আবদার রাখতে না পেরে হাতে মেহেদী দিলাম||১০% @shy-fox||
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে রবিবার , মে ০১/২০২২
আচ্ছালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। আমরা এই আনন্দটা বিভিন্নভাবে পেয়ে থাকি তার মধ্যে রয়েছে ঈদের কেনাকাটা করা, হাতে মেহেদি দেওয়া, ঘোরাঘুরি করা। যদিও এর আগে কোনদিন তেমন একটা মেহেদির ডিজাইন হাতে দেয়া হয় না কিন্তু এই বছরটা ছিল অন্যান্য সকল বছরে থেকে একটু আলাদা। আমি প্রায় ঘুমিয়ে পরেছিলাম হঠাৎ আমার ঘুম থেকে তুলে আমার বউ বললো আজকে আমার হাতে মেহেদি দিয়ে দেবে। তাই আমি আর কোনোভাবেই তাকে বাধা দিতে পারলাম না। তাই আজকে আমি চিন্তা করলাম আপনাদের মাঝে সেই মেহেদির ডিজাইনটাই শেয়ার করি যেটি আমার বউ আমার হাতে দিয়ে দিয়েছে। চলুন শুরু করা যাক.....
ধাপ - ০১
প্রথমে সে আমার হাতে মেহেদি ডিজাইন করার জন্য ছোট একটি বৃত্ত তৈরি করে নিল।
ধাপ - ০২
তারপরে সেই বৃত্ত কে কেন্দ্র করে সে তিনটা ফুল তৈরি করে দিল।
ধাপ - ০৩
এই ছবিটা আমি তুলেছিলাম যখন সে আমার হাতে মেহেদি দিয়ে দিচ্ছিল।
ধাপ - ০৪
ধাপ - ০৫
ধাপ - ০৬
ধাপ - ০৭
যখন আমার হাতে মেহেদির ডিজাইন করা শেষ হয়ে গিয়েছিল তখন আমি এই ছবিটা তুলেছিলাম। আমার হাতে মেহেদির এই ডিজাইন করার প্রত্যেকটি ধাপ আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখানোর চেষ্টা করেছি।
ধাপ - ০৮
মেহেদী শুকিয়ে যাবার পরে আমি সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার করার পরে এই ছবিটি তুলেছিলাম।
আসলে সত্য কথা বলতে মেয়েদের কাছে মেহেদি দিতে অন্যরকমের একটি ভালো লাগে। তাই আমি কোন ভাবেই তাকে এই আনন্দ থেকে বঞ্চিত করতে পারলাম না। দেখতে পেলাম সে আমার হাতে মেহেদি দেওয়ার পরে অনেক খুশি হয়েছে। আমি ভাবলাম ঈদের আগে তার খুশি আমার কাছে অনেক বড়। আপনারা যদি এই ধরনের কোন কাজ করে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা আপনাদের হাতে মেহেদি দিয়ে থাকেন তাহলে সেই ছবিটা কমেন্টে দিতে কোনোভাবেই ভুলবেন না যেন।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
মানুষের আবদার রাখা ভালো। তবে বেশি আবদার রাখা ঠিক নয়। যাইহোক খুব ভাল লেগেছে আপনার এত সুন্দর কারুকাজও দেখে। আশা করি ঈদের আগেই আসল কাজটি সেরে বসে আছেন। আমরা বাঙালি জাতি তো এডভান্স সর্বদা।
ঠিক বলেছেন কিছু কিছু সময় আবদার রাখতে হয়
আবদার রাখতে না পেরে মেহেদী দিলাম আসলেই অনেক সুন্দর করে আপনি হাতে মেহেদী পড়েছেন । ঈদ না আসতেই মেহেদী পরার এত আগ্রহ দেখে আপনার অনেক ভালো লাগলো ।আপনি অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে মেহেদী দেওয়া শেয়ার করেছেন ।ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি কোয়ালিটি সম্পন্ন পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।আপনার জন্য শুভকামনা রইল।
আমি সচরাচর মেহেদি হাতে দেয় না কিন্তু এই দিন আপনার রাখতে না পেরে হাতে দিতেই হল
ভাইয়া বউয়ের আবদার পূরণ করতে হবে এটা স্বাভাবিক।তবে যাইহোক ভাইয়া মেহেদির আর্টটা কিন্তুু দারুণ ছিল ধন্যবাদ
ঠিক বলেছেন আপু হাতদরনা রাখলে তো তো বাড়িতে জায়গা হবে না
ঈদ বলে কথা হাতে মেহেদী না লাগলে হবে? তবে আমি আবার হাতে মেহেদী পড়ি না। আমার অনেক লজ্জ্বা লাগে মেহেদী পড়তে। আপনার হাতে মেহেদী দেখে মনে হচ্ছে বিয়ে করতে যাবেন হাহাহাহ। ভালো লাগছে অনেক। অগ্রিম ঈদের শুভেচ্ছা রইলো ভাই।
ঠিক বলেছেন ভাইয়া ঈদের দিনে মেহেদি লাগানো টা অত্যন্ত জরুরী তারপরও আমি খুব একটা বেশি মেহেদি লাগায় না