DIY (এসো নিজে করি).||কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি।||১০% লাজুক খ্যাকের জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


প্রথমে ধন্যবাদ জানাই @rme দাদাকে আবারো এসো নিজে করি, ইভেন্টে অংশগ্রহন করার সুযোগ করে দেওয়ার জন্য।আমি কাগজ দিয়ে তেমন কিছু তৈরি করতে পারি না। কিন্তু চেষ্টা করতে তো কোনো বাধা নেই চেষ্টার দ্বারাই সফলতা অর্জন করা সম্ভব।তাহলে চলুন শুরু করা যাক।


IMG20210912103621_00-01.jpeg


ওয়ালমেট
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/putty.heavier.bathhouses


তৈরি পদ্ধতি


উপাদানঃ
  • এ৪ সাইজের রঙিন পেপার।
  • কাচি।
  • আঠা।
  • সুতা।

IMG20210912103834_00.jpg


  • ধাপ-১ঃপ্রথমে কাগজকে ছবিতে দেখানো পদ্ধতিতে ভাজ করে নিব।

IMG20210912102430_00.jpg


  • ধাপ-০২ঃতারপর কাগজকে মাঝ বরাবর আঠা দিয়ে লাগাবো এবং কাচি দিয়ে ডিম্বাকৃতির করে কেঁটে নিবো। এই রকম করে ১০ টি তৈরি করবো।

IMG20210912102441_00.jpg


  • ধাপ-৩ঃচিত্রে প্রদর্শিত অংশটি তৈরি করার জন্য দুইটা রঙিন কাগজ নিব তারপর কাগজ গুলাকে ভাজ করে দুইটার মাঝের অংশে সুতা দিয়ে বেঁধে নিবো।

IMG20210912102500_00.jpg


ধাপ-৪ঃতৈরিকৃত জিনিসগুলো একসাথে রাখার পর।


IMG20210912102951_00.jpg


  • ধাপ-৫ঃতিনটা কাগজকে লম্বা করে কেঁটে তার সাথে আঠা দিয়ে তিনটা ফুল লাগিয়ে দেই।

IMG20210912103452_00.jpg


  • ধাপ-৬ঃএখন সবগুলোকে আঠা দিয়ে লাগানোর পালা।লাল রঙের বড় ফুলের সাথে সব গুলো ফুলকে আঠা দিয়ে লাগতে হবে।লাগনোর পর আমাদের ওয়ামেট তৈরি হয়ে যাবে।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি খুবই সুন্দর ছিল। আপনার ও তৈরিতে যিনি সহোযোগিতা করেছেন তাকেও ধন্যবাদ।

 3 years ago 

আমার পোস্টটি পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ

 3 years ago 

আপনার ওয়ালমেট এর পাতাগুলো জীবন্ত পাতার মতো লাগতেছে। আর দেখে অনেক ভালো লাগলো। যাই হোক আপনার পোস্টটি অনেক সুন্দর ছিল ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ ❤️

 3 years ago 

কাগজের তৈরি ওয়ালমার্ট টা দেখতে খুবই সুন্দর লাগছে

আমি কাগজ দিয়ে তেমন কিছু তৈরি করতে পারি না। কিন্তু চেষ্টা করতে তো কোনো বাধা নেই

চেষ্টা করলে সবই সম্ভব, আপনি চেষ্টা করেছেন তাই পেরেছেন,আপনার চেষ্টা বিফলে যায় নি,শুভ কামনা আপনার জন্য

 3 years ago 

ধন্যবাদ ❤️

দারুন একটি প্রতিভা শেয়ার করলেন ভাই। ওয়ালমেট টি দেখতে দারুন হয়েছে। আর আপনার কাজের ফিনিশিং প্রশংসনীয়

 3 years ago 

ধন্যবাদ ভাই❤️

অসাধারণ ওয়ালম্যাট তৈরি করেছেন ভাই।লাল সবুজ রঙের পেপার হওয়ার ওয়ালম্যাট টা দেখতে বেশ সুন্দর লাগছে।অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।

আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

কাগজ দিয়ে ওয়ালমেট টা খুবই সুন্দর তৈরি করেছেন ভাই। দেখতেও ভালো লাগছে। আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

ধন্যবাদ। ❤️

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.11
JST 0.033
BTC 62986.12
ETH 3072.14
USDT 1.00
SBD 3.84