ঈদুল আযহার সকাল
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে রবিবার , জুলাই ১০ /২০২২
প্রথমেই সবাইকে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক। আশা করি প্রত্যেকেই খুবই সুন্দর ভাবে ঈদ উদযাপন করতে পারছেন। ঈদুল ফিতরের দিনে বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছিল যার কারণে সবাই ঠিকভাবে ঈদের নামাজ আদায় করতে পারছিল না কিন্তু এবার ঈদুল আযহার দিনে প্রকৃতি ছিল রৌদ্র উজ্জ্বল যার কারণে প্রত্যেকটি এলাকার মানুষ খুবই স্বাচ্ছন্দের সাথে ঈদের নামাজ আদায় করেছে বলে আমি মনে করি। আমাদের গ্রামের ঈদের নামাজের সময় নির্ধারণ করা হয়েছিল সকাল সাতটা তিরিশ মিনিটে।
সকালে ঘুম থেকে ওঠার পরে গোসল শেষ করে রওনা দিয়ে দিলাম ঈদগাহের উদ্দেশ্যে। আমাদের গ্রামে ঈদগাহে যাবার ব্যাপারে একটি ঐতিহ্য রয়েছে আমরা অনেক মানুষ একত্রিত হয়ে একই সাথে ঈদগাঁয়ের উদ্দেশ্যে রওনা দেই। ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগে।
এভাবে কিছু সময় চলার পরে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য স্থলে। ঈদগাহে পৌঁছানোর পরে আমরা লক্ষ্য করলাম আমাদের আগে অনেক মানুষ ঈদগাহে পৌঁছে গিয়েছে।
তারপরে আমরা ঈদগাহে নামাজ আদায় করার জন্য বন্ধুরা এক জায়গায় বসলাম এবং সেখানে সেলফি তুলতে শুরু করে দিলাম। ঈদের দিনের স্মৃতিগুলোকে সারা জীবন ধরে রাখার জন্য ধারণ করলাম কিছু আলোকচিত্র।
এরপরে আমি দেখতে পেলাম আমার ভাইয়ের ছেলে আবুজার আমাদের পাশেই বসেছে তখন আমি তাকে ১০০ টাকা ঈদ সালামি দিলাম। ঈদের সালামি পেয়েছে খুবই খুশি হল। তার সেই খুশির মুহূর্তটাও আমি ক্যামেরাবন্দি করে নিয়েছি।
এর পরে দেখতে দেখতে আমাদের গ্রামের প্রায় সকল মানুষের সমাগম হতে শুরু করল আমাদের এই কেন্দ্রীয় ঈদ ময়দানে। আমাদের গ্রামটি অনেক বড় যার কারণে একই সাথে আমরা অনেক মানুষ ঈদের নামাজ আদায় করি। ধনী গরিব নির্বিশেষে আমাদের গ্রামের প্রত্যেকটি মানুষ ঈদের নামাজে অংশগ্রহণ করে থাকে।
ঈদের নামাজ শেষ হয়ে যাবার পরে শুরু হয়ে গেল কোলাকুলির পর্ব। প্রত্যেকে প্রত্যেকের সাথে সৌহার্দ্য বিনিময় করার জন্য কোলাকুলি করতে শুরু করে দিলাম। ঈদের দিনের এই দৃশ্যটি আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। সকল প্রকারের হিংসা বিদ্বেষ ভুলে যেয়ে একজন অন্যজনের সাথে কোলাকুলি করে আর মনে মনে শপথ নাই ভালোভাবে বাকি দিনগুলো অতিবাহিত করার।
এই ছিল আমার ঈদুল আযহার সকালের কার্যক্রম। দিনের পরবর্তী কার্যক্রম গুলো আমি আপনাদের মাঝে অন্য একটি পোষ্টের মাধ্যমে শেয়ার করব। আপনারা প্রত্যেকে কিভাবে আপনাদের ঈদুল আযহা উদযাপন করলেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার


















ভাই আপনাকে প্রথমে জানাই ঈদ মোবারক। ঈদের দিনের সকাল বেলা আপনার খুবই আনন্দময় কেটেছে। ঈদগাহে সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন। একটি ছোট্ট ছেলেকে ১০০ টাকা দিয়েছেন সালামি হিসেবে। আমাদের জন্য কিছু সালামি পাঠিয়ে দেন।
ঈদে আমাদের বাড়িতে একদিন দাওয়াত নিয়ে নেন আপু অবশ্যই সালামি দিব সাথে
ঈদের দিনে আমি বেশি আনন্দ উপভোগ করি সকাল বেলায়। ঈদের নামাজ আদায় করার পর আমি আর ঈদের আনন্দ পাই না। যদিও কোরবানির ঈদের আনন্দ দুপুর পর্যন্ত পাই। কারণ গরু কাটার পুরোটা সময় অনেক আনন্দিত থাকি। আপনার সকাল টা খুবই সুন্দর ছিল।
হাসিটা অসাধারণ হয়েছে। শৈশবে ঈদের আনন্দ আর এখনকার ঈদের আনন্দ, আগের আনন্দ ছিল এভারেস্ট এর সমান এখন আনন্দ হয়ে গেছে সমতল ভূমি.।😥
অনেক সুন্দর সময় উপভোগ করেছেন আপনি। শুভ কামনা রইলো আপনার জন্য।
#ঈদ মোবারক 🐂
ঠিক বলেছেন ভাইয়া এই আনন্দটাকে কোনভাবেই টাকার সাথে মূল্যায়ন করা যাবে না এটা সত্যিই এভারেস্টের সমান একটি আনন্দ মুহূর্ত।
ঈদ মোবারক। খুব সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করে দেখিয়েছেন। ঈদের দিনে সব সমস্ত বন্ধুরা একত্রিত হতে পারখর আনন্দটাই আলাদা। বেশ ভালো লেগেছে আপনার পোস্ট দেখে।
আসলে এবার ঈদে আমরা অনেকজন একত্রিত হতে পেরেছিলাম যার কারণে সবাই মিলে চিন্তা করলাম একটা ছবি তুলে রাখি