আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-১৩|বসন্তের ফুলের ফটোগ্রাফি|১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য|

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

GridArt_20220301_183208215.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে বুধবার , মার্চ ০২/২০২২


আচ্ছালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভাল আছেন। আমিও অনেক ভাল আছি। প্রথমেই আমি @rme দাদা @shuvo35 ভাইয়া সহ আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল এডমিন এবং মডারেটরদের ধন্যবাদ দিতে চাই এমন সুন্দর একটি বসন্তের ফুলের ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। তাই আজকে আমি বসন্তের ফুলের ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি।

বসন্তের কিছু ফুলের সংক্ষিপ্ত বিবরণ

ক্রমিক নম্বরফুলের নামফুলের ছবি
গোলাপ‌‌IMG_20220301_164730.jpg
পাইরোস্টেজিয়া ভেনুস্টাIMG_20220301_170138.jpg
কচমচ ফুলIMG_20220301_170200.jpg
মাকড়শা হুড়হুড়িIMG_20220301_170221.jpg
ক্যালেন্ডুলাIMG_20220301_171528.jpg
ডালিয়াIMG_20220301_171448.jpg
জঙ্গল জেরানিয়ামIMG_20220301_180133.jpg
ক্যালিস্টেমন রিজিডাসIMG_20220301_180638.jpg
বাগানবিলাসIMG_20220301_181238.jpg
১০ডেইজি ফুলIMG_20220301_181719.jpg
১১চন্দ্রমল্লিকাIMG_20220301_180117.jpg

বসন্তের কিছু ফুলের বৈশিষ্ট্য

📷 ফটোগ্রাফি -০১ 📷


IMG20220214103155_01.jpg

IMG20211229145126_01.jpg

IMG20220214102719_01.jpgIMG20220214103150_01.jpg

বিভিন্ন রঙের গোলাপ
লোকেশন

আমাদের দেশে বিভিন্ন ধরনের গোলাপ ফুল দেখতে পাওয়া যায়। লাল, সাদা, কালো, হলুদ ইত্যাদি রঙের গোলাপ ফুল হয়ে থাকে। আবার অনেক সময় এমন গোলাপও দেখতে পাওয়া যায়, একটি গোলাপ ফুলের মধ্যেই লাল এবং সাদা রঙের পাপড়ি থাকে। গোলাপ ফুল পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া যায় না। বসন্ত সহ বছরের সব সময়ই গোলাপ ফুল ফুটে থাকে।

📷 ফটোগ্রাফি -০২📷


IMG20220214102008.jpg

IMG20220214101958_01.jpgIMG20220214102024_01.jpg

পাইরোস্টেজিয়া ভেনুস্টা
লোকেশন

বসন্তে এই পাইরোস্টেজিয়া ভেনুস্টা ফুলটি ফুটতে থাকে। সাধারণত বাড়ির গেটের সৌন্দর্যবর্ধন করার জন্য এই ফুল গাছটি লাগানো হয়। এই পাইরোস্টেজিয়া ভেনুস্টা ফুলটি আমাদের দেশে খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না।

📷 ফটোগ্রাফি -০৩📷


IMG_20220301_234435.jpg

IMG20220202101723_01.jpgIMG20220214102447_01.jpgIMG20220214102517_01.jpg

বিভিন্ন ধরনের কচমচ ফুল
লোকেশন

আমরা প্রায় সবাই এই কচমচ ফুলটি চিনে থাকি।এটি আকৃতিতে ছোট হলেও সৌন্দর্যের দিক থেকে অন্য যেকোনো ফুল কে হার মানাতে সক্ষম। আমাদের দেশে সাদা, হলুদ, গোলাপি সহ বিভিন্ন রঙের কচমচ ফুল দেখতে পাওয়া যায়।

📷 ফটোগ্রাফি -০৪📷


IMG20220214102814_01.jpg

মাকড়শা হুড়হুড়ি
লোকেশন

মাকড়সার মতো দেখতে হবার কারণে এই ফুলটির নাম মাকড়শা হুড়হুড়ি। বিরল প্রজাতির এই ফলটি শীতকালের শেষের দিকে এবং বসন্ত কালে ফুটে থাকে।

📷 ফটোগ্রাফি -০৫📷


IMG20220202100641_01.jpg

IMG20220202100709_01.jpg

IMG20220214103434_01.jpg

বিভিন্ন ধরনের ক্যালেন্ডুলা
লোকেশন

প্রায় সূর্যমুখী ফুলের মতো দেখতে এই ক্যালেন্ডুলাটির সৌন্দর্য অপরূপ। আমাদের দেশে বিভিন্ন রঙের ক্যালেন্ডুলা ফুল দেখতে পাওয়া যায়। এই ক্যালেন্ডুলা ফুলটি মাঝারি আকৃতির হয়ে থাকে। শীতকাল এবং বসন্তকালে ক্যালেন্ডুলা ফুল ফুটে থাকে।

📷 ফটোগ্রাফি -০৬📷


IMG20220214103239_01.jpg

IMG20220202100538_01.jpg

IMG20220202100404_01.jpg

IMG20220202100420_01.jpg

বিভিন্ন ধরনের ডালিয়া
লোকেশন

আমাদের দেশে নানা রঙের ডালিয়া ফুল দেখতে পাওয়া যায়। ডালিয়া ফুল সাধারণত শীতকালে ফুটে থাকে। এই ফুলটি শীতকালে ফোটা শুরু করলেও বসন্তে এর সৌন্দর্য দেখতে পাওয়া যায়।

📷 ফটোগ্রাফি -০৭📷


IMG20211229150334_01.jpg

IMG20220214103522_01.jpg

IMG20220214103826_01.jpg

IMG20220214103813_01.jpg

বিভিন্ন ধরনের জঙ্গল জেরানিয়াম
লোকেশন

এই জঙ্গল জেরানিয়াম ফুলটি বছরের প্রায় সব সময় দেখতে পাওয়া যায়। আমাদের দেশে অনেক রঙের জঙ্গল জেরানিয়াম ফুল ফুটে থাকে।

📷 ফটোগ্রাফি -০৮📷


IMG20220214104247_01.jpgIMG_20220302_014722.jpg

ক্যালিস্টেমন রিজিডাস
লোকেশন

চিকন পাতার সাথে চিকন লাল পাপড়িযুক্ত এই ফুলটির নাম হচ্ছে ক্যালিস্টেমন রিজিডাস।এটি একটি বিরল প্রজাতির একটি ফুল গাছ। এই ফুল গাছটি আমাদের দেশে খুব কম দেখতে পাওয়া যায়।

📷 ফটোগ্রাফি -০৯📷


IMG_20220302_015745.jpg

IMG20220214103532_01.jpg

IMG20211229151414_01.jpg

বাগানবিলাস
লোকেশন

বাগানবিলাস ফুল গাছ মূলত গুল্মজাতীয় একটি উদ্ভিদ। আমাদের দেশের বিভিন্ন শহরে এবং গ্রামের বাড়ির গেটে এ ধরনের ফল গাছ দেখতে পাওয়া যায়।গ্রামীন ভাষায় আমরা এই ফুলগাছকে গেটফুল গাছও বলে থাকি।

📷 ফটোগ্রাফি -১০📷


IMG_20220302_020831.jpg

IMG20220214102619_01.jpgIMG20220202100932_01.jpg

ডেইজি ফুল
লোকেশন

ডেইজি ফুল খুব সকালে ফুল থাকে। অসংখ্য পাপড়িযুক্ত এই ফুলটা দেখতে অনেকটা চোখের মত। আমাদের দেশে নানা রঙের ডেইজি ফুল দেখতে পাওয়া যায়।

📷 ফটোগ্রাফি -১১📷


IMG_20220301_180117.jpg

চন্দ্রমল্লিকা
লোকেশন

আমাদের দেশে বিভিন্ন ধরনের চন্দ্রমল্লিকা ফুল ফুটতে দেখতে পাওয়া যায়। চন্দ্রমল্লিকা ফুল গাছে একসাথে অনেক ফুল ফোটে। তাই চন্দ্রমল্লিকা ফুল গাছ দেখলে মনে হয় যেন এটি একটি জীবন্ত ফুলের তোড়া।
পোস্ট বিবরণ
শ্রেণীআমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-১৩ উপলক্ষে বসন্তের ফুলের ফটোগ্রাফি
ক্যামেরারিয়েলমি সি ২৫ এস ৪৮ মেগাপিক্সেল
পোস্ট তৈরি@mostafezur001
লোকেশনগাংনী, মেহেরপুর, বাংলাদেশ

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার

Sort:  
 2 years ago 

ভাইয়া এক কথায় দুর্দান্ত হয়েছে। সত্যি আপনার প্রতিটা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে আপনি প্রতিটা ধাপ অনেক সুন্দর করে সাজিয়েছেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে এত সুন্দর একটা পোস্ট উপহার দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

এত সুন্দর করে মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

 2 years ago 

ভাই আপনার ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমরা মুগ্ধ হয়ে গিয়েছি আপনি প্রতিটি ফুল সম্পর্কে সুন্দর বর্ণনা দিয়েছেন এবং ছবিগুলো অত্যন্ত সুন্দর হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

চারো দিকে বসন্তের বাতাস বইছে। আর বসন্তের এই সৌন্দর্য ফুলের সমাহার দেখে মন ভরে যায়। আপনি খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করলেন। আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 

মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

ওয়াও খুব অসাধারণ কিছু ফুলের কালেকশন নিয়ে হাজির হয়েছেন আপনি। খুব চমৎকার লাগতেছে প্রত্যেকটি ফুল। দেখতে দেখতে ফুলের রাজ্যে যেন হারিয়ে গিয়েছে। এত চমৎকার কালেকশন আপনি করেছেন। এত সুন্দর সুন্দর ফুল আমাদের উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

ফুলের সৌন্দর্যের মাঝে হারিয়ে গিয়েছি তাই কমেন্ট করার ভাষা খুঁজে পাচ্ছিনা আসলে এক কথায় বলতে চাই খুবই অসাধারণ হয়েছে। আশা করি আপনি এই প্রতিযোগিতার প্রথম সারিতে অবস্থান করবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ ভালো থাকবেন।

 2 years ago 

এত সুন্দর করে মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

প্রথমে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ফুলের ফটোগ্রাফী কনটেস্ট অংশগ্রহণ করার জন্য। অসাধারণ ফুলের ফটোগ্রাফি করেছেন এবং অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দেখে খুবই আনন্দ পেলাম এবং আমাদের সাথে শেয়ার করার জন্য, আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।

 2 years ago 

আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

অংশ গ্রহণ নিশ্চিত করতে সকল আনুষঙ্গিকতা ভাল দেখছি। প্রাইজ হোক আপনার পক্ষে, এই কামনা করি।

 2 years ago 

মতামত প্রকাশের জন্য ধন্যবাদ

 2 years ago 

খুবিই সুন্দর ফটোগ্রাফি করছেন প্রতিটা ফটো অনেক ভালো হইছে। সেই সাথে অনেক নতুন নতুন ফুলের নাম জানতে পারলাম। এবং ফুলের সাথে বর্ননাও অনেক ভালো লিখছেন।সব মিলিয়ে ভালোই করছেন দেখা যাক ভালো কিছুই হবে।

 2 years ago 

এত সুন্দর করে মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

একদম দুর্দান্ত ফটোগ্রাফি। আমি তো আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে একদম অবাক। এত অসাধারণ ভাবে ফটোগ্রাফি গুলো করেছেন, আর প্রত্যেকটা ফুল এত অসাধারণ কি বলবো। মনে হচ্ছে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে একটা স্থান আপনার জন্য বরাদ্দ। এখানকার প্রত্যেকটি ফুল আমার কাছে ভালো লাগে। বিশেষ করে ডালিয়া ফুল গুলো সব থেকে বেশি ভালো লাগে। আমাদের মাঝে এত অসাধারণ ফুল নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ। প্রতিযোগিতার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

এত সুন্দর করে মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 53991.35
ETH 2418.60
USDT 1.00
SBD 2.16