🌼শখের ফটোগ্রাফি পর্ব- ১৫||১০% লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আপনাদের মাঝে আবারো হাজির হলাম ফটোগ্রাফি পোস্ট নিয়ে। ফটোগ্রাফি টা সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে ওঠানো কিছু ছবি এবং প্রাকৃতিক দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করব। অনেকদিন আগে আমরা বন্ধুরা মিলে পদ্মার চরে ঘুরতে গিয়েছিলাম। এখন যেহেতু শীতকাল তাই নদীতে পর্যাপ্ত পানি না থাকায় পুরা এলাকা জুড়ে ফসলের আবাদ হচ্ছে। আমরা যে জায়গাটিতে গিয়েছিলাম সেখানে শুধু বর্ষা মৌসুমে পানি হয় তারপর সব পানি শুকিয়ে যায় তখন লোকেরা এই জমিতে বিভিন্ন ধরনের ফসল আবাদ করে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে ফটোগ্রাফির পোস্ট শুরু করা যাক।

ফটোগ্রাফি


IMG20220113160755_00-01.jpeg


খেসারির ফুল।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/catered.dusted.fevered

  • আমরা সবাই কমবেশি খেসারি চিনি। এটা সাধারণত গ্রাম অঞ্চলের বেশি চাষাবাদ হয়। আমরা বন্ধুরা মিলে একদিন মাঠে ঘুরতে গিয়েছিলাম ‌।তখন হঠাৎ চোখে পড়ে খেসারির ছোট ছোট সুন্দর ফুল ।আর ছোট ফুলগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগছিল ।তাই সুন্দর মুহূর্তটাকে আমি ক্যামেরায় বন্দী করে রাখি।

ফটোগ্রাফি


IMG20220113161246_00-01.jpeg


কর্মব্যস্ত মানুষের ঘরে ফেরা।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/catered.dusted.fevered

  • দিন শেষে সবাইকে যে ঘরে ফিরতে হবে। ছবিতে আপনারা দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তারা সারাদিন মাঠে কাজ করে সন্ধ্যা নামার আগেই বাড়ি ফেরার জন্য রওনা করেছে। তাদের কর্মব্যস্ত দিনটাকে শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য। তারা প্রতিদিন কঠোর পরিশ্রম করে ।এই কঠোর পরিশ্রমের ফলে তারা একদিন সফলতা অর্জন করে ।তাদের মাঠের জমিতে আবাদকৃত ফসল যখন ঘরে তুলে আনে তখন তাদের আনন্দে মন ভরে যায়।

ফটোগ্রাফি


IMG20220113161411_00-01.jpeg


এক পাল গরু
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/catered.dusted.fevered

  • গরুর মালিক গরু গুলোকে মাঠে খাওয়াইতে নিয়ে গিয়েছিল। তারা একসাথে অনেকগুলো গরু মাঠে নিয়ে যায় তাদের খাবারের সন্ধানে। মাঠে গিয়ে গরু বিভিন্ন ধরনের ঘাস খায় এতে গরুর মালিকের খরচ কমে যায় এবং গরু সুস্বাস্থ্যবান হয়ে ওঠে। সন্ধ্যা নামার আগেই গরু গুলোকে বাড়িতে নিয়ে আসার জন্য আসছেন।

ফটোগ্রাফি


IMG20220113171221_00-01.jpeg


পাখিদের মিলন মেলা।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/catered.dusted.fevered

  • বিশেষ করে এ শীতের মৌসুমে বিভিন্ন ধরনের পাখির দেখা মেলে। আমরা মাঠে ঘুরতে গিয়ে একঝাঁক পাখির দেখা পেয়েছিলাম। পাখিরা যখন একটি স্থান থেকে অন্য স্থানে উড়ে যাচ্ছিল তখন দেখতে অনেক ভালো লাগছিল। তারা সব সময় দলবদ্ধ হয়ে উঠতে ভালোবাসে কারণ যাতে অন্য কেউ তাদের উপর আক্রমণ না করতে পারে।

ফটোগ্রাফি


IMG20220113162339_00-01.jpeg


মহিষের গাড়ি।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/catered.dusted.fevered

  • মহিষ আমরা কমবেশি সবাই চিনি কিন্তু সবার ভাগ্যে মহিষের গাড়ি দেখা হয়নি। এই মহিষের গাড়ি সাধারণত মাঠ থেকে বিভিন্ন ধরনের ফসল মালামাল ইত্যাদি একটি স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। কারণ এখানে যাতায়াতব্যবস্থা তেমন ভাল হয় না তাই মানুষের সুবিধার জন্য মহিষ গাড়ি চলাচল করে।

ফটোগ্রাফি


IMG20220113171200_00-01.jpeg


সূর্যাস্ত।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/catered.dusted.fevered

  • বিকালে সূর্যটা যখন পশ্চিমাকাশে ঢলে পড়ে তখন সূর্যের রক্তিম বর্ণ ধারণ করে । আমার কাছে এই সময়টা অনেক বেশি ভালো লাগে ।আর এই সময়ের ফটোগ্রাফি করতে আমার সবথেকে বেশি ভালো লাগে। কারণ এই সময় এর সৌন্দর্য অনেক বেশি। আর এই সুন্দর্যকে আপনাদের সামনে ফুটিয়ে তুলবো না এটা কি করে হয়। তাই একটু সুযোগ পেলেই আমি সূর্যাস্তের ছবি আমার ফোনে বন্দি করে রাখি।


standard_Discord_Zip.gif

Sort:  
 3 years ago 

চোখ জুড়ানো কিছু ছবি দেখলাম ♥️
প্রতিটি ছবি যেন একটা গল্প।
দারুন সবকিছু 🥀

 3 years ago 

অনেক সুন্দর সুন্দর দৃশ্য উপস্থাপন করেছেন আমাদের মাঝে।সব গুলো দৃশ্য একদম প্রাকৃতিক ছিল যা আমার মন ছুঁয়ে গিয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল রাহুল ভাই 💚

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশী হলাম। আপনার গঠনমূলক মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি কিন্তু অসাধারণ ফটোগ্রাফি করেন বলতেই হবে। গ্রামীণ পরিবেশে প্রত্যেকটি ছবি আমার খুব ভালো লাগলো বিশেষ করে খেসারির ফুল,কর্মব্যস্ত মানুষের ঘরে ফেরা, সূর্যাস্ত দারুন লেগেছে। সব মিলিয়ে খুব সুন্দরভাবে উপস্থাপন করে দেখিয়েছেন।অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ গঠনমূলক মতামত প্রকাশ করার জন্য

 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো অত্যান্ত অসাধারণ হয়েছে। আপনি খুব সুন্দর করে সময় দিয়ে ছবিগুলো তুলেছেন। ছবির সাথে কথাগুলো খুব চমৎকার ছিল। অবশ্য আপনি প্রশংসার দাবিদার। প্রত্যেকটি ছবি আমার কাছে খুব সুন্দর লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল ধন্যবাদ।

 3 years ago 

আপনার অনুপ্রেরণা মূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া

আপনার প্রতিটি ফটোগ্রাফি অনেক দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় হয়েছে। আপনি তো অত্যন্ত সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। আপনার আগামীর জন্য শুভকামনা রইল। আশা করি সামনের দিনগুলোতে আরো ভালো মানের ফটোগ্রাফি উপহার দিবেন আমাদের।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার মতামত প্রকাশের জন্য

 3 years ago 

footer.png

আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। তার মধ্যে ভালো লেগেছে কর্মব্যস্ত মানুষের বাড়ি ফেরার দৃশ্যটি। আসলে ফটোগ্রাফি মানেই হচ্ছে স্থিরচিত্রের মাধ্যমে মিনিংফুল কোনো কিছুকে বোঝানো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

footer 1.png

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার মতামত প্রকাশের জন্য। আমি কিন্তু আপনার ডিজিটাল আর্টের ফ্যান।

 3 years ago 

❤️❤️ ধন্যবাদ ভাই ❤️❤️

 3 years ago 

ছবিগুলো খুবই মনোরম।একপাল গরুর ছবিটি বেশ ভালো লাগলো আমার।আর এমন ফটোগ্রাফি করতে আমারও ভালো লাগে। খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনার গঠনমূলক মন্তব্য আমাদের মাঝে প্রকাশের জন্য

 3 years ago 

আপনার ফটোগ্রাফির প্রত্যেকটি সাবজেক্টই স্বতন্ত্র। আমি মনে করি ছবি তোলার ক্ষেত্রে সাবজেক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আপনার ছবি তোলার হাতও অনেক ভালো। বেশ দক্ষতার সঙ্গে প্রতিটি ছবিই আপনি তুলেছেন। সত্যিই অনেক ভালো হয়েছে। শুভকামনা রইল

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনার অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য

 3 years ago 
  • প্রত্যেকটা ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো করেছেন। বিশেষ করে পাখিদের মিলন মেলার ফটোগ্রাফটি আমার সবচাইতে বেশি ভাল লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।
 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনার গঠনমূলক মন্তব্য প্রকাশের জন্য

 3 years ago 

আপনার তোলা ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। যা ছিল খুবই অসাধারণ। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58394.86
ETH 2618.86
USDT 1.00
SBD 2.39