লাইফস্টাইল: অবশেষে দাঁতের যন্ত্রণা থেকে মুক্তি লাভ
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে শুক্রবার, মে ৫/২০২৩
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। দাঁতের যন্ত্রণা যে কতটা ভয়ংকর হতে পারে এটা যাদের হয়েছে শুধুমাত্র তারাই বুঝতে পারবে। এটা একটা ছোট জিনিস হওয়া সত্ত্বেও এর যন্ত্রণাটা খুবই মারাত্মক আকার ধারণ করে। যখন দাঁতের যন্ত্রণা শুরু হয় তখন যেন মনে হয় পুরো পৃথিবীটা ওলট-পালট হয়ে যাচ্ছে। এমন একটা অবস্থা শুরু হয় তাতে মনে হবে যেন মাথা খুব সহজেই ঘুরে যাচ্ছে। আমার দাঁতেও ঠিক তেমনি একটা সমস্যা হয়েছিল। যখনই আমি ভাত খেতে যেতাম এবং যে তাতে সমস্যা হয়েছে সেই দাঁতের মধ্যে ভাত পড়তো তখনই আমার মাথা ঘুরে যেত যন্ত্রণার কারণে। পরে আমি আমাদের প্রিয় এডমিন শুভ ভাইয়ের কাছ থেকে বিষয়টা নিয়ে পরামর্শ নিয়েছিলাম। তিনি আমাকে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন। ডাক্তারের শরণাপন্ন হবার পরে ডাক্তার আমাকে রুট ক্যানেল করার পরামর্শ দিয়েছিল। যদিও আমি শুনেছিলাম রুট ক্যানেল করতে খুব একটা বেশি টাকার প্রয়োজন হয় না কিন্তু আমাদের এলাকাতে লক্ষ্য করে দেখলাম যে রুট ক্যানেল করতে ভালোই টাকার প্রয়োজন হয়। তারপরও আমি টাকার চিন্তা করলাম না দাঁতের চিকিৎসা করার জন্য কাজ শুরু করে দিলাম।
যখন আমার দাঁতে যন্ত্রণা শুরু করত তখন যেন পুরো পৃথিবীটা এলোমেলো হয়ে যেত আমার কাছে। একদিন রাতের কথা মনে আছে যে আমি শ্বশুর বাড়ি গিয়েছিলাম আর তখন রাত এগারোটার দিকে আমার প্রচন্ড পরিমাণে দাঁতের ব্যথা শুরু হয়ে গিয়েছিল। যেহেতু আমি সেখানে ঔষধ নিয়ে গিয়েছিলাম না তাই সেই রাতেই আমি বাড়িতে ফিরে এসেছিলাম শুধুমাত্র ঔষধ খাবার জন্য। দাঁতের ব্যথা এতটাই মারাত্মক হয়ে থাকে।
যাইহোক দীর্ঘ তিন থেকে চার মাস চিকিৎসা করার পরে বর্তমানে আমার দাঁতের সমস্যা দূর হয়ে গিয়েছে। রুট ক্যানেল করার পরে এখন তেমন আর কোন সমস্যা অনুভব করি না। ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছে যেন আমি ওই দাঁত দিয়ে কোন শক্ত জিনিস না খাই। ডাক্তার আমাকে ওই দাঁতে একটা ক্যাপ বসিয়ে নেবার পরামর্শ দিয়েছেন। ক্যাপ বসিয়ে নিলে নাকি দাঁত পুরোপুরি অরজিনাল দাঁতের মতোই হয়ে যায়। যেহেতু আমি এখন রাতে যন্ত্রণা থেকে মুক্ত হয়ে গিয়েছি তাই চেষ্টা করবো খুব দ্রুত ক্যাপ বসিয়ে নিতে।
আপনাদের কি কারো দাঁতের যন্ত্রণার এই ধরনের অনুভূতি রয়েছে? যদি থেকে থাকে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোষ্টের মধ্য দিয়ে।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
দাঁতের ব্যথা সত্যি অনেক বড় ব্যথা ভাইয়া। যার দাঁতের ব্যথা রয়েছে সেই একমাত্র বলতে পারবে এই ব্যথা কি। আপনি শুভ ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে দ্রুত সময়ে সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল
ভাইয়া আমাকে খুবই সুন্দর পরামর্শ দিয়েছিল যার কারণে খুব সহজেই আমি এই যন্ত্রণা থেকে রক্ষা পেয়েছি।
দাঁতের যন্ত্রণা সত্যি অনেক ভয়ঙ্কর। হয়তো সেই যন্ত্রণা কাউকে বলে বোঝানো যায় না। তবে অনেক কষ্ট হয়। দাঁতের যত্ন নেওয়ার জন্য আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে। যাইহোক আশা করছি খুব শীঘ্রই পুরোপুরিভাবে ভালো হয়ে যাবেন।
এটা আপনি ঠিক কথা বলেছেন আপু এটা খুবই মারাত্মক একটা যন্ত্রনা।
আমাদের শরীরের প্রত্যেকটি অংশ এমনই যে অংশে ব্যথা হয় যেন মনে হয় পুরো দুনিয়াটা উলটপালট হয়ে গেছে। দাঁতের সমস্যার কারণে যেমন এমন অস্থিরতা হয় তেমনি চোখের সমস্যার কারণে কিংবা মাথা ব্যাথা হলেও এমন পরিস্থিতি হয়ে ওঠে। তবে আপনি দাঁতের চিকিৎসা নিয়েছেন খুব দ্রুত তা অনেক ভালো করছেন। শুভ ভাইয়ের এমন সুন্দর পরামর্শ দিয়েছেন আপনাকে রুট ক্যানেল করার জন্য। অবশেষে আপনি আরাম পেলেন ধন্যবাদ আপনাকে বিষয়টি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু যখন যন্ত্রণা শুরু হয় তখন যেন মনে হয় দুনিয়া উল্টোপাল্টা হয়ে যাচ্ছে।
দাঁতের ব্যথা আসলে অনেক যন্ত্রণা কর এখন অসহ্যকর ব্যাথা হয়। আমার আম্মুর দাঁতের সমস্যা ছিল উনি এরকম রুট ক্যানেল করে ক্যাপ বসিয়ে নিয়েছে এখন আর দাঁতে কোন সমস্যা হয় না। আপনিও সময় করে ক্যাপ বসিয়ে নিবেন আশা করি খুব সুস্থ থাকতে পারবেন। এত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ
রুট ক্যানেল অনেক ভালো একটা চিকিৎসা পদ্ধতি আমার কাছে মনে হয়েছে।
https://twitter.com/mostafezur14/status/1655117157406232576?t=VgV7wvt5baH7B-vuG12Tpw&s=19