আমার মনোনয়ন || The Steemit Awards 2023

in আমার বাংলা ব্লগ8 months ago (edited)

Cover.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরো একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আমি ২০১৭ সালে স্টিমেট প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি। সেই থেকে আজ পর্যন্ত ৭ বছর স্টিমেট প্ল্যাটফর্ম এর সাথে আমার পথ চলা। প্রথমের দিকে এই প্লাটফর্ম এর পোস্ট করার ধরন সহ অন্যান্য পদ্ধতি ছিল অন্য রকমের। সময়ের পরিবর্তনের সাথে সাথে এই প্লাটফর্মের ও পরিবর্তন হয়েছে। সম্ভবত ২০২১ সালের দিকে চালু হয়েছে কমিউনিটি পদ্ধতিতে পোস্ট করা। আর সেই থেকেই আমি লক্ষ্য করে যাচ্ছি পুরো এই প্লাটফর্ম এর উন্নতির জন্য একজন ব্যক্তি খুবই সুন্দরভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। আর প্রতিবছরের ন্যায় এবারও যখন steemit awards 2023 শুরু হয়েছে তাই আমিও হাজির হয়ে গেলাম আমার মতামত নিয়ে।

Best Author

বেস্ট অথর হিসাবে আমি মনোনীত করছি আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত ফাউন্ডার @rme দাদাকে । তিনি বেশিরভাগ সময়ই এই প্লাটফর্মের উন্নতির জন্য বিভিন্ন পোস্ট শেয়ার করে থাকেন। এছাড়াও তিনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেন। তিনি যে শুধুমাত্র আমাদের মাঝে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেন তা কিন্তু নয় তিনি আমাদের মাঝে মাঝে নিজের অংকন করা ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট ও শেয়ার করে থাকেন। এছাড়াও কমিউনিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিয়মাবলী তিনি নিজেই নিজেদের মাঝে শেয়ার করে থাকেন। শত ব্যস্ততার মাঝেও যে তিনি এভাবে আমাদের মাঝে তার সুন্দর সুন্দর পোস্ট গুলো শেয়ার করেন এ জন্য আমি তাকে দেখে অনুপ্রাণিত হই।

Best Contributor to the Community

বেস্ট কন্ট্রিবিউটর হিসেবে আমি মনোনীত করছি আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিষ্ঠাতা @rme দাদাকে। এই কমিউনিটি তে তার অবদানের কথা বলে শেষ করা সম্ভব হবে না। শুধুমাত্র কমিউনিটির ইউজারদের সাপোর্ট প্রদান করার জন্য তিনি বড় এমাউন্ট এর টাকা এই প্লাটফর্মে ইনভেস্ট করেছেন। একই সাথে তিনি অনেকগুলো কিউরেশন একাউন্ট তৈরি করেছেন যার মাধ্যমে প্রতিনিয়ত ইউজারদেরকে সাপোর্ট দেওয়া হয়। আমি লক্ষ্য করে দেখেছি তিনি যখন অসুস্থ থাকেন তখনও কমিউনিটির কোন কাজে ব্যাঘাত ঘটে না। অসুস্থ থাকা সত্ত্বেও তিনি নির্দিষ্ট সময়ে কমিউনিটির সকল কাজ শেষ করেন। একই সাথে শুধুমাত্র যে তিনি এই কমিউনিটির উন্নতির জন্য কাজ করছেন তা কিন্তু নয়। এই প্লাটফর্মের উন্নতির জন্য ও তিনি অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছেন যার দ্বারা এই প্লাটফর্ম আরও উন্নতির দিকে চলে যাবে।

Best Community

আমি মনেপ্রাণে বিশ্বাস করি বর্তমান সময়ে স্টিমিট প্ল্যাটফর্মে যে গুলো কমিউনিটি রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সেরা কমিউনিটি হচ্ছে আমার বাংলা ব্লগ। এজন্য আমি @amarbanglablog কমিউনিটিকে সেরা কমিউনিটি হিসেবে মনোনীত করছি। এই কমিউনিটিকে আমি কেন সেরা হিসেবে মনোনীত করলাম তার কয়েকটা কারণ আমি আপনাদের মাঝে নিচে শেয়ার করছি।

  • সুগঠিত এডমিন-মডারেটর প্যানেলঃ এই কমিউনিটির একটা সুগঠিত এডমিন প্যানেল রয়েছে যারা সব সময় নিয়োজিত রয়েছেন কমিউনিটির ইউজারদেরকে বিভিন্ন বিষয়ে সাহায্য করার জন্য। আমি লক্ষ্য করে দেখেছি যে কোন প্রয়োজনে তাদের কাছে বললেই তারা খুব দ্রুততার সাথে বিষয়টা সমাধান করে দেন। একই সাথে প্রত্যেকটা এডমিন মডারেটর দায়িত্বশীলতার সাথে কমিউনিটির সকল কাজ পরিচালনা করেন।

  • একটিভ ডিসকর্ড সার্ভারঃ এই কমিউনিটির একটা একটিভ ডিসকর্ড সার্ভার রয়েছে যেখানে আমরা সকল ইউজাররা তাদের নিজেদের সাথে সহজেই যোগাযোগ করতে পারি। শুধুমাত্র যোগাযোগ রক্ষা করতে পারি তা কিন্তু নয় আমরা চাইলে যে কোন সময় নিজেদের বিভিন্ন সমস্যা গুলো নিজেদের মাঝেই খুব সহজে এর মাধ্যমে সমাধান করে নিতে পারি। এই একটিভ ডিসকর্ড সার্ভার এর কারণে কমিউনিটি টা একটা পরিবারের মতো হয়ে গিয়েছে। একটা দিন অনুপস্থিত থাকলেই যেন নিজের মনের কাছে আর ভালো লাগেনা।

  • #abb-school প্রতিষ্ঠাঃ প্রথম অবস্থাতে এই প্ল্যাটফর্ম এবং ব্লকচেইন সম্পর্কে কোন ইউজারের প্রাথমিক কোন ধারণা থাকবে না এটাই স্বাভাবিক। আর এই প্লাটফর্মের সকল বিষয় এবং ব্লকচেইন সম্পর্কে শিক্ষা দেবার জন্যই এবিবি স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। আমি মনে করি পুরো স্টিমিট প্ল্যাটফর্ম এর মধ্যে এই স্কুলটা একটা গুরুত্বপূর্ণ স্কুল যেখান থেকে খুব সহজেই ইউজাররা এই প্লাটফর্ম সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারে।

  • @shy-fox প্রতিষ্ঠাঃ যেহেতু আমি প্রথম থেকেই লক্ষ্য করে দেখেছি এই কমিউনিটিতে প্ল্যাটফর্মের কিউরেটর সাপোর্ট দেয় না তাই ইউজারদের কথা চিন্তা করে @shy-fox প্রতিষ্ঠা করা হয়েছে। যেন প্রত্যেকটি ইউজারকে এই একাউন্টের সাহায্যে সাপোর্ট দেওয়া যায়। এছাড়াও কমিউনিটির সদস্যদেরকে বাড়তি সাপোর্ট দেবার জন্য @hungry-griffin অ্যাকাউন্ট থেকে প্রতিনিয়ত ইউজারদেরকে ভোট প্রদান করা হয়।

  • @abb-charity থেকে ডোনেশনের ব্যবস্থাঃ মানুষের জীবনে ভালো সময় খারাপ সময় দুটোই রয়েছে। আজকে হয়তো বা আমরা ভালো রয়েছি কিন্তু কালকে যে কোন ধরনের বিপদের মধ্যে পড়বো না সেটা তো বলা যায় না। ইউজারদের কথা চিন্তা করে এই কমিউনিটি একটা চ্যারিটি তৈরি করেছে। যে চ্যারিটি দ্বারা প্রতিনিয়ত সাহায্য প্রার্থী ইউজারদেরকে সাহায্য করা হচ্ছে। এই কমিউনিটির এই বিষয়টা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 8 months ago 

আপনার মনোনয়ন দারুন ছিল। আপনি অনেক সুন্দর ভাবে গুছিয়ে আমাদের মাঝে সবকিছু উপস্থাপনা করেছেন, ভীষণ ভালো লাগলো। যেটা সত্য সেটাই আপনি তুলে ধরেছেন। আমাদের দাদা একজন মহান মানুষ। তার মত মানুষ হয় না। আশা করবো সে ভবিষ্যতে আরো ভালোভাবে জীবন যাপন করতে পারবে এবং আশা করি আমার বাংলা ব্লগ অনেক দূরে এগিয়ে যাবে

Posted using SteemPro Mobile

 8 months ago 

চেষ্টা করেছি ভাইয়া নিজের মনোনয়নটা ভালোভাবে উপস্থাপন করতে।

 8 months ago 

আবার বাংলা ব্লগ কমিউনিটির সফলতার মূলে রয়েছে আমাদের প্রিয় দাদা। তিনি এই প্লাটফর্মে বাংলা ভাষাকে অন্যান্য ভাষার মতো রিপ্রেজেন্ট করেছেন যাতে বাংলা ভাষাভাষী যারা রয়েছে তারা পিছিয়ে না থাকে। আজকের এই সফলতা আমাদের সকলের সম্মিলিত চেষ্টা এবং দাদার পরিকল্পনা । আজকের এই অবস্থান এই ধারাবাহিকতা চলতে থাকুক সেটাই কামনা করি।

Posted using SteemPro Mobile

 8 months ago 

এজন্যই তো দাদাকে ধন্যবাদ জানাতে চাই বাংলা ভাষাতে আমরা লেখালেখি করতে পারছি।

 8 months ago (edited)

খুব সুন্দর করে গুছিয়ে ধাপে ধাপে আপনি আপনার মতামত গুলো তুলে ধরেছেন।আপনার প্রতিটি মতামত বেশ ভালো লেগেছে আমার কাছে। সত্যি কিন্ত যে মানুষটি এত ‍গুলো কমিউনিটির কর্ণধার, যিনি একজন প্রকট জ্ঞানের ভান্ডার। তাই এ্যাওয়ার্ডটি তারই প্রাপ্র। আর দাদা কে মনোনয়ন দেওয়ার জন্য আপনার এত সুন্দর মতামত গুলো আশা করি কর্তৃপক্ষের কাছে গ্রহণ যোগ্য হবে।

 8 months ago 

মানুষটি রয়েছে বলেই আমরা এত সুন্দর একটা পরিবার পেয়েছি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 64937.78
ETH 3242.80
USDT 1.00
SBD 2.63