কৃষিকাজে বিজ্ঞান বা কৃষিকাজে বিজ্ঞানের অবদান

সূচনা: বিজ্ঞান ছাড়া আজকের পৃথিবীতে উন্নতির কথা ভাবাই যায় না। বর্তমানে মানুষ এ বিশেষ জ্ঞানের মাধ্যমে জীবনের সর্বস্তরে ও সর্বাবস্থায় পরিবর্তন আনতে পেরেছে। বর্তমান যুগ প্রযুক্তির যুগ। বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের চরম উৎকর্ষের ছোয়ায় যে সব শিল্প বা প্রতিষ্ঠান ধন্য হয়েছে আজকের কৃষি তার কোনো অংশেই কম নয়। আর এই বিজ্ঞানই কৃষিক্ষেত্রের সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে।
অতীতের কথা : আজ থেকে বেশ কয়েক হাজার বছর আগে কৃষক বা কৃষি কিছুই ছিলো না। মানুষ ফলমূল ও মাছ শিকার করে এবং জন্তু জানোয়ারের মাংস খেয়ে জীবন ধারণ করতো। কিন্তু একপর্যায়ে মানুষ পশুপালন ও বীজ বপন করতে শেখে। মানুষ তখন সমাজবদ্ধ হতে শুরু করে একদল কৃষিকান্তে এবং অন্য
এভাবে সমাজের অগ্রগতি সাধিত হতে থাকে। খনার বচনে সেই দিকটির ইঙ্গিত রয়েছে। বলা হয়েছে-
'কলা রুয়ে না কেটো পাত
তাতেই কাপড় তাতেই ভাত।'
ব্যবসা-বাণিজ্যে মনোনিবেশ করে ।
বিজ্ঞান ও কৃষির সুচনাকাল- যেদিন থেকে মানুষ আগুন জ্বালাতে শেখে, যেদিন হতে মানুষ পাথরের অস্ত্র নিয়ে বন্য পশুর সঙ্গে যুদ্ধ আরম্ভ করে, যেদিন মানুষ চাকা তৈরি করতে শেখে, সেদিন থেকেই বিজ্ঞানের জয়যাত্রা শুরু। মানুষ প্রকৃতির রহস্য ভেদ করার জন্য নব নব আবিষ্কার করে। এ আবিষ্কারের ফলস্বরূপ মানুষ কৃষিবিদ্যা শিক্ষা করে নিজের রুচি ও চাহিদাকে পরিতৃপ্ত ও পরিপুষ্ট করে। হিন্দুদের ধর্মগ্রন্থ ঋগে¦দে 'ধান্য' কথাটি উল্লেখ আছে। মিশরের ফারাওদের 'মমির' গায়ে চিত্রিত ছবিতেও দেখা যায় ধান গাছের ছবি। সুতরাং এ কথা প্রমাণিত হয় যে, কৃষি ও বিজ্ঞানের সূচনালগ্ন প্রাচীনকাল ।
কৃষিকাজে বিজ্ঞান : মানুষ খাদ্যের জন্য কৃষির উপর নির্ভরশীল। আর এই কৃষির ব্যবহার যে বিজ্ঞানের কলাকৌশলের মাধ্যমে করা হয়, তাকে কৃষিকাজে বিজ্ঞান বলে। আজ বিজ্ঞানের প্রভাবে কৃষিকাজ প্রাচীন কলাকৌশল ও আদিম স্তর থেকে আধুনিক স্তরে পৌঁছে গেছে। জল সেচের ব্যবস্থা, উন্নত ধরনের বীজ, বীজ সংরক্ষণ, বিভিন্ন রকমের সারের ব্যবহার, ভূমিসংরক্ষণ ইত্যাদির প্রভূত উন্নতি কৃষি বিজ্ঞানের অবদান।
কৃষি ও বিজ্ঞান: বর্তমানে কৃষি হচ্ছে একটি পরিবর্তনশীল বিজ্ঞান। নিত্য নতুন প্রযুক্তির সংযোজন ও উদ্ভাবনীমূলক পদ্ধতির ফলে বর্তমান বিশ্বে কৃষি সবচেয়ে অধিক আকর্ষণীয় খাত হিসেবে পরিচিত হয়েছে। এখানে বিজ্ঞানচর্চা ও গবেষণার অফুরন্ত সুযোগ, জনকল্যাণে আত্মনিবেদনের উন্মুক্ত এলাকা, দারিদ্র্য বিমোচনে কাজ করার অনুকূল পরিস্থিতি, প্রজ্ঞা ও মেধা বিকাশের বিশাল ক্ষেত্র। অথচ কৃষিপ্রযুক্তি হচ্ছে প্রতিনিয়ত পরিবর্তনশীল, এখানে রূপান্তরিত হচ্ছে কৌশল, বদল হচ্ছে পদ্ধতি। তাই এই পরিবর্তনকে কৃষক, কৃষিজীবী, কৃষিবিদ, কৃষি গবেষক,
কৃষি সংগঠক এবং কৃষির সঙ্গে সম্পৃক্ত বিশাল বণিক শ্রেণিকে দ্রæত জানাতে হলে প্রয়োজন গণমাধ্যমের নিবিড় ও একান্ত সহযোগিতা (চলবে..)

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58613.96
ETH 3153.58
USDT 1.00
SBD 2.43