অসহ্য প্রেম নাটক রিভিউ
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে সোমবার, ফেব্রুয়ারি ৬/২০২৩
নাটকের নাম | অসহ্য প্রেম |
---|---|
পরিচালক | সাইদুর রহমান সবুজ |
অভিনয় | সাকিব সিদ্দিক, আরোহী মিম |
দৈর্ঘ্য | ২৪ মিনিট ৫৪ সেকেন্ড |
ভাষা | বাংলা |
মুক্তির তারিখ | ২৪ সেপ্টেম্বর ২০২২ ইং। |
নাটকের শুরুতেই আমরা দেখতে পাই নাটকের নায়িকা আরোহী মিম একটা রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছে। কিছুক্ষণ পরেই সেখানে নাটকের নায়ক সাকিব সিদ্দিক উপস্থিত হন।
দুজনে একই টেবিলে বসে কথা কাটাকাটি করতে শুরু করে। এমন সময় নায়িকার এক এক বান্ধবী এসে উপস্থিত হয় এবং নায়িকাকে সাকিব সিকদারকে তার বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়। এটা শুনে তো আরোহী মীম এর চোখ কপালে উঠে যায়। আর তার বান্ধবীকে এখনই ব্রেকআপ করে ফেলতে বলে কিন্তু সে কোন ভাবে রাজি হয় না। যার কারনে আরোহী মীম তার বান্ধবীর সাথে রাগারাগি করে সেখান থেকে চলে যায়।
এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই আরোহী মীম তার পুরনো দিনের কথা মনে করছে। সেই পুরনো দিনে আমরা কিছু মধুর স্মৃতি দেখতে পাই।
এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই আরোহী মিম এর বাতাবি তার বয়ফ্রেন্ড কে নিয়ে তাদের বাড়িতে আসে। সেখানে সাকিব অনেক কষ্টে আরোহী মীমকে সিনেমা দেখতে যাবার জন্য রাজি করায়।
এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই তারা তিনজন একত্রিত ভাবে সিনেমা দেখতে যাওয়ার জন্য প্রস্তুতি। প্রথমে নায়িকা তার বান্ধবীর সাথে রিকশাতে উঠে বসে কিন্তু তার বান্ধবী তাকে রিক্সা থেকে নামিয়ে দিয়ে নায়ক কে নিয়ে রিক্সায় চলতে শুরু করে। এটা দেখে নাটকের নায়িকা প্রচুর পরিমাণে রেগে যায় এবং রাগ করে বাড়িতে চলে যাই।।
এরপরে আমরা দেখতে পাই আরোহী মীম সাকিবকে আলাদাভাবে দেখা করতে বলে। আলাদাভাবে দেখা করি সেখানে তাদের ফুলের কথাগুলো আলোচনা করে।
এরপরে আমরা পুনরায় দেখতে পাই যে নায়ক এবং আরোহী মীম এর বান্ধবী তাদের বাড়িতে আসে। সেখানে আসার পরে পুরো ঘটনা আরোহী মীমকে খুলে বলে। আর এই ঘটনা খুলে বলার পরে আরোহী মিম এর সাথে সাকিবের ভালোবাসার সম্পর্ক পুনরায় চালু হয়ে যায়।
আজকে আমি আপনাদের মাঝে যে নাটকটি শেয়ার করলাম সেটা একটা রোমান্টিক নাটক। ভালোবাসার এই মাসে এই নাটকটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে বলে আমি মনে করি। যারা এখনো নাটকটি দেখেননি তারা এটা দেখে নিতে পারেন।
নাটকটির আমি আমার ব্যক্তিগত রেটিং পয়েন্ট দিবো ১০ এর মধ্যে ৯
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
এই নাটকটা আমি দেখেছিলাম। নাটোকটা বেশ ভালই ছিল। আপনি খুব সুন্দর ভাবে এই নাটকটার রিভিউ করেছেন। ধন্যবাদ আপনাকে।
এই নাটক দেখা হয়নি কিন্তু আপনার রিভিউ পড়ে বুঝতে পারছি এই নাটকের কাহিনী খুবই সুন্দর। আমি আজই এই নাটক দেখবো। আপনি খুব সুন্দর ভাবে সম্পূর্ণ নাটকের রিভিউ দিয়েছেন। ধন্যবাদ সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।
ভাইয়া আমার মনে হচ্ছে নাটকটা একটু শর্ট হয়ে গেছে। কাহিনী আরেকটু বাড়ালে ভাল লাগতো। সাকিবের সাথে আরোহী মীমের আগেই সম্পর্ক ছিল যেটা পরে তার বান্ধবীর কারনেই পূর্ণতা পেল। আমার কাছে তো মীমের থেকে তার বান্ধবীকেই বেশি ভাল লাগছে,হি হি হি। ধন্যবাদ ভাইয়া।
যদিও এই নাটকটি আমি দেখিনি।তবে আপনার রিভিউ পড়ে বুঝতে পারলাম নাটকটির কাহিনি খুব সুন্দর হবে।আসলে এত সুন্দর করে রিভিউ করার কারনে দেখার আগ্রহটা ও বেড়ে যায়।আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে নাটকটির রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমি মাঝে মাঝে সময় পেলে নাটক দেখে থাকি কিন্তু এই নাটকটি আমার এখনো দেখা হয়নি। এমনিতে কিন্তু এরকম নাটক গুলো দেখতে আমি একটু বেশি পছন্দ করি বিশেষ করে এই সিরিয়ালের। নাটকটা কিন্তু বেশ মজার ছিল বলতে হয়। মাঝে মাঝে এরকম নাটকের মাধ্যমে আমরা কিন্তু বিনোদন নিতে পারি। আবার নাটক থেকে অনেক রকমের শিক্ষা নেওয়ার থাকে আমাদের যা আমাদের জন্য খুবই প্রয়োজন। তাই কাজের পাকে আমাদের বিভিন্ন রকমের নাটকও দেখা উচিত।
আমি আরো অনেক দিন আগে নাটকটি দেখেছিলাম আসলে খুবই মজার একটি নাটক ছিল এটি। আমি বেশ ভালোভাবেই উপভোগ করেছিলাম নাটকটি দেখার সময়। এই টিমটির নাটক দেখতে আমি একটু বেশি পছন্দ করি। বিশেষ করে সাকিবের নাটকগুলো একটু বেশি দেখে থাকি। এক কথায় বলতে গেলে কিন্তু অসাধারণ ছিল নাটকটি এবং নতুন করে রিভিউ পোস্টের মাধ্যমে দেখে একটু বেশি ভালো লেগেছে।