আপনার মূল্যবান মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

কয়েকটি ছবি একবারেই নজর কাড়লো আমার ♥️
ভীষণ সুন্দর ছিল সবকিছু, আপনি সবসময়ই ভালো ছবি তুলেন আমি দেখেছি।
তবে আরো কিছু ছবি সংযোজন করলে খুব ভালো হতো। শুভ কামনা রইল আপনার জন্য 💌

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে

অসাধারণ অসাধারণ অসাধারাণ। এতো সুন্দর করে প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তুলেছেন যা চমৎকার হয়েছে সেই সাথে বর্ণনার ভাষাটাও দুর্দান্ত

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.14
JST 0.030
BTC 68220.71
ETH 3321.59
USDT 1.00
SBD 2.74