এ এক অন্য রকম ঈদের অনুভুতি||১০% @shy-fox||

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে মঙ্গলবার , মে ০৩/২০২২

IMG_20220503_112818.jpg

প্রথমে আপনাদেরকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের ঈদের অনুভূতি শেয়ার করতে চলেছি। পূর্ব ঘোষিত সময়ানুসারে আমাদের আজকের ঈদের জামাত হবার কথা ছিল ৭ টা ৩০ মিনিটে।

IMG20220503065513.jpg

IMG20220503065523.jpg

সকাল থেকেই আমাদের গ্রামের আকাশ ছিল মেঘাচ্ছন্ন। চারিদিকে কালো মেঘে ছেয়ে গিয়েছিল পুরো আকাশ। দেখতে দেখতে আকাশ আরো বেশী কালো হতে শুরু করল। সকালে ঘুম থেকে উঠে সবাই আমরা প্রস্তুতি নিচ্ছিলাম ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য। কিন্তু আমাদের সেই জিনিসে বাধা চলে আসলো হঠাৎ বৃষ্টিতে।


ভিডিও লিংক

চারিদিকে শুরু হয়ে গেল প্রবল ঝড়ে বৃষ্টি। আমি আপনাদের মাঝে একটি বৃষ্টির ভিডিও ধারণ করে শেয়ার করেছি আপনারা চাইলে ভিডিওটি দেখে উপভোগ করতে পারেন কেমন বৃষ্টি হয়েছে আমাদের এলাকায়।

IMG20220503073241.jpg

আমাদের ঈদের জামাত স্থগিত হয়ে গেল সকাল দশটা পর্যন্ত। আমি বাইরের দিকে আসলাম একটু বৃষ্টির ছবি ধারণ করার জন্য সেখানে এসে দেখতে পেলাম অনেকগুলো হাঁস বৃষ্টির মধ্যে অনেক আনন্দ করছে। দীর্ঘ কয়েক ঘন্টা বৃষ্টির পরে থেমে গেল বৃষ্টি। তখন আমরা আমাদের মসজিদের মাইকে শুনতে পেলাম ঈদের জামাতের কথা। সকাল দশটায় পুনরায় ঈদের জামাতের ঘোষণা দেয়া হলো।

IMG20220503095203.jpg

বৃষ্টির মধ্যে সবাই ছাতি মাথায় দিয়ে চলে গেলাম ঈদগাহে। আবহাওয়া প্রতিকূল হবার কারণে সবাই হাতে একটি করে ছাতি নিয়ে ছিল কেননা যে কোন সময় শুরু হয়ে যেতে পারে বৃষ্টি।

IMG_20220503_113252.jpg

অনেক বাধা বিপত্তির পরে আমরা পৌছে গেলাম আমাদের ঈদগাহ ময়দানে ঈদের জামাত আদায় করার জন্য। সেখানে দেখতে পেলাম বৃষ্টির ফলে বিঘ্ন ঘটার কারণে আমাদের ঈদগাহ এ মানুষের সংখ্যা অনেক কম ছিল।

IMG_20220503_112818.jpg

আস্তে আস্তে আমাদের গ্রামের সকল মানুষ ইদগা ময়দানে উপস্থিত হল। খুব ভালো ভাবেই আমরা ঈদের জামাত শেষ করলাম।

IMG_20220503_113435.jpg

নামাজ শেষ হওয়ার পরপরই শুরু হয়ে গেল পুনরায় বৃষ্টি। ফলে ঈদগাহে এক অন্যরকম দৃশ্য ধারণ করলো। আমরা যেদিকেই তাকাই না কেন সেখানে আমরা আর কোন মানুষ দেখতে পেলাম না শুধু ছাতা আর ছাতা দেখতে পাচ্ছিলাম। এর আগে কোনদিন আমরা এইভাবে ঈদের জামাত আদায় করি নি।

IMG20220503102652_01.jpg

অনেক বাধা-বিপত্তি অতিক্রম করে আমরা ঈদের নামাজ শেষ করলাম। ঈদের নামাজ শেষে আমরা সবাই সবার সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য কোলাকুলি করলাম। সকল রাগ দুঃখ ভুলে যেয়ে আমরা সবাই প্রত্যেকের সাথে পুনরায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করলাম। আসলে আমরা ঈদের মাধ্যমে শিক্ষা গ্রহণ করি। ঈদের ফলে ধনী-গরীব নির্বিশেষে প্রত্যেকটি মানুষ প্রত্যেকের সাথে মিলেমিশে চলাচল করার প্রতিজ্ঞা গ্রহণ করে।

Sort:  
 2 years ago 

আজকের ঈদের অনুভূতিটি আসলেই একটু অন্যরকম ছিল। পুরো সকাল কিন্তু মেঘাচ্ছন্ন ছিল না রোদে ঝলমল করে দিনটি শুরু হয়েছিল।বেশিরভাগ এলাকাতেই ঈদগাহে থাকা অবস্থায় বৃষ্টি শুরু হয়ে যায় এমন সময় মানুষ হতভম্ব হয়ে ওঠে। যাইহোক বৃষ্টি হতে পারে আল্লাহর রহমত। আজকের ঈদের দিনের অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনাদের এলাকায় মেঘের অবস্থা কেমন ছিল আপু

 2 years ago 

সত্যি কথা বলতে আমাদের গ্রামের আকাশ টিও ছিল মেঘাচ্ছন্ন। হঠাৎ করেই বৃষ্টি আসার কারণে আমরা প্রথমে ভেবেছিলাম আজকে একটু মজাও হবে না। কিন্তু পরে দেখলাম খুবই সুন্দর আবহাওয়া। আমরা কিছুক্ষণ ছাদের উপরে গিয়ে হাঁটলাম তারপরে বাড়ির চারপাশে একটু হাঁটলাম। প্রাকৃতির মাঝে হাঁটার মুহূর্ত সত্যি আমার কাছে এতো ভালো লেগেছে আপনাকে বলে বোঝাতে পারবো না। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন আপু অন্যবারের তুলনায় এবারের ঈদটা একটু ব্যতিক্রমধর্মী হয়ে গেল

 2 years ago 

আমাদের এদিকে অবশ্য সকালের দিকে ওয়েদার খুবই ভালো ছিল। তাই বেশ আনন্দের সাথে ঈদের নামাজটি শেষ করতে পেরেছি। তবে দুপুরের দিকে বেশ জোরে ঝড় উঠেছে ।

 2 years ago 

আপনাদের ঈদের নামাজ শুরু হয়েছিল কয়টায় ভাইয়া

 2 years ago 

ভাই আপনার ঈদ এর জামার আদায় করার অনুভূতি জানতে পেরে ভালো লাগলো খুব। আমাদের এখানে ঈদ এর জামার এর অনেক পরে বৃষ্টি হয়েছে। তবে অনেক যায়গায় দেখলাম মানুষ ভিজে ভিজে নামাজ পড়েছে।

 2 years ago 

আমাদের এখানেও আমাদেরকে ঈদের নামাজ ভিজা ভিজা আদায় করতে হয়েছে

 2 years ago 

প্রথমে আমার পক্ষ থেকে আপনাকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ।।আসলে সারাদিন বৃষ্টি হওয়ার কারণে তেমন একটা মজা করতে পারেনি।। আমরা ঈদের নামাজ পর্যন্ত মসজিদে পড়তে হয়েছে।। আপনার গল্প শেয়ার করার জন্য ধন্যবাদ।।

 2 years ago 

আপনাকেও জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ভাইয়া। আমাদের এলাকার অবস্থাও একই রকম আমরা কোনভাবেই সঠিকভাবে ঈদের নামাজ আদায় করতে পারেনি

কোন কিছু হয়না বাধা
নিয়ত যদি থাকে পাকাপোক্ত,
সবকিছুই পার হইলো
মনটাও ছিল শক্ত।

 2 years ago 

এত সুন্দর লাইনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 55400.25
ETH 2294.55
USDT 1.00
SBD 2.33