ভালোবাসি ভ্রমণ করতে ||জোহান ড্রিম ভ্যালি পার্ক পর্ব-০১||১০% লাজুক খ্যাকের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ --২৯ ফাল্গুন| ১৪২৮ বঙ্গাব্দ | সোমবার| বসন্তকাল|


IMG_20220314_224949.jpg


আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন আজকে আপনাদের সামনে আবার হাজির হলাম ছোট্ট একটি ভ্রমণ কাহিনী নিয়ে। ভ্রমণ কাহিনী টা শুরু করবো প্রথম থেকে। ভ্রমণ করতে আমার অনেক ভালো লাগে সেটা বাসে হোক আর ট্রেনে হোক কিংবা নৌকা আর যদি হয় বাইকে তাহলে তো কোন কথাই নেই। এবারের ভ্রমণটা শুরু করেছিলাম বাইক নিয়ে। বাইক আমার অনেক প্রিয় একটি যানবাহন সবসময় বাইক নিয়ে ঘুরতেই আমি অনেক বেশি পছন্দ করি। এবারের গন্তব্য ছিল আমাদের এলাকা থেকে প্রায় 70 থেকে 80 কিলোমিটার দূরে অন্য একটা জেলা শহরে। আমার ইচ্ছা আছে বাইক নিয়ে 64 টি জেলা ঘোরার। তাই প্রথমে শুরু করলাম পাশের একটি জেলা দিয়ে এভাবে আস্তে আস্তে ইনশাআল্লাহ 64 জেলা ঘুরবো। এবার যাত্রা শুরু করেছে ঝিনাইদহ জেলার উদ্দেশ্যে এই জেলাতে তেমন কিছু আকর্ষণীয় না থাকলেও একটি পার্ক রয়েছে তাই ভাবলাম পার্ক থেকেই আগে ঘুরে আসা যাক।


IMG20220313120001_00-01.jpeg



Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/elevated.wins.profound

তাই বাইক নিয়ে আমি এবং আমার খুব কাছের এক বন্ধু ছুটে চলি ঝিনাইদহ জেলার উদ্দেশ্য। আমাদের জেলা থেকে যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগবে তাই আমরা সকাল সকাল বের হয়ে যাই ঝিনাইদহ জেলার উদ্দেশ্যে। বাইক ড্রাইভ করতে আমার সবসময় অনেক ভালো লাগে। তাই কোনো চিন্তা ছাড়াই সুস্থ ভাবে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্য। গাড়িটা নির্দিষ্ট স্থানে পার্কিং করে আসতে দেখা মেলে জোহান ড্রিম ভ্যালি পার্ক এর প্রথম গেট।


IMG20220228174103_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/elevated.wins.profound


গেট অনেক দারুন ভাবে সাজিয়েছে দেখতে পেরে ভালই লাগছিল। তারপর আমরা টিকিট কাউন্টারে যায় এবং দুইজন দুইটা টিকিট ক্রয় করে টিকিটের মূল্য ছিল 50 টাকা করে যা ঠিকঠাক।


IMG20220228174140_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/elevated.wins.profound


টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করতেই ডানদিকে দেখতে পায় বিভিন্ন ধরনের রাইড অনেক লোকের ভিড় সেখানে ওঠার জন্য। আমরা কিছু সময় ওখানে দাঁড়িয়ে দেখি তারপর আস্তে আস্তে অন্য দিকে এগোতে থাকে।


IMG20220228174430_00-01.jpeg

IMG20220228174650_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/elevated.wins.profound

পার্ক টা অনেক বড় তাই আমাদের ঘুরতে বেশ কিছুটা সময় লেগে যাবে তাই বেশি সময় নষ্ট না করে এগোতে থাকি। তারপর সামনে এগোতে দেখতে পাই একটি স্থানে কৃত্রিম ঝরনা তৈরি করেছে তার পাশেই অনেক লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি উঠছে।


IMG20220228174525_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/elevated.wins.profound

এগুলো দেখা শেষ করে আস্তে আস্তে এগোতে থাকি। আরো সুন্দর জোকস যার জন্য সামনেই দেখতে পায় পাথর এবং বিভিন্ন ধরনের সৌন্দর্যবর্ধক জিনিস দিয়ে পাহাড়ের মতো তৈরি করেছে এবং সেখান থেকে পানি বেয়ে বেয়ে পড়ছে।


IMG20220228174753_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/elevated.wins.profound

আর পাশেই ছিল অনেক বড় একটি রাইড সেটা দেখতে বেশ দারুন লাগছিল এবং অনেকেই এখানে উঠেছে। আমরা এগুলোর কিছু ছবি উঠাই এবং আরো সুন্দর কিছু খোঁজর জন্য সামনের দিকে এগোতে থাকে এগোতে এগোতে হঠাৎ বিশ্রাম নেওয়ার প্রয়োজন বোধ করি।


IMG20220228175159_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/elevated.wins.profound

তাই একটি গোলঘর আকৃতির বিশ্রামাগারে বসে কিছু সময় বিশ্রাম গ্রহণ করে। বিশ্রাম গ্রহণ করার পর সামনের দিকে এগোতে দেখা মেলে লাভ পয়েন্ট সেখানে লাভ আকৃতির একটি পথ তৈরি করে রেখেছে এবং দুই সাইডে অনেক ধরনের ফুল ফুটে আছে দেখতে বেশ দারুন লাগছিল।


IMG20220228175538_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/elevated.wins.profound

আজ এই পর্যন্তই গল্প হবে পরবর্তী পর্বে জোহান ড্রিম ভ্যালি পার্কে নিয়ে। একটি পর্বে সম্পূর্ণ পার্কের বর্ণনা দিয়ে শেষ করা যাবেনা পোস্টটা অনেক বড় হয়ে যাবে দেখতেও তেমন ভাল লাগবেনা। অপেক্ষা করুন পরবর্তী পর্বের জন্য ধন্যবাদ সবাইকে।


standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

আপনার এই পোস্ট দেখেই বোঝা যাচ্ছে পার্কের মধ্যে অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছিলেন। মাঝে মাঝে এরকম ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগে আমরাও মাঝে মাঝে বড় ভাইদের সঙ্গে এরকম ঘোরাঘুরি করতে যাই। আপনি পার্কের ভেতরের কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন যেটা দেখে আমার খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ভালো সময় কাটিয়েছিলাম। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

 2 years ago 

অসাধারণ একটি পার্কের কিছু ছবি তুলেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে সবগুলো ছবি দেখে। দেখে মনে হয়েছে খুবই অসাধারণ একটি জায়গা। সময় করে গিয়ে দেখে আসতে হবে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

জ্বী ভাইয়া জায়গাটি অনেক ভাল ছিল। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য

 2 years ago 

খুব ঘোরাঘুরি করছেন দেখছি ভাইয়া। আপনার শেয়ার করা ছবি দেখে মনে হচ্ছে জায়গাটি অনেক সুন্দর। সময় পেলে জায়গাটি ঘুরে দেখার প্রতি একটা আগ্রহ জন্মেছে। সুন্দর এই জায়গাটির দৃশ্যগুলো তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

অবশ্যই সময় পেলে জায়গাটি ঘুরে আসবেন ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য

 2 years ago 

এই পার্কটি আমার কাছে খুব ভালো লেগেছে। ঝিনাইদহতে যে এতো সুন্দর পার্ক আছে সেটা জানতাম না। এই ধরনের পার্ক বাচ্চারা অনেক পছন্দ করে।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া বাচ্চাদের এ ধরনের পার্ক বেশি পছন্দ হয়। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য

 2 years ago 

ঘোরাঘুরির প্ল্যান টা তো দারুন লাগলো। সব জেলা ঘুরলে আপনার সাথে সাথে আমাদেরও ঘোরা হয়ে যাবে এমন সুন্দর পোস্ট দেখে দেখে। পার্ক টা সত্যি সুন্দর ছিল। চারপাশের সবুজ প্রকৃতি ভালো একটা আবহাওয়া তৈরি করেছে। পরবর্তী পোস্টের অপেক্ষায় রইলাম ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ দিদি আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য

 2 years ago 

ঝিনাইদহ জোহান পার্কের নাম অনেক শুনেছি। কিন্তু সময় এবং সুযোগের অভাবে যাওয়া হয়নি। ঝিনাইদহ আমাদের পাশের জেলা কাজেই বাইক নিয়ে যাওয়াই যায়।বেশ সুন্দর সময় কাটিয়েছেন ভাই। এবং আপনার শেয়ার করা ছবিগুলো অনেক ভালো ছিল। অনেক সুন্দর গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।।

 2 years ago 

অবশ্যই সময় করে ঘুরে আসবেন ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য

 2 years ago 

ঘুরতে ভালবাসার লোকের খুব অভাব নেই কিন্তু প্রকৃত ভালোবাসা দেয়ার লোকের অভাব। যাইহোক, খুব সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন আপনি পার্কে। আমার কাছে ভাল লাগলো সময় পেলে আমি যাওয়ার চেষ্টা করব। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার গঠনমূলক মতামত প্রকাশ করার জন্য

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58559.96
ETH 3156.41
USDT 1.00
SBD 2.44