প্রকৃতির সন্ধানে বাংলাদেশের শেষ প্রান্তে।

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • একটু ঘুরাঘুরি
  • ৩০,সেপ্টেম্বর ,২০২৩
  • শনিবার

হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের সামনে আবারো হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে পোস্টে আপনাদের সাথে আবারো ভ্রমণ কাহিনী শেয়ার করতে যাচ্ছি। আমার কাহিনীর গত পর্বগুলোতে আপনারা হয়তো দেখেছেন আমি সুনামগঞ্জ ভ্রমনে গিয়েছিলাম। আমার পাহাড় অনেক বেশি ভালো লাগে। এই ভ্রমণে অনেক সময় অপেক্ষা করছিলাম কখন পাহাড়ের দেখা মিলবে। জাদুকাটা নদী পার হওয়ার পর যখন আমরা নীলাদ্রি লেকের দিকে এগোতে থাকি তখন অনেক ধরনের রাস্তা সম্মুখীন হতে হয়। মাটির রাস্তা তার মাঝে পিচ ঢালাইয়ের ভাঙা রাস্তা অনেক ধরনের রাস্তা পাড়ি দিয়ে যখন পাহাড়ের খুব কাছাকাছি আসলাম তখন অসম্ভব ভালো লাগছিল।



Device : Realme 7
What's 3 Word Location :

রাস্তাটাও ছিল অসম্ভব সুন্দর দুই পাশে ধানের ক্ষেত এবং ডান পাশে ধানের ক্ষেত শেষ হওয়ার পরে রয়েছে বড় বড় পাহাড়ের সারি যা ইন্ডিয়ান মধ্যে পড়েছে। এ রাস্তা দিয়ে বাইক চালানোর সময় এ যেন সারা দিনের ক্লান্তি দূর হয়ে গেল। আমরা বের হয়েছিলাম সকাল ছয়টায় দুই তিনটা স্পট দেখে শেষ করে যখন এই রাস্তা দিয়ে বাইক রাইড করতেছিলাম তখন সারাদিনের সকল কষ্ট ভুলে গিয়েছিলাম যে আমরা এত পথ রাইড করে এসেছি।



Device : Realme 7
What's 3 Word Location :

তারপর আমরা পাহাড়কে আরো কাছ থেকে দেখার জন্য এগোতে থাকি। হঠাৎ দেখি ডান দিক থেকে রাস্তার উপরে পানি গড়িয়ে গড়িয়ে চলে আসছে। পানি আসা দেখে ভেবেছি এখানে সুন্দর কিছু আমাদের জন্য অপেক্ষা করছে জায়গাটার নাম আমরা জানিনা তবে ওইখানে যেতে দেখা মেলে ছোট একটা ঝিরিপথ ঝিরিপথটা চলে এসেছে ইন্ডিয়া থেকে। এমন পরিবেশ দেখে অনেক বেশি ভালো লাগছিল আপনার সামনে এগোতে গিয়ে দেখি ওখানে সীমান্ত রেখার একটি বিলবোর্ড দিয়ে রেখেছে। বিলবোর্ড এর কাছে গিয়ে অনেক গুলো ছবি উঠায় বাংলাদেশের শেষ প্রান্তে প্রকৃতি উপভোগ করতে এসেছি ছবি না উঠালে কি হয়। তারপর বাইকগুলো এখানে রেখে ঝিরি পথ ধরে একটু এগোতে থাকি এখানে বেশ পানির স্রোত ছিল। ঝিরিপথ থেকে ঠান্ডা পানির মধ্যে পা ডুবিয়ে হাটাহাটি করতে অনেক বেশি মজা লাগছিল। এখানে আমরা অনেকটা সময় পার করি। গিরিপথে পানি শব্দ আর সামনেই দেখা মিলছে ভারতের বড় বড় পাহাড় যার সৌন্দর্য অসম্ভব সুন্দর ছিল। আসলে বাইক নিয়ে ভ্রমণের এই একটি মজা যখন যেখানে ইচ্ছা সেখানে চলে যাওয়া যায়। এখান থেকে ঘোরাঘুরি শেষ করে আমাদের পরবর্তী গন্তব্য ছিল নীলাদ্রি লেকে।আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পোস্টে অন্য কোন গল্প নিয়ে।

standard_Discord_Zip.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

প্রতিটা জায়গায় অনেক সুন্দর যেমন রাস্তার দুই পাশে সবুজ ধানক্ষেত সেটা সুন্দর আবার ভারতের মধ্যকার বড় বড় পাহাড়গুলোও সুন্দর লাগছে। এমন প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে কারো না হারিয়ে যেতে ভালো লাগে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

রাস্তাটা অনেক সুন্দর ছিল সাথে পাহাড়ের সৌন্দর্যটা মনোমুগ্ধকর। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 11 months ago 

আপনার পোস্টগুলো এবং ভ্রমণ কাহিনী পড়লে বোঝা যায় আপনি অনেক প্রকৃতিপ্রেমিক এবং ভ্রমণ পিপাসু ব্যক্তি।
অনেক সুন্দর একটি জায়গা ভ্রমণ করেছেন ফটোগ্রাফি গুলা দেখে খুবই ভালো লাগলো।

 11 months ago 

প্রকৃতি দেখতে আমার অনেক বেশি ভালো লাগে তাই তো ছুটে চলে যায় প্রকৃতি দেখতে। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

 11 months ago 

পাহাড়ের পাশে ঐ ঠাণ্ডা শীতল পানির ধারাই নিজের পা ডুবানোর মজা টাই আলাদা ভাই। জাদুকাটা নদী পার হয়ে নিলাদ্রি লেকের দিকে যাওয়া শুরু করলেই দেখা পাওয়া যায় পাহাড় টার। কথাটা অসাধারণ লেগেছ এ আমার কাছে। অনেক সুন্দর ছিল আপনার পাহাড়ের ভিউ টা ভাই। এবং চমৎকার ছিল আপনার পোস্ট টা। সত্যি অসাধারণ একটা প্রাকৃতিক দৃশ্য।।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আসলে শীতল পানিতে পা ভেজানো একটি অন্যরকম অনুভূতি আর জায়গাটুকু বেশ সুন্দর ছিল। পরবর্তী পোস্ট দেখার জন্য দাওয়াত রইলো। নীলাদ্রি লেক আপনাদেরকে দেখাবো।

 11 months ago 

আপনি যে একজন প্রকৃতি এই প্রেমী মানুষ তা আপনাকে দেখেই বুঝতে পারা যাচ্ছে। বাইক নিয়ে আপনি বাংলাদেশের শেষ প্রান্ত সুনামগঞ্জে চলে গিয়েছেন। অবশেষে পাহাড়ের দেখা পেয়েছেন এটা জেনে খুবই ভালো লাগলো।

 11 months ago 

প্রকৃতি আমাকে খুব করে কাছে টানে তাই ছুটে চলে যাই।ধন্যবাদ মতামত প্রকাশের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 60460.59
ETH 2624.41
USDT 1.00
SBD 2.55