সেই দিন ||কবিতা||১০% লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আজকে আপনাদের সামনে একটা কবিতা নিয়ে হাজির হলাম ।আশাকরি ভালো লাগবে।


old-5588713_640.jpg

Source

সেই দিন

নয়তাে দূরে সেই দিনটি তােমার ,
যেদিন কমে যাবে শক্তি তােমার ।
নয়তাে দূরে সেই দিনটি তােমার ,
যে দিন ছেলে মেয়ে ভুলবে তােমায় ।
নয়তাে দূরে সেই দিনটি তােমার ,
অতীত স্মৃতি যে দিন মনে আসবে তােমার। নয়তাে দূরে সেই দিনটি তােমার ,
আদরের সন্তানেরা যেদিন দূরে ঠেলবে তােমায় নয়তাে দূরে সেই দিনটি তােমার , অসংখ্য বেদনা যে দিন তাড়া করবে তােমায় । সেই দিন মনে থাকবে একটাই ভয় ,
কখন মৃত্যু এসে ধরবে তােমায় ।
সেই দিন চাইবে তুমি একটু সুখ পেতে তবু পারবেনা তুমি সব ভুলে সুখ পেতে ।

আমারা যখন বৃদ্ধ হয়ে যাবো তখন অতীতের অনেক পুরোনো স্মৃতি মনে পরবে।যখন শরীরে শক্তি কমে যাবে তখন মনে পরবে যুবক বয়সের কথা।যখন চলাফেরা করতে পারবোনা তখন সন্তানরাও দূরে ঢেলে দেবে।


ধন্যবাদ সাবাইকে

Sort:  
 3 years ago 

সত্যিই অসাধারণ ছিলো তোমার কবিতাটা প্রত্যেকটি কথা একদম বাস্তববাদী কথা। অনেক ভালো লেগেছে আমার। তোমার জন্য শুভ কামনা।

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

মানুষের জীবনে শৈশব, কৈশোর ও যৌবন এবং বৃদ্ধ বয়সের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে। এভাবেই মানুষ রেখে যাবে সকল অতীতের স্মৃতি। আপনি অনেক সুন্দর কবিতা লিখেছেন শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ

বাহ বাহ ওস্তাদ কি সুন্দর কবিতা বললেন

 3 years ago 

জ্বি গুরু।

 3 years ago 

সুন্দর লিখেছেন, ভাবার্থগুলো নির্মম সত্য। তবে উপস্থাপনটা মনে হচ্ছে ঠিক মতো হয় নাই মানে লাইনগুলো সাজানোটা। আমার কাছে কবিতাটি ভালো লেগেছে। ধন্যবাদ

 3 years ago (edited)

ধন্যবাদ ভাই ভুল ধরিয়ে দেওয়ার জন্য।পরবর্তীতে ঠিক হয়ে যাবে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64118.79
ETH 3390.14
USDT 1.00
SBD 2.51